ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব নিয়ে ।
এই পৃষ্ঠায়
- 1 ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা :
- 2 ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব :
- 2.1 [১] হারেলি উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- 2.2 [২] ইউসাং উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- 2.3 [৩] দোল উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- 2.4 [৪] বোনালু উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- 2.5 [৫] মিঙ্গার উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- 2.6 [৬] সরহুল উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- 2.7 [৭] টিউলিপ উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- 2.8 [৮] আদিপূরম উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- 2.9 [৯] পয়লা বৈশাখ উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- 2.10 [১০] জগন্নাথ রথযাত্রা উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- 2.11 [১১] পুতুল উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- 2.12 [১২] দৈবিধুরা মেলা উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- 2.13 [১৩] শিল্প গ্রাম উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- 2.14 [১৪] গুরেজ উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- 2.15 [১৫] বুমচু উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- 2.16 [১৬] মাটিপুজা উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- 2.17 [১৭] সোনপুর মেলা উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- 2.18 [১৮] কম্বালা উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- 2.19 [১৯] মান্ডু উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- 2.20 [২০] নবরেহ উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- 2.21 [২২] জাল্লিকাত্তু উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- 2.22 [২৩] লোসার উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- 2.23 [২৪] মী ড্যাম মি ফি উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা :
আরো পড়ুন – ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা
ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব :
[১] হারেলি উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) জম্মু-কাশ্মীর
- (খ) আসাম
- (গ) উত্তরাখন্ড
- (ঘ) রাজস্থান
উত্তরঃ (গ) উত্তরাখন্ড
[২] ইউসাং উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) মনিপুর
- (খ) আসাম
- (গ) সিকিম
- (ঘ) ছত্রিশগড়
উত্তরঃ (ক) মনিপুর
[৩] দোল উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) ছত্রিশগড়
- (খ) পশ্চিমবঙ্গ
- (গ) হিমাচল প্রদেশ
- (ঘ) মনিপুর
উত্তরঃ (খ) পশ্চিমবঙ্গ
[৪] বোনালু উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) হিমাচল প্রদেশ
- (খ) তেলেঙ্গানা
- (গ) লাদাখ
- (ঘ) বিহার
উত্তরঃ (খ) তেলেঙ্গানা
[৫] মিঙ্গার উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) হিমাচল প্রদেশ
- (খ) মহারাষ্ট্র
- (গ) তামিলনাডু
- (ঘ) সিকিম
উত্তরঃ (ক) হিমাচল প্রদেশ
[৬] সরহুল উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) বিহার
- (খ) ঝাড়খণ্ড
- (গ) উত্তর প্রদেশ
- (ঘ) পশ্চিমবঙ্গ
উত্তরঃ (খ) ঝাড়খণ্ড
[৭] টিউলিপ উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) রাজস্থান
- (খ) জম্মু কাশ্মীর
- (গ) পাঞ্জাব
- (ঘ) লাদাখ
উত্তরঃ (খ) জম্মু কাশ্মীর
[৮] আদিপূরম উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) তামিলনাড়ু
- (খ) জম্মু কাশ্মীর
- (গ) পাঞ্জাব
- (ঘ) লাদাখ
উত্তরঃ (ক) তামিলনাড়ু
[৯] পয়লা বৈশাখ উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) অন্ধ্র প্রদেশ
- (খ) গুজরাট
- (গ) পশ্চিমবঙ্গ
- (ঘ) হরিদ্দার
উত্তরঃ (গ) পশ্চিমবঙ্গ
[১০] জগন্নাথ রথযাত্রা উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) তেলেঙ্গানা
- (খ) রাজস্থান
- (গ) ছত্রিশগড়
- (ঘ) ওড়িশা
উত্তরঃ (ঘ) ওড়িশা
[১১] পুতুল উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) নিউ দিল্লি
- (খ) তামিলনাড়ু
- (গ) আসাম
- (ঘ) পশ্চিমবঙ্গ
উত্তরঃ (ক) নিউ দিল্লি
[১২] দৈবিধুরা মেলা উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) তেলেঙ্গানা
- (খ) উত্তরাখন্ড
- (গ) সিকিম
- (ঘ) রাজস্থান
উত্তরঃ (খ) উত্তরাখন্ড
[১৩] শিল্প গ্রাম উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) তেলেঙ্গানা
- (খ) উত্তরাখন্ড
- (গ) সিকিম
- (ঘ) আসাম
উত্তরঃ (ঘ) আসাম
[১৪] গুরেজ উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) জম্মু-কাশ্মীর
- (খ) উত্তরাখন্ড
- (গ) মনিপুর
- (ঘ) আসাম
উত্তরঃ (ক) জম্মু-কাশ্মীর
[১৫] বুমচু উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) জম্মু-কাশ্মীর
- (খ) সিকিম
- (গ) তেলেঙ্গানা
- (ঘ) ছত্রিশগড়
উত্তরঃ (খ) সিকিম
[১৬] মাটিপুজা উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) জম্মু-কাশ্মীর
- (খ) সিকিম
- (গ) ছত্রিশগড়
- (ঘ) আসাম
উত্তরঃ (গ) ছত্রিশগড়
[১৭] সোনপুর মেলা উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) অন্ধ্রপ্রদেশ
- (খ) গুজরাট
- (গ) বিহার
- (ঘ) তামিলনাড়ু
উত্তরঃ (গ) বিহার
[১৮] কম্বালা উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) হিমাচল প্রদেশ
- (খ) পশ্চিমবঙ্গ
- (গ) কর্ণাটক
- (ঘ) মনিপুর
উত্তরঃ (গ) কর্ণাটক
[১৯] মান্ডু উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) মধ্যপ্রদেশ
- (খ) জম্মু-কাশ্মীর
- (গ) রাজস্থান
- (ঘ) পাঞ্জাব
উত্তরঃ (ক) মধ্যপ্রদেশ
[২০] নবরেহ উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) মধ্যপ্রদেশ
- (খ) জম্মু-কাশ্মীর
- (গ) রাজস্থান
- (ঘ) পাঞ্জাব
উত্তরঃ (খ) জম্মু-কাশ্মীর
[২১] তিয়ান উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) সিকিম
- (খ) নিউ দিল্লি
- (গ) পাঞ্জাব
- (ঘ) জম্মু-কাশ্মীর
উত্তরঃ গ) পাঞ্জাব
[২২] জাল্লিকাত্তু উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) মহারাষ্ট্র
- (খ) মিজোরাম
- (গ) তামিলনাডু
- (ঘ) লাদাখ
উত্তরঃ (গ) তামিলনাডু
[২৩] লোসার উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) বিহার
- (খ) লাদাখ
- (গ) তেলেঙ্গানা
- (ঘ) সিকিম
উত্তরঃ (খ) লাদাখ
[২৪] মী ড্যাম মি ফি উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) তামিলনাড়ু
- (খ) নিউ দিল্লি
- (গ) অন্ধ্র প্রদেশ
- (ঘ) আসাম
উত্তরঃ (ঘ) আসাম
[২৫] লুই নাগাই নি উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
- (ক) বিহার
- (খ) মনিপুর
- (গ) উত্তরাখন্ড
- (ঘ) ওড়িশা
উত্তরঃ (খ) মনিপুর
আরো পড়ুন – বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও উপাধিদাতা তালিকা