ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্যগুলি নিয়ে ।

এই পৃষ্ঠায়

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য :

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য

আরো পড়ুন – অযোধ্যা রাম মন্দির প্রশ্ন উত্তর

ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য :

[1] ”বিহু”- কোথাকার লোকনৃত্য?

(A) উত্তরপ্রদেশের
(B) রাজস্থানের
(C) অসমের
(D) গুজরাটের

Ans-(C) অসমের (অসমের লোকনৃত্যগুলি হলো- বিহু, খেলগোপী, সত্রিয়া, ক্যানোই, ছাগবি, টোবাল, খেলগো পাল, রাসলীলা, চোংলি এবং তাবাল)। 

[2] ”নোটঙ্কি”- কোন রাজ্যের লোকনৃত্য?

(A) উত্তরপ্রদেশের
(B) রাজস্থানের
(C) কর্ণাটকের
(D) গুজরাটের

Ans-(A) উত্তরপ্রদেশের (উত্তরপ্রদেশের লোকনৃত্যগুলি হলো- চারকুলা, নোটাঙ্কি, কত্থক, আহির, চাপ্পেলী, সোয়াং, রাসলীলা, থালি, কাজরী এবং থোরা)। 

[3] ”নংক্রেম”- কোন রাজ্যের লোকনৃত্য?

(A) মণিপুরের
(B) রাজস্থানের
(C) কর্ণাটকের
(D) মেঘালয়ের

Ans-(D) মেঘালয়ের (নংক্রেম লোকনৃত্য ছাড়াও মেঘালয়ের আরেকটি লোকনৃত্য হলো লহো)। 

[4] ”বসন্ত রানা”- কোন রাজ্যের লোকনৃত্য?

(A) ছত্রিশগড়ের
(B) পশ্চিমবঙ্গের
(C) মণিপুরের
(D) বিহারের

Ans-(C) মণিপুরের (মণিপুরের লোকনৃত্যগুলি হলো- বসন্ত রানা,খাম্বা থাইবী,মাইবী,রাসলীলা, ঢোল,চোলাম,মনিপুরী এবং লেহাব)।

[5] ”গাজন”- কোন রাজ্যের লোকনৃত্য?

(A) পশ্চিমবঙ্গের
(B) বিহারের
(C) উড়িষ্যার
(D) কেরালার

Ans-(A) পশ্চিমবঙ্গের (পশ্চিমবঙ্গের লোকনৃত্যগুলি হলো- গাজন,ছৌ নাচ, যাত্রা,কীর্তন,বাউল, সাঁওতালি, টুসু,বৃতা, মুন্ডরী এবং গাম্ভীরা)।

[6] ”ওডিসি নাচ”-কোথাকার লোকনৃত্য?

(A) উড়িষ্যার
(B) ঝাড়খণ্ডের
(C) বিহারের
(D) মধ্যপ্রদেশের

Ans-(A) উড়িষ্যার (উড়িষ্যার লোকনৃত্যগুলি হলো- ওডিসি,ছৌ নাচ, বাঘা নৃত্য,পাইকা নৃত্য,ঘুমুর, সম্বলপুরী,ডান্তানাটা, গোটিপুয়া,রণপা এবং চৈতি ঘোড়া)।

[7] ”কথাকলি”- কোথাকার লোকনৃত্য?

(A) পশ্চিমবঙ্গের
(B) বিহারের
(C) উড়িষ্যার
(D) কেরালার

Ans-(D) কেরালার (কেরালার লোকনৃত্যগুলি হলো- কথাকলি,কৃষ্ণ নাট্যম, দাসী অট্টম,সারি,মোহিনী অট্টম, কুথি অট্টম থুল্লাল,পান্না,থুম্পি এবং কুম্মাত্তি)।

[8] ”কালবেলিয়া ভাবোই”-কোন রাজ্যের নৃত্যকলা?

(A) আসামের
(B) রাজস্থানের
(C) বিহারের
(D) দিল্লীর

Ans-(B) রাজস্থানের (রাজস্থানের লোকনৃত্যগুলি হলো- কালবেলিয়া ভাবোই,ডান্ডিয়া রাস,ছামের গিরনার,ঝুমুর, ঘুমুর,খেয়াল, গের নৃত্য,কাঠ পুতলি,তেরাহ তালি এবং চারি)।

[9] ”ভরতনাট্যম” লোকনৃত্য কোন রাজ্যের?

(A) কর্ণাটকের
(B) তামিলনাড়ুর
(C) অন্ধ্রপ্রদেশের
(D) A & B সঠিক

Ans-(B) তামিলনাড়ুর

[10] ”মান্ডো”-কোথাকার লোকনৃত্য?

(A) উত্তরভারতের
(B) গোয়ার
(C) তামিলনাড়ুর
(D) কেরালার

Ans-(B) গোয়ার (গোয়ার লোকনৃত্যগুলি হলো- মান্ডো,তালগারী,ফুগরী, জাগর,দিউলি,দেখনী এবং ডালো)।

[11] ”হুরকা বাউল”- কোথাকার লোকনৃত্য?

(A) আসামের
(B) নাগাল্যান্ডের
(C) কেরলের
(D) উত্তরাখণ্ডের

Ans-(D) উত্তরাখণ্ডের (উত্তরাখণ্ডের লোকনৃত্যগুলি হলো- হুরকা বাউল,ছাপেরি, চলিয়া,ঝরা,চানচেলি এবং পাণ্ডব নৃত্য)।

[12] ”যুদ্ধ নাচ”-কোথাকার লোকনৃত্য?

(A) আসামের
(B) নাগাল্যান্ডের
(C) কেরলের
(D) উত্তরাখণ্ডের

Ans-(B) নাগাল্যান্ডের (নাগাল্যান্ডের লোকনৃত্যগুলি হলো- যুদ্ধ নাচ,সুয়া লুয়া এবং জেলিয়াং)।

[13] ”ডল্লু কুনিথা”-কোন রাজ্যের লোকনৃত্য?

(A) মহারাষ্ট্রের
(B) অন্ধ্রপ্রদেশের
(C) কর্ণাটকের
(D) উত্তরাখণ্ডের

Ans-(C) কর্ণাটকের (কর্ণাটকের লোকনৃত্যগুলি হলো- ডল্লু কুনিথা, আরাধনা,হাতারী(হাটারী), সুগী, কুনিথা, ইয়াকশাগণ, বায়ালতা,উগাদী,ভুথা, ভারতন্যটম এবং কামসালে)।

[14] ”কালবেলিয়া ভাবোই”-কোন রাজ্যের নৃত্যকলা?

(A) আসামের
(B) রাজস্থানের
(C) বিহারের
(D) দিল্লীর

Ans-(B) রাজস্থানের (রাজস্থানের লোকনৃত্যগুলি হলো- কালবেলিয়া ভাবোই,ডান্ডিয়া রাস,ছামের গিরনার,ঝুমুর, ঘুমুর,খেয়াল, গের নৃত্য,কাঠ পুতলি,তেরাহ তালি এবং চারি)।

আরো পড়ুন – ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা

মন্তব্য করুন