পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল তালিকা । List Of Governors Of West Bengal

ভারতের ২৯ টি রাজ্যের মধ্যে চতুর্থ জনবহুল রাজ্য হল পশ্চিমবঙ্গ ।কেন্দ্রে যেমন সাংবিধানিক ক্ষমতার উর্ধ্বে থাকেন রাষ্ট্রপতি তেমনি রাজ্যগুলিতেও সাংবিধানিক ক্ষমতার উর্ধ্বে থাকেন রাজ্যপাল ।ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপাল ৫ বাছারের জন্যে নিযুক্ত হন ।১৯৪৭ সল্ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যেসব ব্যাক্তিগন পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন তার একটি তালিকা নিম্নে বর্ণিত হল ।

পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল তালিকা :

রাজ্যপাল সময়কাল
চক্রবর্তী রাজা গোপালাচারী1946 – 1948
কৈলাশনাথ কাটজু1948 -1951
হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়1951 – 1956
ফণিভূষণ চক্রবর্তী1956 – 1956
পদ্মজা নাইডু1956 – 1967
ধর্মবীর1967- 1969
দীপনারায়ন সিনহা1969 – 1969
শান্তিস্বরূপ ধাওয়ান1969 – 1971
অ্যান্টনি ল‍্যান্সলট ডায়াস1971 – 1979
ত্রিভুবন নারায়ন সিং1979 – 1981
ভৈরব দত্ত পান্ডে1981 – 1983
অনন্ত প্রসাদ শর্মা1983 – 1984
সতীশ চন্দ্র1984 – 1984
উমাশংকর দীক্ষিত1984 – 1986
নুরুল হাসান1986 – 1989
টি ভি রাজেশ্বর 1989 – 1990
নুরুল হাসান1990 – 1993
বি সত‍্যনারায়ণ রেড্ডি1993 – 1993
কে ভি রঘুনাথ রেড্ডি1993 – 1998
এ আর কিদোয়াই1998 -1999
শ‍্যামলকুমার সেন1999 – 1999
বীরেন জে শাহ1999 – 2004
গোপালকৃষ্ণ গান্ধি2004 – 2009
দেবানন্দ কুঁয়ার2009 – 2010
মায়ানকোটে কেলাথ নারায়ণন2010 – 2014
কেশরীনাথ ত্রিপাঠী2014 – 2019
জগদীপ ধনগড়2019 – 2022
লা গনেশন (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত )2022
সি.ভি.আনন্দ বোস2022 – বর্তমান

FAQ On পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল তালিকা

পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে ?

পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সি.ভি.আনন্দ বোস ।

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ?

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল পদ্মজা নাইডু ।

পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন ?

পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী ।

রাজ্যপাল কত বছরের জন্যে নিযুক্ত হন ?

রাজ্যপাল ৫ বছরের জন্যে নিযুক্ত হন ।

মন্তব্য করুন