পঞ্চবার্ষিকী পরিকল্পনা জিকে MCQs : আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কিত কিছু জিকে MCQs প্রশ্ন।যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ ।
পঞ্চবার্ষিকী পরিকল্পনা জিকে MCQs :
আরো পড়ুন – ভারতের নতুন সংসদ ভবন GK
পঞ্চবার্ষিকী পরিকল্পনা জিকে :
[১] পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় ?
- (ক) ১৯৫০
- (খ) ২০১৯
- (গ) ১৯৪৭
- (ঘ) ২০০০
উত্তর : (ক) ১৯৫০
[২] পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন ?
- (ক) পি সি মহলানবিশ
- (খ) জওহরলাল নেহেরু
- (গ) গুলজারিলাল নন্দ
- (ঘ) উপরের কেউ নয়
উত্তর : (খ) জওহরলাল নেহেরু
[৩] পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন ?
- (ক) পি সি মহলানবিশ
- (খ) জওহরলাল নেহেরু
- (গ) গুলজারিলাল নন্দ
- (ঘ) উপরের কেউ নয়
উত্তর : (গ) গুলজারিলাল নন্দ
[৪] দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল ?
- (ক) মহলানবিশ মডেল
- (খ) গান্ধীবাদী মডেল
- (গ) জার্মান ঐতিহাসিক স্কুল মডেল
- (ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর : (ক) মহলানবিশ মডেল
[৫] প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নীচের কোনটির শীর্ষে অগ্রাধিকার ছিল ?
- (ক) কৃষি
- (খ) শিল্প
- (গ) বন্দর
- (ঘ) ইস্পাত শিল্প
উত্তর : (ক) কৃষি
[৬] নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি উৎপাদন বাড়ানোর জন্য কৃষি ও সেচের উপর অধিক দৃষ্টিপাত করা হয়েছিল ?
- (ক) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (খ) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (গ) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (ঘ) পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
উত্তর : (ক) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
[৭] প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় আয়ের পরিমান কত বৃদ্ধি পেয়েছিল ?
- (ক) ২০%
- (খ) ৩০%
- (গ) ১৮%
- (ঘ) ১৭%
উত্তর : (গ) ১৮%
[৮] খরা এবং দুটি যুদ্ধের কারণে নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হয়েছিল ?
- (ক) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (খ) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (গ) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (ঘ) ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
উত্তর : (গ) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
[9] দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কি ছিল ?
- (ক) 1957-62
- (খ) 1958-63
- (গ) 1955-60
- (ঘ) 1956-61
উত্তর : (ঘ) 1956-61
[১০] কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল ?
- (ক) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (খ) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (গ) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (ঘ) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
উত্তর : (খ) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
[১১] কবে ভারতে বিকেন্দ্রীভূত পরিকল্পনা প্রবর্তন করা হয়েছিল ?
- (ক) অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (খ) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (গ) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (ঘ) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
উত্তর : (ক) অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
[১২] কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লবের সূচনা হয় ?
- (ক) অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (খ) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (গ) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (ঘ) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
উত্তর : (গ) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
[১৩] গরিবি হটাও এই স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ব্যাবহৃত হয়েছিল ?
- (ক) অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (খ) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (গ) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (ঘ) পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
উত্তর : (ঘ) পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
[১৪] কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল চার বছর ?
- (ক) অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (খ) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (গ) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (ঘ) পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
উত্তর : (ঘ) পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
[১৫] চিত্তরঞ্জন লোকোমোটিভ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতিষ্ঠিত হয়েছিল ?
- (ক) অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (খ) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (গ) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (ঘ) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
উত্তর : (ঘ) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
[১৬] অর্থনৈতিক সংস্কার ও উদারীকরণ কবে চালু করা হয় ?
- (ক) ১৯৯০
- (খ) ১৯৮০
- (গ ১৯৭০
- (ঘ) ১৯৬০
উত্তর : (ক) ১৯৯০
[১৭] কার দ্বারা ভারতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদিত হয় ?
- (ক) রাষ্ট্রপতি
- (খ) প্রধানমন্ত্রী
- (গ) অর্থমন্ত্রী
- (ঘ) জাতীয় উন্নয়ন পরিষদ
উত্তর : (ঘ) জাতীয় উন্নয়ন পরিষদ
[১৮] কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল ?
- (ক) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (খ) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (গ) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- (ঘ) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
উত্তর : (ক) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
আরো পড়ুন – ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে