ভারতীয় রেলের জোন ও সদর দপ্তর – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম ভারতীয় রেলের সদর দপ্তর ও জন নিয়ে । এই টপিকটি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
এই পৃষ্ঠায়
ভারতীয় রেলের জোন ও সদর দপ্তর :
আরো পড়ুন – অস্কার পুরস্কার বিজয়ী 2023
ভারতীয় রেলওয়ে জোন ও সদর দপ্তর :
নং | রেলওয়ে জোন | কোড | সদর দপ্তর | প্রতিষ্ঠাকাল | বিভাগ |
---|---|---|---|---|---|
১ | দক্ষিণ রেলওয়ে | SR | চেন্নাই | ১৯৫১ | চেন্নাই, মাদুরাই, পলক্কড, সালেম, তিরুচিরাপল্লি, তিরুবনন্তপুরম |
২ | মধ্য রেলওয়ে | CR | মুম্বাই | ১৯৫১ | পুনে, শোলাপুর, নাগপুর ও মুম্বাই |
৩ | পশ্চিম রেলওয়ে | WR | চার্চ গেট, মুম্বাই | ১৯৫১ | মুম্বাই সেন্ট্রাল, বরোদা, রাতলাম, আমেদাবাদ, রাজকোট, ভাবনগর |
৪ | পূর্ব রেলওয়ে | ER | কলকাতা | ১৯৫২ | মালদা, হাওড়া, শিয়ালদহ ও আসানসোল |
৫ | উত্তর রেলওয়ে | NR | নিউ দিল্লী | ১৯৫২ | দিল্লি, আম্বালা, ফিরোজপুর, লখনউ, মোরাদাবাদ |
৬ | উত্তর-পূর্ব রেলওয়ে | NER | গোরখপুর | ১৯৫২ | ইজ্জতনগর, লখনৌ, বারাণসী |
৭ | দক্ষিণ-পূর্ব রেলওয়ে | SER | গার্ডেনরিচ, কলকাতা | ১৯৫৫ | আর্দ্রা, চক্রধরপুর, খড়গপুর, রাঁচি |
৮ | উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে | NFR | মালিগাঁও, গোয়াহাটি | ১৯৫৮ | আলিপুরদুয়ার, তিনসুকিয়া, কাটিহার, লামদিং, রঙ্গিয়া |
৯ | দক্ষিণ-মধ্য রেলওয়ে | SCR | সেকেন্দ্রাবাদ | ১৯৬৬ | সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ, নন্দেদ |
১০ | পূর্ব-মধ্য রেলওয়ে | ECR | হাজিপুর | ২০০২ | দানাপুর, ধানবাদ, মুঘলসরাই, সমস্তিপুর, সোনপুর |
১১ | উত্তর-পশ্চিম রেলওয়ে | NWR | জয়পুর | ২০০২ | জয়পুর, আজমের,বিকানের, যোধপুর |
১২ | পূর্ব উপকূল রেলওয়ে | ECoR | ভুবনেশ্বর | ২০০৩ | খুরদা রোড, সম্বলপুর, বিশাখাপত্তনম |
১৩ | পশ্চিম-মধ্য রেলওয়ে | WCR | জব্বলপুর | ২০০৩ | জব্বলপুর, ভোপাল, কোটা |
১৪ | দক্ষিণ-পূর্ব-মধ্য রেলওয়ে | SECR | বিলাসপুর | ২০০৩ | বিলাসপুর, রায়পুর, নাগপুর |
১৫ | উত্তর-মধ্য রেলওয়ে | NCR | এলাহাবাদ | ২০০৩ | ঝাঁসি, আগ্রা, এলাহাবাদ |
১৬ | দক্ষিণ-পশ্চিম রেলওয়ে | SWR | হুবলি | ২০০৩ | হুবলি, বেঙ্গালুরু, মাইসুরু |
১৭ | কলকাতা মেট্রো | — | কলকাতা | ২০১০ | — |
১৮ | দক্ষিণ উপকূল রেলওয়ে | SCoR | বিশাখাপত্তনম | ২০১৯ | বিজয়ওয়াদা, গুন্টুর, গুনতাকাল |
আরো পড়ুন – বিভিন্ন কোম্পানির CEO তালিকা 2023
FAQs On – ভারতীয় রেলওয়ে জোন ও সদর দপ্তর
দক্ষিণ রেলওয়ের প্রধান কার্যালয় চেন্নাইতে অবস্থিত ।
মধ্য রেলওয়ের প্রধান কার্যালয় মুম্বাইতে অবস্থিত ।
পশ্চিম রেলওয়ের প্রধান কার্যালয় চার্চ গেট ,মুম্বাইতে অবস্থিত ।
পূর্ব রেলওয়ের প্রধান কার্যালয় কলকাতায় অবস্থিত ।
উত্তর রেলওয়ের সদর দপ্তর নিউ দিল্লীতে অবস্থিত ।
উত্তর-পূর্ব রেলওয়ের সদর দপ্তর গোরখপুরে অবস্থিত ।
দক্ষিণ উপকূল রেলওয়ের সদর দপ্তর বিশাখাপত্তনমে অবস্থিত ।
কলকাতা মেট্রোর সদর দপ্তর কলকাতায় অবস্থিত ।
দক্ষিণ-পশ্চিম রেলওয়ের সদর দপ্তর হুবলিতে অবস্থিত ।
উত্তর-মধ্য রেলওয়ের সদর দপ্তর এলাহাবাদে অবস্থিত ।
দক্ষিণ-পূর্ব-মধ্য রেলওয়ের প্রধান কার্যালয় বিলাসপুরে অবস্থিত ।