মেকলে মিনিট কি – টমাস ব্যাবিংটন মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে 1835 সালে 2 রা ফেব্রুয়ারি বড়োলাট লর্ড বেন্টিঙ্কের কাছে একটি প্রস্তাব দেন যা মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব নামে পরিচিত।
এই পৃষ্ঠায়
মেকলে মিনিট কি :
ভূমিকা :
টমাস ব্যাবিংটন মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে 1835 সালে ফেব্রুয়ারি মাসে বড়োলাট লর্ড বেন্টিঙ্কের কাছে একটি প্রস্তাব দেন যা মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব নামে পরিচিত।
আরো পড়ুন – পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন
পটভূমি :
ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন সুপ্রতিষ্ঠিত হওয়ার পর এদেশে একটি সুনির্দিষ্ট শিক্ষাব্যবস্থার প্রসার ঘটানো বিশেষ প্রয়োজন দেখা দেয়।
তাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রাচ্য শিক্ষা নাকি আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগ নেবে সেই বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পূর্বে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়।
এদেশীয় পণ্ডিতরা প্রাচ্য শিক্ষার প্রবর্তনের কথা বললেও ইংরেজরা এদেশে আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসারের দাবি করেন।
মেকলের প্রস্তাব :
মেকলে মিনিটসের বিভিন্ন প্রস্তাবে বলা হয় যে –
(ক) পাশ্চাত্য শিক্ষা প্রাচ্যের তুলনায় বহুগুনে উৎকৃষ্ট ।
(খ) প্রাচ্যের সভ্যতা দুর্নীতিগ্রস্ত, অনুন্নত ও নির্বুদ্ধিতাসম্পন্ন ,তাই এদেশে পাশ্চাত্য শিক্ষা চালু হওয়া উচিত ।
(গ) প্রাচ্য–শিক্ষা নিকৃষ্ট ও বৈজ্ঞানিক চেতনাহীন ।
(ঘ) প্রাচ্যের সভ্যতা ও সংস্কৃতির উন্নতি ও সমৃদ্ধি ঘটতে পারে একমাত্র পাশ্চাত্য শিক্ষার হাত ধরেই।
(ঙ) এদেশের উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে ক্রমনিম্ন পরিস্রুত নীতি বা চুঁইয়ে পড়া নীতি অনুসারে তা ক্রমশ সাধারণ দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়বে।
প্রভাব :
(ক) মেকলে মিনিটের প্রস্তাব মেনে কলকাতায় মেডিকেল কলেজ, মাদ্রাজে ইউনিভার্সিটি এবং বোম্বাইয়ে এলফিনস্টোন ইন্সটিটিউট গড়ে তোলা হয়।
(খ) কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন পুনর্গঠিত করে কাউন্সিল অব এডুকেশন গঠন করা হয়।
পরিণতি :
মেকলের প্রতিবেদনের ফলেই ভারতে ইংরেজি শিক্ষার দ্বার খুলে যায়। প্রাচ্য-পাশ্চাত্য শিক্ষা সংক্রান্ত বিতর্কে পাশ্চাত্যবাদীদের জয় সুনিশ্চিত হয়।
মেকলের শিক্ষা নীতির দ্বারা প্রভাবিত হয়েই ভারতে পরবর্তী কালে পোশাকে আশাকে একটি ইংরেজ অনুগত শ্রেনী গড়ে ওঠে।
মূল্যায়ন :
ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের প্রেক্ষাপটে মেকলে মিনিট ছিল অধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব। শেষপর্যন্ত মেকলে মিনিটের সুপারিশ মেনেই বড়োেলাট লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ভারতবর্ষে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারের শিক্ষানীতি হিসেবে জারি করেন।
আরো পড়ুন – উডের ডেসপ্যাচ কী
FAQs On – মেকলে মিনিট কি
টমাস ব্যাবিংটন মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে 1835 সালে ফেব্রুয়ারি মাসে বড়োলাট লর্ড বেন্টিঙ্কের কাছে একটি প্রস্তাব দেন যা মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব নামে পরিচিত।
মেকলে মিনিট 1835 সালের ২ রা ফেব্রুয়ারী গৃহীত হয়
গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক-এর আমলে মেকলে মিনিট গৃহীত হয়
ব্যাবিংটন মেকলে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের শিক্ষাসচিব। কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশনের সভাপতি।
কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন এর সভাপতি ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে
কমিটি অব পাবলিক ইন্সট্রাকশন প্রতিষ্ঠিত হয় ১৮২৩ খ্রিঃ।