ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো

ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম রাষ্ট্রবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ টপিক ক্ষমতা কী এবং ক্ষমতার গুরুত্বপূর্ণ উপাদানগুলি নিয়ে ।

ক্ষমতা কাকে বলে?ক্ষমতার উপাদান গুলি আলোচনা করো :

ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো

আরো পড়ুন – ভারতীয় সংবিধানের উৎস

ক্ষমতার সংজ্ঞা :

ক্ষমতা বলতে অন্যকে এমনভাবে নিয়ন্ত্রণ করার সামর্থ্যকে বোঝায় , যার মাধ্যমে নিয়ন্ত্রণকারী তার ইচ্ছামতো কাজ করতে অন্যদের বাধ্য করে । আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ ।

হ্যান্স মরগেনথাউ -এর মতে , ক্ষমতা হল অন্যের মন ও কাজকর্মের ওপর একজন মানুষের নিয়ন্ত্রণ ।

আবার , কার্ল ডয়েস – এর মতে , আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে শক্তি হল ‘ একটি রাষ্ট্র কর্তৃক অন্যান্য রাষ্ট্রের আচরণকে তার নিজের ইচ্ছানুযায়ী নিয়ন্ত্রণ করার সামর্থ্য ।

ক্ষমতা বা শক্তির মূল উপাদান :

কোন একটি রাষ্ট্রের শক্তি বিভিন্ন প্রকার উপাদানের উপর নির্ভর করে এর মধ্যে গুরুত্বপূর্ণ উপাদান গুলি হল –

(ক) ভৌগোলিক অবস্থান : 

জাতীয় শক্তির প্রথম ও প্রধান উপাদান হলো ভৌগোলিক অবস্থান । ভৌগোলিক অবস্থান হল একটি স্থায়ী উপাদান যার উপরে কোনো জাতির শক্তি নির্ভরশীল ।

এই ভৌগোলিক অবস্থানের মধ্যে যেসব বিষয় অন্তর্ভুক্ত তার মধ্যে রয়েছে রাষ্ট্রের আয়তন, অবস্থান, ভূপ্রকৃতি ও জলবায়ু।

যেমন – ভারতের উত্তরে হিমালয় পর্বত এবং পূর্ব, পশ্চিম ও দক্ষিণে সমুদ্র থাকার ফলে ভারত অনেক বেশি সুরক্ষিত।

(খ) প্রাকৃতিক সম্পদ : 

আদিম সময় থেকে আজ পর্যন্ত প্রাকৃতিক সম্পদের উপর যে জাতীর প্রাধান্য বেশি সেই জাতিই সবচেয়ে শক্তিশালী ।

কাঁচামাল সহ সকল প্রাকৃতিক সম্পদকে প্রকৃতির আশীর্বাদ হিসেবে ধরা হয় । এর মধ্যে খনিজ সম্পদ, খাদ্যশস্য, ও অন্যান্য কৃষিজাত দ্রব্য, জ্বালানি ধাতু ও খাদ্য সহ কৃষিজ পণ্য আছে ।

(গ) জনসংখ্যা : 

কোন রাষ্ট্রের শক্তি সেই রাষ্ট্রের জনসংখ্যার উপর কিছু পরিমাণে নির্ভর করে । সামরিক শক্তি এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য যথেষ্ট লোকবল প্রয়োজন ।

তবে জনসংখ্যা অধিক হলেই যথেষ্ট নয়, তাদের উৎপাদন ক্ষমতা, অর্থনৈতিক মান, শিক্ষা ইত্যাদির উপর দেশের শক্তি নির্ভর করে।

(ঘ) সরকারের প্রকৃতি : 

জাতীয় ক্ষমতা বা শক্তি অনেকটাই সরকারের উৎকর্ষতা বা যোগ্যতার উপর নির্ভর করে । সরকার জাতির মধ্যে ভাবাদর্শ, নৈতিকতা ও নেতৃত্ব বোধ গড়ে তোলার মাধ্যমে এই জাতীয় শক্তিকে কাম্য পর্যায়ে উন্নীত করতে সক্ষম হয় ।

(ঙ) অর্থনৈতিক উন্নয়ন : 

জাতীয় ক্ষমতা বা শক্তি অর্থনৈতিক উন্নয়নের উপর বেশিরভাগ ক্ষেত্রেই নির্ভরশীল । অর্থনৈতিক উন্নয়ন একটি দেশের পরিকাঠামো বদলে দেয়। এতে মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়।

এছাড়া আধুনিক যুগে কোনো রাষ্ট্রের শিল্পায়ন ও প্রযুক্তিবিদ্যার অগ্রগতির জন্য প্রয়োজন অর্থনৈতিক সামর্থ ।

অর্থনৈতিক অগ্রগতির মানদন্ড হিসেবে জনগণের উৎপাদন ক্ষমতা, মাথাপিছু আয়, জীবনযাত্রার মান ইত্যাদির কথা উল্লেখ করা যায়।

(চ) কূটনীতি : 

ক্ষমতার মস্তিষ্ক বলা হয় কূটনীতিকে । মর্গেনথাউ এর মতে, আধুনিক যুগে কূটনীতি হলো জাতীয় ক্ষমতার উপাদান সমূহের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয়। কূটনীতির উৎকর্ষের উপরে জাতীয় ক্ষমতার অগ্রগতি অনেকখানি নির্ভরশীল ।

(ছ) জলবায়ু :

ক্ষমতার সাথে জলবায়ু ওতোপ্রোতো ভাবে সম্পর্কযুক্ত। নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ বেশি কর্মঠ ও পরিশ্রমী হয় । তাই এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত দেশগুলি শক্তিশালী দেশে পরিণত হতে পেরেছে ।

(জ) নেতৃত্ব : 

যেকোনো দেশের কূটনীতি ও সরকারকে পরিচালনা করার জন্য চাই সুপরিকল্পিত রাজনৈতিক নেতৃত্ব। যেমন ভারতে জওহরলাল নেহেরুর নেতৃত্ব , কিউবাতে  ফিদেল কাস্ত্রোর নেতৃত্ব,  রাশিয়ার লেলিনের নেতৃত্ব ইত্যাদি ।

(ঝ) আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদা : 

আন্তর্জাতিক অবস্থান একটি দেশের শক্তি সামর্থের অন্যতম শর্ত। যেকোনো শক্তি জোটের সদস্য হয়ে একটি দেশ শক্তিশালীরাষ্ট্রে পরিণত হতে পারে। পাশাপাশি একটি দেশে আন্তজার্তিক মর্যাদা বৃদ্ধি পায় পররাষ্ট্রনীতির মাধ্যমে।

(ঞ) জাতিয় চরিত্র : 

বিভিন্ন সামাজিক উপাদান এবং জাতীয় চরিত্র দেশের জনগণের সামরিক চেতনা বৃদ্ধিতে সহায়ক হয় ।

মূল্যায়ন :

উপরিউক্ত আলোচনা থেকে এটি সুস্পষ্ট যে, ক্ষমতার উপাদানগুলি প্রত্যেকটি পরস্পর পরস্পরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত । তাই কোন একটি উপাদানের উপর জাতীয় ক্ষমতা সম্পূর্ণভাবে নির্ভরশীল নয় । জাতীয় ক্ষমতা বৃদ্ধিতে অনেকগুলি উপাদান একত্রে কর্মসম্পাদন করে থাকে ।

আরো পড়ুন – গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য

ভিডিও দেখতে ক্লিক করুন – www.youtube.com/@DRMonojog

জিকে সংক্রান্ত ভিডিও দেখতে ক্লিক করুন – www.youtube.com/@DRMonojogGK

পিডিএফ পেতে ভিজিট করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল – DR Monojog63

FAQs On – ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদান গুলি বিশ্লেষণ করো

ক্ষমতা বলতে কী বোঝো।

ক্ষমতা বলতে অন্যকে এমনভাবে নিয়ন্ত্রণ করার সামর্থ্যকে বোঝায় , যার মাধ্যমে নিয়ন্ত্রণকারী তার ইচ্ছামতো কাজ করতে অন্যদের বাধ্য করে । আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ ।

আরো জানতে পড়ুন –

মন্তব্য করুন