পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম তালিকা – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম গুলি নিয়ে ।
এই পৃষ্ঠায়
- 1 পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম তালিকা :
- 1.1 [১] মিছিল নগরী কাকে বলা হয় ?
- 1.2 [২] বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় ?
- 1.3 [৩] ফুটবলের মক্কা কাকে বলা হয় ?
- 1.4 [৪] নবাবের শহর কাকে বলা হয় ?
- 1.5 [৫] সাদা অর্কিডের দেশ কাকে বলা হয় ?
- 1.6 [৬] অরণ্যের সুন্দরী বলা হয় কোন শহরকে ?
- 1.7 [৭] শিল্প নগরী বলা হয় কোন শহরকে ?
- 1.8 [৮] ডুয়ার্সের প্রবেশদ্বার কাকে বলা হয় ?
- 1.9 [৯] ভারতের রূঢ় কাকে বলা হয় ?
- 1.10 [১০] ফেড্রিক নগর কাকে বলা হয় ?
- 1.11 [১১] রাজার শহর কাকে বলা হয় ?
- 1.12 [১২] মিনি ইন্ডিয়া কাকে বলা হয় ?
- 1.13 [১৩] সিটি অফ লাইট কাকে বলা হয় ?
- 1.14 [১৪] ওলন্দাজ নগর কাকে বলা হয় ?
- 1.15 [১৫] সীমান্ত শহর কাকে বলা হয় ?
- 1.16 [১৬] বাংলার রেশম শিল্পের শহর কাকে বলা হয় ?
- 1.17 [১৭] পূর্ব ভারতের কাশী বলা হয় পশ্চিমবঙ্গের কোন শহরকে ?
- 1.18 [১৮] তাঁতের শহর কাকে বলা হয় ?
- 1.19 [১৯] ভারতের শেফিল্ড বলা হয় পশ্চিমবঙ্গের কোন শহরকে ?
- 1.20 [২০] পরিকল্পিত শহর কাকে বলা হয় ?
- 1.21 [২১] সর্বাধুনিক শহর কাকে বলা হয় ?
- 1.22 [২২] আমের শহর কাকে বলা হয় ?
- 1.23 [২৩] ফুলের উপত্যকা কাকে বলা হয় ?
- 1.24 [২৪] বাবার ধাম বলা হয় কোন শহরকে ?
- 1.25 [২৫] মানভূম সিটি কাকে বলা হয় ?
পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম তালিকা :

আরো পড়ুন – ভারতের বিভিন্ন শহরের উপনাম তালিকা
[১] মিছিল নগরী কাকে বলা হয় ?
- (ক) নবদ্বীপ
- (খ) শিলিগুড়ি
- (গ) কলকাতা
- (ঘ) হাওড়া
উত্তরঃ (গ) কলকাতা
[২] বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় ?
- (ক) নবদ্বীপ
- (খ) শিলিগুড়ি
- (গ) বর্ধমান
- (ঘ) হাওড়া
উত্তরঃ (ক) নবদ্বীপ
[৩] ফুটবলের মক্কা কাকে বলা হয় ?
- (ক) বর্ধমান
- (খ) শিলিগুড়ি
- (গ) কলকাতা
- (ঘ) হাওড়া
উত্তরঃ (গ) কলকাতা
[৪] নবাবের শহর কাকে বলা হয় ?
- (ক) মুর্শিদাবাদ
- (খ) শিলিগুড়ি
- (গ) কলকাতা
- (ঘ) হাওড়া
উত্তরঃ (ক) মুর্শিদাবাদ
[৫] সাদা অর্কিডের দেশ কাকে বলা হয় ?
- (ক) মুর্শিদাবাদ
- (খ) শিলিগুড়ি
- (গ) কার্সিয়াং
- (ঘ) হাওড়া
উত্তরঃ (গ) কার্সিয়াং
[৬] অরণ্যের সুন্দরী বলা হয় কোন শহরকে ?
- (ক) মুর্শিদাবাদ
- (খ) ঝাড়গ্রাম
- (গ) কার্সিয়াং
- (ঘ) হাওড়া
উত্তরঃ (খ) ঝাড়গ্রাম
[৭] শিল্প নগরী বলা হয় কোন শহরকে ?
- (ক) মুর্শিদাবাদ
- (খ) ঝাড়গ্রাম
- (গ) আসানসোল
- (ঘ) হাওড়া
উত্তরঃ (গ) আসানসোল
[৮] ডুয়ার্সের প্রবেশদ্বার কাকে বলা হয় ?
- (ক) মুর্শিদাবাদ
- (খ) ঝাড়গ্রাম
- (গ) আসানসোল
- (ঘ) শিলিগুড়ি
উত্তরঃ (ঘ) শিলিগুড়ি
[৯] ভারতের রূঢ় কাকে বলা হয় ?
- (ক) দুর্গাপুর
- (খ) ঝাড়গ্রাম
- (গ) আসানসোল
- (ঘ) শিলিগুড়ি
উত্তরঃ (ক) দুর্গাপুর
[১০] ফেড্রিক নগর কাকে বলা হয় ?
- (ক) দুর্গাপুর
- (খ) ঝাড়গ্রাম
- (গ) আসানসোল
- (ঘ) শ্রীরামপুর
উত্তরঃ (ঘ) শ্রীরামপুর
[১১] রাজার শহর কাকে বলা হয় ?
- (ক) দুর্গাপুর
- (খ) কোচবিহার
- (গ) আসানসোল
- (ঘ) শ্রীরামপুর
উত্তরঃ (খ) কোচবিহার
[১২] মিনি ইন্ডিয়া কাকে বলা হয় ?
- (ক) দুর্গাপুর
- (খ) কোচবিহার
- (গ) খড়্গপুর
- (ঘ) শ্রীরামপুর
উত্তরঃ (গ) খড়্গপুর
[১৩] সিটি অফ লাইট কাকে বলা হয় ?
- (ক) চন্দননগর
- (খ) কোচবিহার
- (গ) খড়্গপুর
- (ঘ) শ্রীরামপুর
উত্তরঃ (ক) চন্দননগর
[১৪] ওলন্দাজ নগর কাকে বলা হয় ?
- (ক) চন্দননগর
- (খ) কোচবিহার
- (গ) খড়্গপুর
- (ঘ) চুঁচুড়া
উত্তরঃ (ঘ) চুঁচুড়া
[১৫] সীমান্ত শহর কাকে বলা হয় ?
- (ক) চন্দননগর
- (খ) বনগাঁ
- (গ) খড়্গপুর
- (ঘ) চুঁচুড়া
উত্তরঃ (খ) বনগাঁ
[১৬] বাংলার রেশম শিল্পের শহর কাকে বলা হয় ?
- (ক) চন্দননগর
- (খ) বনগাঁ
- (গ) বহরমপুর
- (ঘ) চুঁচুড়া
উত্তরঃ (গ) বহরমপুর
[১৭] পূর্ব ভারতের কাশী বলা হয় পশ্চিমবঙ্গের কোন শহরকে ?
- (ক) চন্দননগর
- (খ) বিষ্ণুপুর
- (গ) বহরমপুর
- (ঘ) চুঁচুড়া
উত্তরঃ (খ) বিষ্ণুপুর
[১৮] তাঁতের শহর কাকে বলা হয় ?
- (ক) চন্দননগর
- (খ) বিষ্ণুপুর
- (গ) শান্তিপুর
- (ঘ) চুঁচুড়া
উত্তরঃ (গ) শান্তিপুর
[১৯] ভারতের শেফিল্ড বলা হয় পশ্চিমবঙ্গের কোন শহরকে ?
- (ক) চন্দননগর
- (খ) বিষ্ণুপুর
- (গ) শান্তিপুর
- (ঘ) হাওড়া
উত্তরঃ (ঘ) হাওড়া
[২০] পরিকল্পিত শহর কাকে বলা হয় ?
- (ক) সল্টলেক
- (খ) বিষ্ণুপুর
- (গ) শান্তিপুর
- (ঘ) হাওড়া
উত্তরঃ (ক) সল্টলেক
[২১] সর্বাধুনিক শহর কাকে বলা হয় ?
- (ক) সল্টলেক
- (খ) ️রাজারহাট
- (গ) শান্তিপুর
- (ঘ) হাওড়া
উত্তরঃ (খ) ️রাজারহাট
[২২] আমের শহর কাকে বলা হয় ?
- (ক) মালদহ
- (খ) ️রাজারহাট
- (গ) শান্তিপুর
- (ঘ) হাওড়া
উত্তরঃ (ক) মালদহ
[২৩] ফুলের উপত্যকা কাকে বলা হয় ?
- (ক) মালদহ
- (খ) ️রাজারহাট
- (গ) ক্ষীরাই (মেদিনীপুর)
- (ঘ) হাওড়া
উত্তরঃ (গ) ক্ষীরাই (মেদিনীপুর)
[২৪] বাবার ধাম বলা হয় কোন শহরকে ?
- (ক) মালদহ
- (খ) ️রাজারহাট
- (গ) তারকেশ্বর
- (ঘ) হাওড়া
উত্তরঃ (গ) তারকেশ্বর
[২৫] মানভূম সিটি কাকে বলা হয় ?
- (ক) পুরুলিয়া
- (খ) ️রাজারহাট
- (গ) তারকেশ্বর
- (ঘ) হাওড়া
উত্তরঃ (ক) পুরুলিয়া
ভিডিও দেখতে ক্লিক করুন – www.youtube.com/@DRMonojog
জিকে সংক্রান্ত ভিডিও দেখতে ক্লিক করুন –www.youtube.com/@DRMonojogGK
পিডিএফ পেতে ভিজিট করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল – DR Monojog63
আরো পড়ুন – ভারতের জাতীয় উদ্যানের তালিকা