পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা | List Of Chief Ministers In West Bengal,

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের শাসনতান্ত্রিক প্রধান। ভারতীয় সংবিধান অনুযায়ী, রাজ্যপাল রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান হলেও প্রকৃত শাসনক্ষমতা মুখ্যমন্ত্রীর হাতেই ন্যস্ত থাকে। বিধানসভা নির্বাচনের পরে রাজ্যপাল সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলকে সরকার গঠনের আহ্বান জানান এবং রাজ্যপালই মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা :

মুখ্যমন্ত্রীর নাম সময়কাল
প্রফুল্লচন্দ্র ঘোষ1947 – 1948
বিধানচন্দ্র রায়1950 – 1952
বিধানচন্দ্র রায়1952 – 1957
বিধানচন্দ্র রায়1957 – 1962
বিধানচন্দ্র রায়1962
প্রফুল্ল চন্দ্র সেন1962 – 1967
অজয় কুমার মুখোপাধ্যায়1967
প্রফুল্ল চন্দ্র ঘোষ1967 – 1968
অজয় কুমার মুখোপাধ্যায়1969 – 1970
অজয় কুমার মুখোপাধ্যায়1971
সিদ্ধার্থশঙ্কর রায়1972 – 1977
জ্যোতি বসু1977 – 1982
জ্যোতি বসু1982 – 1987
জ্যোতি বসু1987 – 1991
জ্যোতি বসু1991 – 1996
জ্যোতি বসু1996 – 2000
বুদ্ধদেব ভট্টাচার্য2000 – 2001
বুদ্ধদেব ভট্টাচার্য2001 – 2006
বুদ্ধদেব ভট্টাচার্য2006 – 2011
মমতা ব্যানার্জি2011 – 2016
মমতা ব্যানার্জি2016 – 2021
মমতা ব্যানার্জি2021 -বর্তমান

FAQ On পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা | List Of Chief Ministers In West Bengal

পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ?

পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ ।

পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে ?

পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় ।

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ?

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের কততম মুখ্যমন্ত্রী ?

মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের 11 তম মুখ‍্যমন্ত্রী ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বেতন কত ?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বেতন 210,000 টাকা ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন ?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল নিয়োগ করেন ।

ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে ন্যূনতম বয়স কত হতে হবে ?

ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে ন্যূনতম বয়স ২৫ বছর হতে হবে ।

মুখ্যমন্ত্রী কিভাবে নির্বাচিত হয় ?

ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যপাল হলেন রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান। কিন্তু প্রকৃত শাসনক্ষমতা ন্যস্ত থাকে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে। রাজ্যের বিধানসভা নির্বাচনের পর রাজ্যপাল সাধারণত সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী দলকে সরকার গঠনের জন্য আহ্বান জানান। সংশ্লিস্ট রাজ্যের রাজ্যপালই মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন ও শপথবাক্য পাঠ করান।

মুখ্যমন্ত্রী মানে কি ?

মুখ্যমন্ত্রী হলেন একটি দেশের কোন একটি রাজ্যের নির্বাচিত শাসনতান্ত্রিক প্রধান ।

মন্তব্য করুন