ভারতের বৃহত্তম দীর্ঘতম উচ্চতম ও ক্ষুদ্রতম – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম ভারতের বৃহত্তম দীর্ঘতম উচ্চতম ও ক্ষুদ্রতম বিষয়গুলি নিয়ে । বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ।
এই পৃষ্ঠায়
ভারতের বৃহত্তম দীর্ঘতম উচ্চতম ও ক্ষুদ্রতম :
আরো পড়ুন – ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত সমূহ সম্পূর্ণ তালিকা
ভারতের বৃহত্তম :
নং | ভারতের বৃহত্তম | নাম |
---|---|---|
১ | বৃহত্তম গ্রন্থাগার | জাতীয় গ্রন্থাগার,কলকাতা |
২ | বৃহত্তম জাদুঘর | ইন্ডিয়ান মিউজিয়াম,কলকাতা |
৩ | বৃহত্তম রাজ্য | রাজস্থান |
৪ | বৃহত্তম জনবহুল শহর | মুম্বাই |
৫ | বৃহত্তম মরুভূমি | থর,রাজস্থান |
৬ | বৃহত্তম GPO(General Post Office) | মুম্বাই GPO |
৭ | বৃহত্তম চিড়িয়াখানা | জুলজিক্যাল গার্ডেন,কর্নাটক |
৮ | বৃহত্তম গম্বুজ | গোল গুম্বাজ,কর্নাটক |
৯ | বৃহত্তম গির্জা | সেন্ট ক্যাথেড্রাল,পুরাতন গোয়া |
১০ | বৃহত্তম মসজিদ | জামে মসজিদ, |
১১ | বৃহত্তম মঠ | তাওয়াং মঠ,অরুণাচল প্রদেশ |
১২ | বৃহত্তম গুহা মন্দির | ইলোরা,মহারাষ্ট্র |
১৩ | বৃহত্তম পশু মেলা | সোনেপুর মেলা,বিহার |
১৪ | বৃহত্তম কারাগার বা জেল | তিহার জেল, নিউ দিল্লি |
১৫ | বৃহত্তম জনবহুল রাজ্য | উত্তরপ্রদেশ |
১৬ | বৃহত্তম সিনেমা থিয়েটার | থাঙ্গাম থিয়েটার,তামিলনাড়ু |
১৭ | বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল | আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ |
১৮ | বৃহত্তম উন্মুক্ত/ওপেন বিশ্ববিদ্যালয় | ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় |
১৯ | বৃহত্তম গুরুদ্বার | স্বর্ণ মন্দির,অমৃতসর |
২০ | বৃহত্তম বাসভবন বা বসতিভবন | রাষ্ট্রপতি ভবন |
২১ | বৃহত্তম নদী | গোদাবরী |
২২ | বৃহত্তম মালভূমি | ডেকান মালভূমি |
২৩ | বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ | সম্বর,রাজস্থান |
২৪ | বৃহত্তম মিষ্টি জলের হ্রদ | উলার হ্রদ,কাশ্মীর |
২৫ | মহাসাগরীয় দ্বীপ | মধ্য আন্দামান |
ভারতের দীর্ঘতম :
নং | ভারতের দীর্ঘতম | নাম |
---|---|---|
১ | দীর্ঘতম নদী | গঙ্গা |
২ | দীর্ঘতম হিমবাহ | সিয়াচেন হিমবাহ |
৩ | দীর্ঘতম বাঁধ | হীরাকুঁদ,ওড়িশা |
৪ | দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম | গোরক্ষপুর,উত্তরপ্রদেশ |
৫ | দীর্ঘতম Corridor/বারান্দা | রামেশ্বরম মন্দির |
৬ | দীর্ঘতম ঝুলন্ত সেতু | হাওড়া ব্রিজ |
৭ | দীর্ঘতম নদী সেতু | ভূপেন হাজারিকা সেতু, আসাম |
৮ | দীর্ঘতম ট্রেন সার্ভিস | হিমসাগর এক্সপ্রেস |
৯ | দীর্ঘতম জাতীয় সড়ক | N.H. 44 |
১০ | দীর্ঘতম খাল | ইন্দিরা গান্ধী খাল |
১১ | দীর্ঘতম নদী সেতু | মহাত্মা গান্ধী সেতু |
ভারতের উচ্চতম/সর্বোচ্চ :
নং | ভারতের উচ্চতম /সর্বোচ্চ | নাম |
---|---|---|
১ | উচ্চতম জলপ্রপাত | যোগ জলপ্রপাত |
২ | উচ্চতম বাঁধ | তেহরি বাঁধ |
৩ | উচ্চতম মিনার | কুতুব মিনার |
৪ | উচ্চতম শৃঙ্গ | গডউইন অস্টিন বা K2 |
৫ | উচ্চতম দরজা | বুলন্দ দরওয়াজা, ফতেপুরসিক্রি |
৬ | উচ্চতম বিমান বন্দর | কুশোক বকুলা রিম্পচি,লেহ |
৭ | উচ্চতম রেল স্টেশন | ঘুম,দার্জিলিং |
৮ | উচ্চতম মন্দির | মীনাক্ষী মন্দির,মাদুরাই |
৯ | উচ্চতম মূর্তি | স্ট্যাচু অফ ইউনিটি |
১০ | উচ্চতম রোড | খারদুংলা রোড,লাদাখ |
১১ | উচ্চতম পোষ্ট অফিস | হিক্কিম পোষ্ট অফিস,হিমাচল প্রদেশ |
১২ | উচ্চতম স্তূপ | সাঁচি স্তূপ |
১৩ | উচ্চতম যুদ্ধক্ষেত্র | সিয়াচেন |
১৪ | উচ্চতম জলবিদ্যুৎ কেন্দ্র | রং টং জলবিদ্যুৎ কেন্দ্র |
১৫ | উচ্চতম রেডিও স্টেশন | লেহ রেডিও স্টেশন |
১৬ | সর্বোচ্ সামরিক সম্মান | পরমবীর চক্র |
১৭ | সর্বোচ্চ সাক্ষরতা রাজ্য | কেরালা |
ভারতের ক্ষুদ্রতম :
নাম্বার | ক্ষুদ্রতম | নাম/উত্তর |
১ | ক্ষুদ্রতম রাজ্যা – আয়তন আনুসারে | গোয়া |
২ | ক্ষুদ্রতম রাজ্যা – জনসংখ্যা আনুসারে | সিকিম |
৩ | ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল | লাক্ষাদ্বীপ |
আরো পড়ুন – ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ
FAQs On – ভারতের বৃহত্তম দীর্ঘতম উচ্চতম ও ক্ষুদ্রতম
ভারতের বৃহত্তম নদীর নাম গঙ্গা ।
ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কুঞ্চিকল ।
ভারতের বৃহত্তম মন্দির শ্রী রঙ্গনাথস্বামী মন্দির ।
ভারতের বৃহত্তম ঝুলন্তসেতু রবীন্দ্র সেতু ।
ভারতের বৃহত্তম কারাগার তিহার জেল ।
ভারতের উচ্চতম দরজা বুলন্দ দরওয়াজা, ফতেপুর সিক্রি ।
ভারতের বৃহত্তম ও মনুষ্য-নির্মিত বাঁধ গোবিন্দ বল্লভপন্থ সাগর ( উত্তর প্রদেশ) ।
ভারতের দীর্ঘতম বাঁধ হিরাকুঁদ (উড়িষ্যা) ।
ভারতের দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধি খাল (রাজস্থান) ।
ভারতের দীর্ঘতম সুড়ঙ্গ পথ পিরপাঞ্জাল টানেল ।
ভারতের উচ্চতম বিল্ডিং ইম্পিরিয়াল টাওয়ার ।
ভারতের উচ্চতম টাওয়ার রামেশ্বরমে দূরদর্শনের টাওয়ার ।
ভারতের সবচেয়ে বেশি প্রতিবেশি দেশ স্পর্শকারী রাজ্য গুলির নাম পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ ।
ভারতের সর্বাধিক রাজ্য স্পর্শকারী রাজ্য উত্তরপ্রদেশ (৯টি রাজ্য) ।
ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ মালভুমি ।
ভারতের সবচেয়ে বেশি লোকসংখ্যা যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লী ।
ভারতের বৃহত্তম পশুমেলা শোনপুর (বিহার) ।
ভারতের সর্বাধিক সন্মানজনক অসামরিক পুরস্কার ভারতরত্ন ।
ভারতের বৃহত্তম বারান্দা রামেশ্বর মন্দিরের বারান্দা ।
ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল লেহ (লাদাখ) ।
ভারতের বৃহত্তম গুরুদ্বার স্বর্ণমন্দির (অমৃতসর) ।
ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত মেরিনা বিচ (চেন্নাই) ।
ভারতের দীর্ঘতম উপকূল রেখা গুজরাট রাজ্য (প্রায় ১৬০০ কিমি) ।