ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা – ভারতে নাচের উৎপত্তি প্রাচীনকাল থেকে । বেদে ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে বিভিন্ন শিল্পকলাকেও সংযুক্ত করা হয়েছে । ভারতে নৃত্য সাধারণত ধ্রুপদী বা লোক নৃত্য হিসাবে পরিচিত । 

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা :

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা

আরো পড়ুন – বিভিন্ন অঙ্গের আবরণীর নাম তালিকা

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য :

রাজ্যের নামনৃত্য
তামিলনাড়ুভরতনাট্যম ,কলাট্টম, পিনাল, কুমি, কভারী, কারাগাম
পাঞ্জাবভাংড়া, গিদ্ধা, ধুমল, ঝুমর
উত্তরপ্রদেশনটঙ্কি, থোরা, চাপেলি, রাসলীলা, কাজরী
বিহারকাঠপুতলি, বিদেশিয়া, লাগুই, নাচেরী, কর্মা, ঝিঝিয়া, নাটনা,জেটা জটিন, জদুর, ছৌ, বাখো
রাজস্থানগিনাদ, চক্রী, গাঙ্গোর, ঝুলান লীলা, ঝুমা, সুইসিনি
গুজরাট গর্বা, ডান্ডিয়া রাম, টিপ্পানি, গোলফ
হরিয়ানাঝুমুর, রাসলীলা, ফাগ নৃত্য, দাফ, ধামাল, লুর, খড়িয়া, গগর
হিমাচল প্রদেশঝোড়া, ঝাড়ি, ড্যাংলি, মহাসু, জাড্ডা, ছাড়ি
জম্মু ও কাশ্মীররাউফ, হিকত
অসমবিহু, খেল গোপাল, রাসলীলা, ক্যানো
পশ্চিমবঙ্গকাঁথি, ছৌ, বাউল, কীর্তন, যাত্রা, লামা
উড়িষ্যাঘুমারা সঞ্চার, ছৌ , গোটিপুয়া, ওডিসি, রনপা, চৈতি ঘোড়া, সম্বলপুরী, পাইকা নৃত্য, বাঘা নৃত্য
অন্ধ্রপ্রদেশকুচিপুড়ি ,ঘন্ট মার্দালা, বিধী নাটকম, বুড়াকথা
কেরালামোহিনীনাট্যম, কথাকলি, সারি, দাসী অট্টম, কৃষ্ণ নাট্যম, পান্না, কুম্মাত্তি, কুথিঅট্টম, থুম্পি থুল্লাল
কর্ণাটকভরতনাট্যম, হাতারী, উগাদী, বায়ালতা, ভূথা আরাধনা, কামসালে, কৃষ্ণ পারিজাথা, ডল্লু কুনিথা
ত্রিপুরাবিজু, গাজন, দাইলো, গালামুচামো, হজাগিরি, সংরাই
মিজোরামচেরাউ, খুয়াল্লাম, সারলামকাই
মধ্যপ্রদেশলোটা, তুন্ডাভালি, কর্মা, মুরিয়া, লেহাঙ্গি, ফুল পাতি, গৃদা, আহিরি, যাওয়ারা, পান্ডবাণী
মহারাষ্ট্রলাবনী, তামাশা, দাহীকালা, ধানগারী গাজা, দিনদি
মেঘালয়লহো, নংক্রেম
মনিপুরমণিপুরী, লেহাব, বসন্ত রানা, মাইবী, খাম্বা থাইবী, নুপা, রাসলীলা, ঢোল চোলাম
উত্তরাখন্ডহুরকা বাউল, পান্ডব নৃত্য, ঝরা, চলিয়া, ছাপেরী, চানচেলি
ছত্তিসগড়কর্মা, শৈল, সুয়া নাচা, গেন্দি, পান্থী
নাগাল্যান্ডজেলিয়াং, যুদ্ধ নাচ, সুয়া লুয়া
সিকিমলিম্বু, চি রিমু, খুকুরী, সিকমারী, মুখোশ নাচ, ধান নাচ, তোমাং সেলো, লেপচা
গোয়াদেখনী, ফুগরী, মান্দ, তালগারী, জাগর, ডালো, দিউলি
অরুনাচল প্রদেশদামিন্দা, খামতি, বুইয়া, ওয়াংচ, পনাং
ঝাড়খন্ড কর্মা, সাঁওতাল নৃত্য, ছৌ নাচ, পাইকা

FAQs On – ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা

কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য ?

কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য

ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য ?

ভারতনাট্যম তামিলনাডু রাজ্যের নৃত্য

কথাকলি কোন রাজ্যের নৃত্য ?

কথাকলি কেরালা রাজ্যের নৃত্য

মোহিনীঅট্টম কোন রাজ্যের নৃত্য?

মোহিনীঅট্টম কেরালা রাজ্যের নৃত্য ।

কত্থক কোন রাজ্যের নৃত্য ?

কত্থক  উত্তরপ্রদেশ রাজ্যের নৃত্য ।

বিহু কোন রাজ্যের লোক নৃত্য ?

বিহু আসাম রাজ্যের লোক নৃত্য ।

নৌটংকি কোথাকার লোকনৃত্য ?

নৌটংকি উত্তর প্রদেশ লোকনৃত্য ।

গর্বা নাচ ভারতের কোন রাজ্যের নৃত্য?

গর্বা নাচ ভারতের গুজরাট রাজ্যের নৃত্য ।

তামাশা কোন রাজ্যের লোকনৃত্য ?

তামাশা মহারাষ্ট্র রাজ্যের লোকনৃত্য ।

ঝুমর কোন রাজ্যের লোকনৃত্য ?

ঝুমর হরিয়ানা রাজ্যের লোকনৃত্য ।

মন্তব্য করুন