ভারতের প্রধান প্রধান সমুদ্র বন্দরের তালিকা

ভারতের প্রধান প্রধান সমুদ্র বন্দরগুলি মূলত ভারতের ৯ টি উপকূল সংলগ্ন অঞ্চলে অবস্থিত । ভারতে ১৩ টি প্রধান বন্দর রয়েছে এবং ২০০ টির মতো ছোট বা অপ্রধান বন্দর আছে ।ভারতের প্রধান প্রধান সমুদ্র বন্দরগুলি কোনটি কোন রাজ্যে এবং কোন উপকূলে অবস্থিত তা একটি তালিকার মাধ্যমে নিম্নে বর্ণিত হল ।

ভারতের প্রধান প্রধান বন্দরগুলির তালিকা :

উপকূল রাজ্যবন্দর বৈশিষ্ট্য
পূর্ব উপকূলতামিলনাড়ুচেন্নাইভারতের দ্বিতীয় ব্যস্ততম বন্দর
পূর্ব উপকূল তামিলনাড়ু তুতিকোরিন দক্ষিণ ভারতের একটি প্রধান বন্দর
পূর্ব উপকূলতামিলনাড়ুএন্নোরভারতের প্রথম কর্পোরেট বন্দর
পূর্ব উপকূলপশ্চিমবঙ্গকোলকাতাভারতের একমাত্র প্রধান নদী বন্দর
পূর্ব উপকূল উড়িষ্যা পারাদ্বীপ প্রাকৃতিক পোতাশ্রয় যুক্ত বন্দর
পূর্ব উপকূলঅন্ধ্রপ্রদেশবিশাখাপত্তনমভারতের গভীরতম সমুদ্র বন্দর
পশ্চিম উপকূলগোয়ামার্মাগাওঁ জুয়ারি নদীর মোহনায় অবস্থিত বন্দর
পশ্চিম উপকূলমহারাষ্ট্রমুম্বাই পোর্ট ট্রাস্টভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর ও পোতাশ্রয় এবং ব্যস্ততম বন্দর
পশ্চিম উপকূলমহারাষ্ট্রজওহরলাল নেহেরু বন্দর সবচেয়ে বৃহত্তম কৃত্রিম বন্দর
পশ্চিম উপকূলগুজরাট কান্দালা টাইডাল পোর্ট নামে পরিচিত
পশ্চিম উপকূলকর্ণাটক ম্যাঙ্গালোর লৌহ আকরিক রপ্তানীর সাথে যুক্ত
পশ্চিম উপকূলকেরালা কোচি ভেম্বনাদ কয়াল অঞ্চলে অবস্থিত
বঙ্গোপসাগরআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জপোর্ট ব্লেয়ারএই বন্দরটি সৌদি আরব এবং সিঙ্গাপুর নামে দুটি আন্তর্জাতিক শিপিং লাইনের মধ্যে অবস্থিত।

মন্তব্য করুন