ভারতের বিভিন্ন শহরের উপনাম তালিকা

ভারতের বিভিন্ন শহরের উপনাম তালিকা – আজকের পর্বে ভারতের বিভিন্ন শহরের উপনাম -এর একটি সুন্দর তালিকা তোমাদের সাথে শেয়ার করলাম ।এই টপিকটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ভারতের বিভিন্ন শহরের উপনাম তালিকা :

ভারতের বিভিন্ন শহরের উপনাম তালিকা

আরো পড়ুন – ভারতের বিভিন্ন নদী বাঁধ সমূহ

ভারতের বিভিন্ন শহরের উপনাম :

শহর উপনাম
দিল্লীভারতের রোম, এশিয়ার রোম
কলকাতাআনন্দের শহর, প্রাসাদ নগরী
মুম্বাইভারতের প্রবেশদ্বার, ভারতের ভেনিস, ভারতের হলিউড, স্বপ্নের শহর , মূলধন শহর
কানপুরউত্তর ভারতের ম্যাঞ্চেস্টার
আহমেদাবাদভারতের ম্যাঞ্চেস্টার
কোয়েম্বাটুরদক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার
দুর্গাপুরভারতের রুঢ়
লখনউভারতের সঙ্গীতের শহর
হরিয়ানাভারতের দুধের বালতি
শ্রীনগরহ্রদের শহর
চেন্নাইসবুজ নগরী, দক্ষিণ ভারতের প্রবেশদ্বার
দার্জিলিংপাহাড়ের রানী
জয়পুরগোলাপি শহর, ভারতের প্যারিস
জামশেদপুরভারতের পিটসবার্গ, ভারতের স্টিল সিটি
ক্যানিংসুন্দরবনের প্রবেশদ্বার
অমৃতসরস্বর্ণ শহর
অন্ধ্রপ্রদেশএশিয়ার ডিমের ঝুড়ি
বেঙ্গালুরুইলেকট্রনিক শহর, ভারতের সিলিকন ভ্যালি, ভারতের উদ্যান নগরী, বিজ্ঞান নগরী
তুতিকোরিনমুক্তোর শহর
কাশ্মীরভারতের সুইজারল্যান্ড, পৃথিবীর ভূ-স্বর্গ
হিমাচল প্রদেশআপেলের দেশ
নাগপুরকমলালেবুর শহর
বারাণসীমন্দিরের শহর
কেরালাভারতের মশলা বাগান
সিকিমগুহার দেশ
হরিদ্বার গঙ্গার প্রবেশদ্বার
আলিগড় তালাচাবি শহর
নবদ্বীপবাংলার অক্সফোর্ড
কোচিআরব সাগরের রাণী
ত্রিপুরাপঞ্চ পাহাড়ের দেশ
মাদুরাইদক্ষিণ ভারতের কাশী
উদয়পুরভারতের শ্বেত শহর
মুসৌরিহিমালয়ের রাণী
হাওড়া ভারতের গ্লাসগো
পূর্ব বর্ধমানপশ্চিমবঙ্গের ধানের গোলা
পুনেদক্ষিণাত্যের রাণী
শিলিগুড়িউত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার
পাঞ্জাবপঞ্চনদের দেশ
সিকিম গুহার দেশ
কার্শিয়াংঅর্কিডের শহর
সুরাটভারতের মক্কা

আরো পড়ুন – ভারতের জাতীয় উদ্যানের তালিকা

FAQs On – ভারতের বিভিন্ন শহরের উপনাম

অর্কিডের শহর কাকে বলা হয় ?

অর্কিডের শহর বলা হয় কার্শিয়াংকে ।

পঞ্চনদের দেশ বলা হয় কোন শহরকে ?

পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাব ।

হিমালয়ের রাণী বলা হয় কোন শহরকে ?

হিমালয়ের রাণী বলা হয় মুসৌরিকে ।

মন্দিরের শহর বলা হয় কোন শহরকে ?

বারাণসীকে মন্দিরের শহর বলা হয় ।

দক্ষিণ ভারতের কাশী বলা হয় কোন শহরকে ?

দক্ষিণ ভারতের কাশী বলা হয় মাদুরাইকে

আরব সাগরের রাণী বলা হয় কোন শহরকে ?

আরব সাগরের রাণী বলা হয় কোচিকে ।

তালাচাবির শহর কাকে বলা হয় ?

আলিগড়কে বলা হয় তালাচাবির শহর ।

গুহার দেশ কোন শহরকে বলা হয় ?

সিকিমকে গুহার দেশ বলা হয় ।

কমলালেবুর শহর বলা হয় কাকে ?

নাগপুরকে কমলালেবুর শহর বলা হয় ।

মন্তব্য করুন