মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন – বাংলার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মধুসূদন গুপ্ত স্মরণীয় হয়ে আছেন । কলকাতা মেডিকেল কলেজে প্রথম শবব্যবচ্ছেদের করার জন্যে তিনি স্মরণীয় হয়ে আছেন ।
এই পৃষ্ঠায়
মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন :
আরো পড়ুন – পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন
ভূমিকা :
বাংলার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মধুসূদন গুপ্ত স্মরণীয় হয়ে আছেন । ১৮৩৬ খ্রি: ১০ ই জানুয়ারি কলকাতা মেডিকেল কলেজে প্রথম শবব্যাবচ্ছেদ করার কৃতিত্ব তারই ।
তিনি প্রথমে এই কলেজের ডাক্তার এবং পরবর্তীকালে তিনি এই কলেজের সাব আসিস্ট্যান্ট সার্জেন পদ লাভ করেছিলেন ।
পূর্ব পরিচয় :
মধুসূদন গুপ্ত হুগলি জেলার বৈদ্যবাটী গ্রামে এক বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন । অনুমান করা হয় তিনি সম্ভবত ১৮০০ খ্রি: নাগাদ জন্মগ্রহণ করেছিলেন ।
তার পিতামহ ছিলেন হুগলি জেলার নবাব পরিবারের একজন গৃহচিকিৎসক ।
আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রে তাদের পারিবারিক সুখ্যাতি ছিল ।
শবব্যবচ্ছেদে মধুসূদন গুপ্তের অবদান :
বর্তমান চিকিৎসা বিদ্যার অন্যতম অঙ্গ হল শবব্যবচ্ছেদ ।
অষ্টাদশ শতাব্দীতে দাঁড়িয়ে যখন হিন্দু সমাজ শবব্যাবচ্ছেদের ঘোর বিরোধী ছিল সেই সময়ে দাঁড়িয়ে মধুসূদন গুপ্ত কলকাতা মেডিকেল কলেজে প্রথম শবব্যবচ্ছেদ করার কৃতিত্ব অর্জন করেন ।
তাঁর এই কাজের জন্যে কোম্পানি সরকার তাঁকে তোপধ্বনি করে সম্মান জানায় ।
সময়কাল :
১৮৩৬ খ্রি: ১০ ই জানুয়ারি কলকাতা মেডিকেল কলেজে প্রথম শবব্যাবচ্ছেদ করেন তিনি ।
এই ঘটনাটি ছিল প্রথম চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সংস্কার ভাঙার ঘটনা ।
শবব্যাবচ্ছেদে যোগদানরত ব্যক্তিগণ :
শবব্যবচ্ছেদের সময় মধুসূদন গুপ্তের সঙ্গে ছিলেন উমাচরণ শেঠ , রাজকৃষ্ণ দে , দ্বারকানাথ গুপ্ত , নবীনচন্দ্র মিত্র প্রমুখ ছাত্রগণ ।
চিকিৎসা বিজ্ঞানে নতুন যুগের সূচনা :
মধুসূদন গুপ্তের হাত ধরে শবব্যবচ্ছেদের ফলে হিন্দু সমাজের দীর্ঘদিনের কুসংস্কার ও গোঁড়া পন্ডিতদের বাধা নিষেধের বেড়া ভেঙে যায় ।
ভারতীয় চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এক নতুন যুগের শুভারম্ভ হয় ।
মূল্যায়ন :
চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ক্ষেত্রে মধুসূদন গুপ্তের অবদান অনস্বীকার্য । কলকাতা মেডিকেল কলেজে প্রথম শবব্যবচ্ছেদের মাধ্যমে চিকিসা বিজ্ঞানের ক্ষেত্রে তিনি এক নবযুগের সূচনা করেছিলেন । ক্কলকাটা মেডিকেল কলেজে দীর্ঘদিন কর্মরত থাকার পর ১৮৬৫ খ্রি: ১৫ ই নভেম্বর তিনি পরলোক গমন করেন ।
আরো পড়ুন – চিকিৎসা বিজ্ঞানে বিধানচন্দ্র রায়ের অবদান
FAQs On – মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন
বাংলার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মধুসূদন গুপ্ত স্মরণীয় হয়ে আছেন । কলকাতা মেডিকেল কলেজে প্রথম শবব্যবচ্ছেদের করার জন্যে তিনি স্মরণীয় হয়ে আছেন ।
শব ব্যবচ্ছেদ বলতে মৃতদেহ কাটাকে বোঝানো হয় ।
প্রথম শব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত ।
মেডিকেল কলেজে প্রথম শব ব্যবচ্ছেদ করেছিলেন মধুসূদন গুপ্ত ।
প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন গুপ্ত ।
এশিয়ার প্রথম মেডিকেল কলেজের নাম কলকাতা মেডিকেল কলেজ ।
কলকাতা মেডিকেল কলেজে প্রথম শবব্যবচ্ছেদ করা হয় ।
এদেশে শব ব্যবচ্ছেদ বিদ্যার পথিকৃৎ ছিলেন মধুসূদন গুপ্ত ।