ভারতের জাতীয় উদ্যান তালিকা

ভারতের জাতীয় উদ্যান তালিকা – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম ভারতের জাতীয় উদ্যানের তালিকা নিয়ে ।

এই পৃষ্ঠায়

ভারতের জাতীয় উদ্যান তালিকা :

ভারতের জাতীয় উদ্যান তালিকা

আরো পড়ুন – বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য

[১] করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

  • (ক) ঝাড়খন্ড
  • (খ) উত্তরাখণ্ড
  • (গ) কর্নাটক
  • (ঘ) মধ্যপ্রদেশ

উত্তরঃ (খ) উত্তরাখণ্ড

[২] বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

  • (ক) কর্নাটক
  • (খ) উত্তরাখণ্ড
  • (গ) জম্মু-কাশ্মীর
  • (ঘ) মধ্যপ্রদেশ

উত্তরঃ (ক) কর্নাটক

[৩] বেতলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

  • (ক) কর্নাটক
  • (খ) ঝাড়খন্ড
  • (গ) জম্মু-কাশ্মীর
  • (ঘ) মধ্যপ্রদেশ

উত্তরঃ (খ) ঝাড়খন্ড

[৪] বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

  • (ক) কর্নাটক
  • (খ) মধ্যপ্রদেশ
  • (গ) জম্মু-কাশ্মীর
  • (ঘ) অন্ধ্রপ্রদেশ

উত্তরঃ (খ) মধ্যপ্রদেশ

[৫] দচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

  • (ক) কেরালা
  • (খ) মধ্যপ্রদেশ
  • (গ) জম্মু-কাশ্মীর
  • (ঘ) অন্ধ্রপ্রদেশ

উত্তরঃ (গ) জম্মু-কাশ্মীর

[৬] দুধওয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

  • (ক) কেরালা
  • (খ) উত্তরপ্রদেশ
  • (গ) জম্মু-কাশ্মীর
  • (ঘ) অন্ধ্রপ্রদেশ

উত্তরঃ (খ) উত্তরপ্রদেশ

[৭] গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

  • (ক) কেরালা
  • (খ) উত্তরপ্রদেশ
  • (গ) গুজরাট
  • (ঘ) অন্ধ্রপ্রদেশ

উত্তরঃ (গ) গুজরাট

[৮] গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

  • (ক) কেরালা
  • (খ) পশ্চিমবঙ্গ
  • (গ) গুজরাট
  • (ঘ) অন্ধ্রপ্রদেশ

উত্তরঃ (খ) পশ্চিমবঙ্গ

[৯] কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

  • (ক) কেরালা
  • (খ) পশ্চিমবঙ্গ
  • (গ) মধ্যপ্রদেশ
  • (ঘ) অন্ধ্রপ্রদেশ

উত্তরঃ (গ) মধ্যপ্রদেশ

[১০] কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

  • (ক) কেরালা
  • (খ) পশ্চিমবঙ্গ
  • (গ) মধ্যপ্রদেশ
  • (ঘ) আসাম

উত্তরঃ (ঘ) আসাম

[১১] সেলিম আলী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

  • (ক) কেরালা
  • (খ) জম্মু-কাশ্মীর
  • (গ) মধ্যপ্রদেশ
  • (ঘ) আসাম

উত্তরঃ (খ) জম্মু-কাশ্মীর

[১২] মাওলিং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

  • (ক) কেরালা
  • (খ) জম্মু-কাশ্মীর
  • (গ) অরুনাচল প্রদেশ
  • (ঘ) আসাম

উত্তরঃ (গ) অরুনাচল প্রদেশ

[১৩] রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

  • (ক) উত্তরাখন্ড
  • (খ) জম্মু-কাশ্মীর
  • (গ) অরুনাচল প্রদেশ
  • (ঘ) আসাম

উত্তরঃ (ক) উত্তরাখন্ড

[১৪] ভিতরকনিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

  • (ক) উত্তরাখন্ড
  • (খ) জম্মু-কাশ্মীর
  • (গ) উড়িষ্যা
  • (ঘ) আসাম

উত্তরঃ (গ) উড়িষ্যা

[১৫] বাল্মিকি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

  • (ক) উত্তরাখন্ড
  • (খ) বিহার
  • (গ) উড়িষ্যা
  • (ঘ) আসাম

উত্তরঃ (খ) বিহার

[১৬] সিঙ্গালিলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

  • (ক) উত্তরাখন্ড
  • (খ) বিহার
  • (গ) পশ্চিমবঙ্গ
  • (ঘ) আসাম

উত্তরঃ (গ) পশ্চিমবঙ্গ

[১৭] নন্দাদেবী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

  • (ক) উত্তরাখন্ড
  • (খ) বিহার
  • (গ) পশ্চিমবঙ্গ
  • (ঘ) আসাম

উত্তরঃ (ক) উত্তরাখন্ড

[১৮] ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

  • (ক) উত্তরাখন্ড
  • (খ) ছত্তিশগড়
  • (গ) পশ্চিমবঙ্গ
  • (ঘ) আসাম

উত্তরঃ (খ) ছত্তিশগড়

[১৯] গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

  • (ক) হিমাচলপ্রদেশ
  • (খ) ছত্তিশগড়
  • (গ) পশ্চিমবঙ্গ
  • (ঘ) আসাম

উত্তরঃ (ক) হিমাচলপ্রদেশ

[২০] মুদুমালাই জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

  • (ক) হিমাচলপ্রদেশ
  • (খ) ছত্তিশগড়
  • (গ) পশ্চিমবঙ্গ
  • (ঘ) তামিলনাড়ু

উত্তরঃ (ঘ) তামিলনাড়ু

[২১] নামদাফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

  • (ক) হিমাচলপ্রদেশ
  • (খ) অরুনাচল প্রদেশ
  • (গ) পশ্চিমবঙ্গ
  • (ঘ) তামিলনাড়ু

উত্তরঃ (খ) অরুনাচল প্রদেশ

[২২] পালামৌ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

  • (ক) হিমাচলপ্রদেশ
  • (খ) অরুনাচল প্রদেশ
  • (গ) ঝাড়খন্ড
  • (ঘ) তামিলনাড়ু

উত্তরঃ (গ) ঝাড়খন্ড

[২৩] পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

  • (ক) হিমাচলপ্রদেশ
  • (খ) কেরালা
  • (গ) ঝাড়খন্ড
  • (ঘ) তামিলনাড়ু

উত্তরঃ (খ) কেরালা

[২৪] পান্না জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

  • (ক)মধ্যপ্রদেশ
  • (খ) কেরালা
  • (গ) ঝাড়খন্ড
  • (ঘ) তামিলনাড়ু

উত্তরঃ (ক)মধ্যপ্রদেশ

[২৫] সিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

  • (ক)মধ্যপ্রদেশ
  • (খ) কেরালা
  • (গ) ঝাড়খন্ড
  • (ঘ) উড়িষ্যা

উত্তরঃ (ঘ) উড়িষ্যা

[২৬] টাডোবা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

  • (ক)মধ্যপ্রদেশ
  • (খ) কেরালা
  • (গ) মহারাষ্ট্র
  • (ঘ) উড়িষ্যা

উত্তরঃ (গ) মহারাষ্ট্র

আরো পড়ুন – আগত বিভিন্ন খেলার স্থান তালিকা 

ভিডিও দেখতে ক্লিক করুন – www.youtube.com/@DRMonojog

জিকে সংক্রান্ত ভিডিও দেখতে ক্লিক করুন – www.youtube.com/@DRMonojogGK

পিডিএফ পেতে ভিজিট করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল – DR Monojog63

মন্তব্য করুন