ভারতের প্রধানমন্ত্রী তালিকা । List Of Prime Ministers Of India

ভারতের প্রধানমন্ত্রী হলেন কেন্দ্রীয় সরকারের প্রধান। কোনো একটি রাজনৈতিক দল সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী পদের জন্য একজন প্রার্থীকে মনোনীত করে যিনি ভারতীয় রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। নরেন্দ্র মোদি ভারতের বর্তমান এবং 14 তম প্রধানমন্ত্রী। জওহরলাল নেহেরু ভারতের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী। এবং ইন্দিরা গান্ধী ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী।

ভারতের প্রধানমন্ত্রী তালিকা :

নাম সময়কাল
জওহরলাল নেহরু1947- 1964
গুলজারিলাল1964 – 1964
লাল বাহাদুর শাস্ত্রী1964-1966
গুলজারিলাল নন্দ1966-1966
ইন্দিরা গান্ধি1966-1977
মোরারজি দেশাই1977-1979
চৌধুরি চরণ সিং1979-1980
ইন্দিরা গান্ধি1980-1984
রাজিব গান্ধি1984-1989
বিশ্বনাথ প্রতাপ সিং1989-1990
চন্দ্র শেখর1990-1991
পি ভি নরসিমা রাও1991-1996
অটল বিহারী বাজপেয়ী1996-1996
এইচ ডি দেবগৌড়া1996-1997
ইন্দর কুমার গুজরাল1997-1998
অটল বিহারী বাজপেয়ী1998-2004
ড: মনমোহন সিং2004-2014
নরেন্দ্র মোদি2014 – বর্তমান

FAQ On ভারতের প্রধানমন্ত্রী তালিকা । List Of Prime Ministers Of India

ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী ?

ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম জহরলাল নেহেরু ।

ভারতের প্রধানমন্ত্রীর বেতন কত ?

ভারতের প্রধানমন্ত্রীর বেতন 1 লক্ষ 60 হাজার টাকা ।

ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি ?

ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী ।

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু।

ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন ?

ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী ।

ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন ?

ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী ।

ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন ?

ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই ।

নরেন্দ্র মোদি ভারতের কততম প্রধানমন্ত্রী ?

নরেন্দ্র মোদি ভারতের ১৫ তম প্রধানমন্ত্রী ।

নরেন্দ্র মোদির পুরো নাম কি ?

নরেন্দ্র মোদির পুরো নাম দামোদর দাস মোদী ।

মন্তব্য করুন