ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তির তালিকা – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি নিয়ে ।
এই পৃষ্ঠায়
ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তির তালিকা :
আরো পড়ুন – কোন পর্যটক কার রাজত্বকালে ভারতে আসেন
ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি :
নং | সন্ধি/চুক্তি | সাল | সন্ধি স্বাক্ষরকারী |
---|---|---|---|
১ | পুরন্দরের সন্ধি | ১৬৬৫ | মুঘল সেনাপতি জয়সিংহ ও শিবাজি |
২ | ওয়ার্নার সন্ধি | ১৭৩১ | দ্বিতীয় শম্ভুজী ও শাহু বাজীরাও |
৩ | শালিমার চুক্তি | ১৭৩৯ | তৃতীয় মহম্মদ শাহ ও নাদির শাহ |
৪ | লা-স্যাপেলের সন্ধি | ১৭৪৮ | ইংরেজ ও ফরাসি |
৫ | আলিনগরের সন্ধি | ১৭৫৭ | ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজউদ্দৌলা |
৬ | ঔরঙ্গাবাদের চুক্তি | ১৭৬৩ | মারাঠা ও নিজাম |
৭ | এলাহাবাদের প্রথম সন্ধি | ১৭৬৫ | রবার্ট ক্লাইভ ও সুজাউদ্দৌলা |
৮ | এলাহাবাদের দ্বিতীয় সন্ধি | ১৭৬৫ | রবার্ট ক্লাইভ ও বাদশাহ দ্বিতীয় শাহ |
৯ | মাদ্রাজের সন্ধি | ১৭৬৯ | ইংরেজ ও হায়দার আলী |
১০ | সুরাটের সন্ধি | ১৭৭৫ | ইংরেজ ও রঘুনাথ রাও |
১১ | ওয়াড়গাঁও চুক্তি | ১৭৭৯ | ইংরেজ ও মারাঠা |
১২ | সলবাই সন্ধি | ১৭৮২ | ইংরেজ ও মারাঠা |
১৩ | ম্যাঙ্গালোর সন্ধি | ১৭৮৪ | টিপু সুলতান ও ইংরেজ |
১৪ | শ্রীরঙ্গপত্তনমের সন্ধি | ১৭৯২ | টিপু সুলতান ও ইংরেজ |
১৫ | বেসিনের সন্ধি | ১৮০২ | পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলি |
১৬ | দেওগাঁও সন্ধি | ১৮০৩ | ইংরেজ ও সিন্ধিয়া |
১৭ | অমৃতসর সন্ধি | ১৮০৯ | রণজিৎ সিংহ ও লর্ড মিন্টোর দূত চার্লস মেটকাফ |
১৮ | সগৌলির সন্ধি | ১৮১৬ | নেপালরাজ অমর সিংহ থাপা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি |
১৯ | গোয়ালিয়রের সন্ধি | ১৮১৭ | দৌলত রাও সিন্ধিয়া ও ইংরেজ |
২০ | ইয়ান্দাবুর সন্ধি | ১৮২৬ | ব্রহ্মরাজ বোদোপায়া ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া |
২১ | লাহোর চুক্তি | ১৮৪৬ | ইংরেজ ও শিখ |
২২ | গণ্ডমার্কের সন্ধি | ১৮৭৯ | লর্ড লিটন ও ইয়াকুব খাঁ |
২৩ | লখনৌ চুক্তি | ১৯১৬ | কংগ্রেস ও মুসলিম লিগ |
২৪ | রাওয়ালপিন্ডির সন্ধি | ১৯১৯ | আমীর আমান উল্লাহ ও ইংরেজ |
২৫ | গান্ধী-আরউইন চুক্তি | ১৯৩১ | গান্ধী ও আরউইন |
২৬ | পুনা চুক্তি | ১৯৩২ | মহাত্মা গান্ধী ও আম্বেদকর |
আরো পড়ুন – বিভিন্ন যুদ্ধের সাল তালিকা
FAQs On – ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি
1809 খ্রিস্টাব্দে পাঞ্জাব কেশরী রণজিত সিংহ এবং ইংরেজ গভর্নর জেনারেল লর্ড মিন্টোর মধ্যে অমৃতসরের চুক্তি সাক্ষরিত হয়।
1775 সালে, ইংরেজ ও পেশোয়া রঘুনাথ রাও এর মধ্যে সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয় ।
1846 সালে ইংরেজ ও শিখদের মধ্যে লাহোর চুক্তি সাক্ষরিত হয়েছিল।
1793 খ্রিস্টাব্দে টিপু সুলতান এবং ইংরেজ কোম্পানির মধ্যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল।
11 জুন 1665 সালে মুঘল সেনাপতি জয় সিংহ -এর সাথে মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজী মহারাজের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষর হয়।
মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় সলবাই নামক স্থানে মহাদাজি সিন্ধির মধ্যস্থতায় মারাঠা দের পক্ষে নানা ফড়নবিস এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে 17ই মে 1782 সালে সলবাই চুক্তি স্বাক্ষরিত হয়।
1802 সালের 31শে ডিসেম্বর পেশোয়া দ্বিতীয় বাজীরাও ও লর্ড ওয়েলেসলির মধ্যে “বেসিনের সন্ধি” স্বাক্ষরিত হয় ।
1757 সালের 9 ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজ উদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে রবার্ট ক্লাইভ এর মধ্যে তৎকালিন আলিনগর (বর্তমান কলকাতা)-এ আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়।