ভারতের নতুন সংসদ ভবন GK – ভারতের কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্ট সংসদ নামে পরিচিত। ভারতের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট। ভারতের সংবিধানের ৭৯ নং ধারায় পার্লামেন্টের গঠন বিষয়ে বিস্তারিত আলােচনা করা হয়েছে।
ভারতের নতুন সংসদ ভবন GK :
আরো পড়ুন – ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে
ভারতের নতুন সংসদ ভবন :
[১] ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন হয়েছে কবে ?
- (ক) ২৭ শে মে ২০২৩
- (খ) ২৮ শে মে ২০২৩
- (গ) ২৯ শে মে ২০২৩
- (ঘ) ২৬ শে মে ২০২৩
উত্তর : (খ) ২৮ শে মে ২০২৩
[২] ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন কে ?
- (ক) পীযুষ গোয়েল (বাণিজ্য মন্ত্রী )
- (খ) দ্রৌপদী মুর্মু (রাষ্ট্রপতি )
- (গ) নরেন্দ্র মোদী (প্রধান মন্ত্রী )
- (ঘ) এস জয়শঙ্কর (বিদেশ মন্ত্রী )
উত্তর : (গ) নরেন্দ্র মোদী (প্রধান মন্ত্রী )
[৩] নতুন সংসদ ভবনের ডিজাইন কোন কোম্পানি তৈরি করেছে ?
- (ক) হিন্দুস্তান কন্সট্রাকশন
- (খ) লার্সন এন্ড টুব্রো
- (গ) গৈমন ইন্ডিয়া
- (ঘ) HCP ডিজাইন্স
উত্তর : (ঘ) HCP ডিজাইন্স
[৪] নতুন সংসদ ভবন নির্মাণ করেছে কোন কোম্পানি ?
- (ক) টাটা প্রজেক্টস লিমিটেড
- (খ) গৈমন ইন্ডিয়া
- (গ) লার্সন এন্ড টুব্রো
- (ঘ) হিন্দুস্তান কন্সট্রাকশন
উত্তর : (ক) টাটা প্রজেক্টস লিমিটেড
[৫] ভারতের নতুন সংসদ ভবন কোথায় অবস্থিত ?
- (ক) কোলকাতা
- (খ) মুম্বাই
- (গ) হায়দ্রাবাদ
- (ঘ) নিউ দিল্লি
উত্তর : (ঘ) নিউ দিল্লি
[৬] নতুন সংসদ ভবনের প্রধান বাস্তুকার কে ?
- (ক) ফরিবোর্জ সাইবা
- (খ) বিমল প্যাটেল
- (গ) চার্লস কোরিয়া
- (ঘ) উইলিয়াম এমরসন
উত্তর : (খ) বিমল প্যাটেল
[৭] প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধনের সময় লোকসভার অধ্যক্ষের বসার জায়গার পাশে কি রেখেছিলেন ?
- (ক) সোনার পাথর
- (খ) ঘড়ি
- (গ) রাজদন্ড (sengol)
- (ঘ) কোনোটিই নয়
উত্তর : (গ) রাজদন্ড (sengol)
{8} নতুন সংসদ ভবনের নির্মাণ কোন যোজনার মাধ্যমে করা হয়েছে ?
- (ক) স্টার্ট আপ ইন্ডিয়া পুনর্বিকাশ যোজনা
- (খ) প্রধানমন্ত্রী ব্যয় বন্দনা যোজনা
- (গ) সেন্ট্রাল বিস্তা পুনর্বিকাশ যোজনা
- (ঘ) মেক ইন ইন্ডিয়া পুনর্বিকাশ যোজনা
উত্তর : (গ) সেন্ট্রাল বিস্তা পুনর্বিকাশ যোজনা
[৯] নতুন সংসদ ভবনের ক্ষেত্রফল কত ?
- (ক) ৬৫০০০ বর্গমিটার
- (খ) ৫৫০০০ বর্গমিটার
- (গ) ৭২০০০ বর্গমিটার
- (ঘ) ৫৪০০০ বর্গমিটার
উত্তর : (ক) ৬৫০০০ বর্গমিটার
[১০] নতুন সংসদ ভবনে লোকসভার জন্য কতগুলি সিট্ আছে ?
- (ক) ৫৪৩
- (খ) ৮৮৮
- (গ) ৯৫৮
- (ঘ) ৫০৫
উত্তর : (খ) ৮৮৮
[১১] নতুন সংসদ ভবনে রাজ্যসভার জন্য কতগুলি সিট্ আছে ?
- (ক) ৩৮৪
- (খ) ৮৮৮
- (গ) ৯৫৮
- (ঘ) ৫০৫
উত্তর : (ক) ৩৮৪
[১২] নতুন সংসদ ভবন তৈরি করতে কত খরচ হয়েছে ?
- (ক) ১৭০০ কোটি টাকা
- (খ) ১৫০০ কোটি টাকা
- (গ) ১০০০ কোটি টাকা
- (ঘ) ১২০০ কোটি টাকা
উত্তর : (ঘ) ১২০০ কোটি টাকা
[১৩] নতুন সংসদ ভবন উদ্বোধনের পর কত টাকার কয়েন চালু হয়েছে ?
- (ক) ৫০ টাকা
- (খ) ২০ টাকা
- (গ) ১০ টাকা
- (ঘ) ৭৫ টাকা
উত্তর : (ঘ) ৭৫ টাকা
[১৪] নতুন সংসদ ভবনটি মোট কত তলার ?
- (ক) ৬
- (খ) ৪
- (গ) ৮
- (ঘ) ৫
উত্তর : (খ) ৪
[১৫] নতুন সংসদ ভবনে কতগুলি সমিতি কক্ষ তৈরি করা হয়েছে ?
- (ক) ২
- (খ) ৩
- (গ ) ৪
- (ঘ) ৬
উত্তর : (ঘ) ৬
আরো পড়ুন – আইপিএল 2023 কারেন্ট অ্যাফেয়ার্স