কোনি মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪

কোনি মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪ – আজকের পর্বে আমরা আলোচনা করেছি মাধ্যমিক ২০২৪ পরীক্ষার্থীদের জন্যে বাংলা সহায়ক পাঠ “কোনি”থেকে কিছু গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে ।এখানে মূলত আমরা সাজেশান হিসেবে তোমাদের পুরো “কোনি” সহায়ক পাঠটি থেকে ১০ টি প্রশ্ন দিলাম । আমরা আশা রাখছি এই ১০ টি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে মুখস্ত করলে মাধ্যমিকে অবশ্যই কমন পাবে ।

কোনি মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪ :

কোনি মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪

আরো পড়ুন – বিজ্ঞান ও কুসংস্কার রচনা 

সহায়ক পাঠ কোনি মাধ্যমিক বাংলা সাজেশন :

কমবেশি ১৫০ শব্দে উত্তর দাও : প্রশ্নের মান -৫

[১] ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতার চ্যাম্পিয়ান করানোর জন্য যে-কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন,তার পরিচয় দাও।

[২] লীলাবতী চরিত্রটি কীভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা “কোনি” উপন্যাস অবলম্বনে আলোচনা করো।

[৩] “ওইটেই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি”—বক্তা কে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। (১+৪)

[৪] “তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে”— কোনির কোন্ কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে ? তার ‘আসল লজ্জা’ ও ‘আসল গর্ব’ জলে বলার কারণ কী? (৩+২)

[৫] দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে-লড়াই তা সংক্ষেপে আলোচনা করো।

[৬] ‘কোনি’ উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। 

[৭] জুপিটার ক্লাবে ক্ষিতিশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল ? এগুলির উত্তরে ক্ষিতিশ সিংহের বক্তব্য কী ছিল , তা সংক্ষেপে লেখো । (৩+২)

[৮] মাদ্রাজে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় কোনির দুর্ভাগ্য ও সৌভাগ্যের পরিচয় দাও ।

[৯] কোনি উপন্যাস অবলম্বনে ‘কোনি’র চরিত্র বিশ্লেষণ করো।

[১০] স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল , তার বিবরণ দাও ।

সাজেশনগুলির উত্তর পেতে চান, তাহলে জানান এই Email address-এ – drmonojog@gmail.com

মন্তব্য করুন