মুণ্ডমাল শব্দ কাকে বলে

মুণ্ডমাল শব্দ কাকে বলে – একাধিক শব্দে গঠিত পদগুচ্ছকে দ্রুত ব্যবহার করার জন্য প্রতিটি শব্দের প্রথম বর্ণ যোগ করে শব্দ গঠন করা হলে তাকে মুন্ডমাল শব্দ বলে । 

মুণ্ডমাল শব্দ কাকে বলে :

মুণ্ডমাল শব্দ কাকে বলে

আরো পড়ুন – তৎসম শব্দ কাকে বলে

মুণ্ডমাল শব্দ :

একাধিক শব্দে গঠিত একটি নাম বা পদগুচ্ছকে দ্রুত ব্যবহার করার জন্য ছোট করে নেওয়া হয় এবং তাতে শব্দের শুধু একটিমাত্র অংশ নেওয়া হয় তা নয় প্রতিটি শব্দের প্রথম বর্ণ নিয়ে সেগুলো যোগ করে একটি শব্দ গঠন করা হলে তাকে মুন্ডমাল শব্দ বলে । 

মুণ্ডমাল শব্দের বৈশিষ্ট্য :

(১) মুণ্ডমাল শব্দ গঠিত হয় প্রতিটি শব্দের প্রথম বর্ন নিয়ে।

(২)একাধিক শব্দে গঠিত পদগুচ্ছকে দ্রুত ব্যবহার করার জন্যে মুণ্ডমাল শব্দ ব্যাবহৃত হয় ।

মুণ্ডমাল শব্দের উদাহরণ :

লঘিষ্ঠ সাধারন গুণিতক (ল.সা.গু) ,পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (প.ব.ম.শি.প ) , ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আই.পি.এল) , বি.বা.দী. (বিনয়-বাদল-দীনেশ) , ভি.আই.পি (ভেরি ইম্পরট্যান্ট পার্সন) , এম.এল.এ (মেম্বার অফ লেজিসলেটিভ এসেম্বলি) ইত্যাদি ।

আরো পড়ুন – অর্ধতৎসম শব্দ কাকে বলে

FAQs On – মুণ্ডমাল শব্দ

মুণ্ডমাল শব্দ কাকে বলে ?

একাধিক শব্দে গঠিত একটি নাম বা পদগুচ্ছকে দ্রুত ব্যবহার করার জন্য ছোট করে নেওয়া হয় এবং তাতে শব্দের শুধু একটিমাত্র অংশ নেওয়া হয় তা নয় প্রতিটি শব্দের প্রথম বর্ণ নিয়ে সেগুলো যোগ করে একটি শব্দ গঠন করা হলে তাকে মুন্ডমাল শব্দ বলে । 

মুণ্ডমাল শব্দের উদাহরণ দাও ।

মুণ্ডমাল শব্দের উদাহরণ – লঘিষ্ঠ সাধারন গুণিতক (ল.সা.গু) ,পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (প.ব.ম.শি.প ) , ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আই.পি.এল) , বি.বা.দী. (বিনয়-বাদল-দীনেশ) , ভি.আই.পি (ভেরি ইম্পরট্যান্ট পার্সন) , এম.এল.এ (মেম্বার অফ লেজিসলেটিভ এসেম্বলি) ইত্যাদি ।

মুণ্ডমাল শব্দের ইংরেজি নাম কি ?

মুণ্ডমাল শব্দের ইংরেজি নাম অ্যাক্রোনিম ।

মুণ্ডমাল শব্দের বৈশিষ্ট্য লেখো ?

(১) মুণ্ডমাল শব্দ গঠিত হয় প্রতিটি শব্দের প্রথম বর্ন নিয়ে। (২)একাধিক শব্দে গঠিত পদগুচ্ছকে দ্রুত ব্যবহার করার জন্যে মুণ্ডমাল শব্দ ব্যাবহৃত হয় ।

মন্তব্য করুন