ভারতের কেন্দ্রীয় সরকারের যোজনা ২০২৩

ভারতের কেন্দ্রীয় সরকারের যোজনা ২০২৩ – আজকের পর্বে আমরা আলোচনা করলাম ভারতের কেন্দ্র সরকার কতৃক ২০২৩ সালে গৃহীত কিছু যোজনা সম্পর্কে ।আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই টপিকটা ভীষণই গুরুত্বপূর্ণ সেহেতু তোমরা খুব ভালোভাবে এই টপিকটা রেডি করে নেবে ।

ভারতের কেন্দ্রীয় সরকারের যোজনা ২০২৩ :

ভারতের কেন্দ্রীয় সরকারের যোজনা ২০২৩

আরো পড়ুন – পঞ্চবার্ষিকী পরিকল্পনা জিকে MCQs

কেন্দ্রীয় সরকারের যোজনা ২০২৩ :

[১] ৫ই জুন ২০২৩ বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামসর স্থলের সংরক্ষণের জন্য কোন যোজনা চালু করেছে ?

  • (ক) অমৃত ধরোহর যোজনা
  • (খ) অমৃত ভারত যোজনা
  • (গ) উজ্জ্বল ভারত যোজনা
  • (ঘ) মিষ্টি যোজনা

উত্তরঃ (ক) অমৃত ধরোহর যোজনা

জেনে রাখো :

  • অমৃত ধরোহর যোজনার মাধ্যমে জলাভূমি সংরক্ষণের উপর জোর দেওয়া হয়েছে ।
  • অমৃত ধরোহর যোজনার মুখ্য উদ্দেশ্য হলো দূষণ ও জলবায়ু পরিবর্তনের ফলে সংকটের মুখে পড়া জলাভূমিগুলির সরক্ষন ।

[২] উত্তরে চীনের সীমানা লাগোয়া গ্রামগুলির বিকাশের জন্যে কেন্দ্র সরকার কোন প্রোগ্রাম শুরু করেছে ?

  • (ক) গাঁও কি ওর লটো
  • (খ) বাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম
  • (গ) সংগঠন সে সমৃদ্ধি
  • (ঘ) মিশন সীমা পরিবর্তন

উত্তরঃ (খ) বাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম

জেনে রাখো :

  • কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ অরুণাচল প্রদেশের কিবিথু থেকে বাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম-এর সূচনা করেছেন ।
  • বাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম-এর মুখ্য উদ্দেশ্য হল ভারতীয় সীমানা সংলগ্ন গ্রামগুলির বিকাশ সাধন করা ।

[৩] ঘূর্ণিঝড়ে প্রভাবিত মায়ানমারের সহায়তার জন্য কেন্দ্র সরকার কোন অপারেশন শুরু করেছে ?

  • (ক) অপারেশন করুনা
  • (খ) অপারেশন দোস্ত
  • (গ) অপারেশন গঙ্গা
  • (ঘ) অপারেশন কাবেরী

উত্তরঃ (ক) অপারেশন করুনা

জেনে রাখো :

  • অপারেশন করুনাতে সামিল হয়েছিল তিনটি ভারতীয় জাহাজ – INS শিবালিক , INS কার্মটা , INS সাবিত্রী

[৪] ৫ই জুন ২০২৩ বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমুদ্রোপকূলে ম্যানগ্রোভ বৃক্ষরোপনের জন্য কোন যোজনা চালু করেছে ?

  • (ক) বাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম
  • (খ) অমৃত ধরোহর যোজনা
  • (গ) উজ্জ্বল ভারত যোজনা
  • (ঘ) মিষ্টি (MISHTI ) যোজনা

উত্তরঃ (ঘ) মিষ্টি যোজনা

জেনে রাখো :

  • MISHTI যোজনার সম্পূর্ণ নাম – Mangrove Initiative for Shoreline Habitats & Tangible Incomes
  • মিষ্টি যোজনার উদ্দেশ্য হলো ভারতে অবস্থিত ম্যানগ্রোভ অরণ্যের সংরক্ষণ ।

[৫] ২০২৩-এ ভারতে ব্যবসা ও মেগা পার্কের বিকাশের জন্যে কেন্দ্র সরকার ৭ রাজ্যে কোন যোজনা চালু করার কথা ঘোষণা করেছে ?

  • (ক) PM উজ্জ্বলা যোজনা
  • (খ) PM নমস্তে যোজনা
  • (গ) PM প্রণাম যোজনা
  • (ঘ) PM মিত্র যোজনা

উত্তরঃ (ঘ) PM মিত্র যোজনা

জেনে রাখো :

  • PM MITRA যোজনার সম্পূর্ণ নাম – PM Mega Integrated textile Region and Appare parks
  • যোজনার অন্তর্গত ৭ টি রাজ্য হল -কর্ণাটক , মহারাষ্ট্র , গুজরাট , তামিলনাড়ু , তেলেঙ্গানা , মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ ।

[৬] মহিলাদের আত্মনির্ভর করার জন্য কেন্দ্র সরকার ২০২৩ সালে কোন যোজনা শুরু করেছে ?

  • (ক) মহিলা সম্মান বচত প্রমাণপত্র যোজনা
  • (খ) মিশন শক্তি বেটি বাঁচাও বেটি পড়াও
  • (গ) মহিলা ফ্রি সিলাই মেশিন যোজনা
  • (ঘ) সুরক্ষিত মাতৃত্ব আশ্বাসন সুমন যোজনা

উত্তরঃ (ক) মহিলা সম্মান বচত প্রমাণপত্র যোজনা

[৭] ২০২৩ সালে গ্রামীণ যুবকদের প্রশিক্ষণের জন্য গ্রামীণ বিকাশ মন্ত্রী গিরিরাজ সিংহ কোন যোজনা চালু করেছে ?

  • (ক) ক্যাপটিভ রোজগার যোজনা
  • (খ) স্মারক মিত্র যোজনা
  • (গ) ভারত গৌরব যোজনা
  • (ঘ) নিউ ইন্ডিয়া লিটেরেসি প্রোগ্রাম

উত্তরঃ (ক) ক্যাপটিভ রোজগার যোজনা

[৮] ২০২৩ সালে সুদানে সংঘটিত বিশৃঙ্খলার কারণে ভারত সরকার ভারতীয় নাগরিকদের বাঁচানোর জন্য কোন অপারেশন শুরু করেছে ?

  • (ক) অপারেশন কাবেরী
  • (খ) অপারেশন দোস্ত
  • (গ) অপারেশন গঙ্গা
  • (ঘ) অপারেশন সুদান

উত্তরঃ (ক) অপারেশন কাবেরী

[৯] কেন্দ্র সরকার ১৫ বছরের উর্দ্ধে ব্যক্তিদের স্বাক্ষরিত করার জন্য কোন যোজনা শুরু করেছে ?

  • (ক) ক্যাপটিভ রোজগার যোজনা
  • (খ) স্মারক মিত্র যোজনা
  • (গ) ভারত গৌরব যোজনা
  • (ঘ) নিউ ইন্ডিয়া লিটেরেসি প্রোগ্রাম

উত্তরঃ (ঘ) নিউ ইন্ডিয়া লিটেরেসি প্রোগ্রাম

[১০] ২০২৩-এ তুর্কি আর সিরিয়ায় সংঘটিত ভূমিকম্পে দুর্গতদের পাশে দাঁড়াতে ভারত সরকার কোন মিশন শুরু করেছে ?

  • (ক) অপারেশন কাবেরী
  • (খ) অপারেশন দোস্ত
  • (গ) অপারেশন গঙ্গা
  • (ঘ) অপারেশন সুদান

উত্তরঃ (খ) অপারেশন দোস্ত

আরো পড়ুন – ভারতের নতুন সংসদ ভবন GK

মন্তব্য করুন