ভারতের বিভিন্ন নদীর ডাকনাম তালিকা – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম ভারতের বিভিন্ন নদীর ডাকনামের তালিকা । এই টপিকটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
এই পৃষ্ঠায়
ভারতের বিভিন্ন নদীর ডাকনাম তালিকা :
আরো পড়ুন – ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত সমূহ সম্পূর্ণ তালিকা
ভারতের বিভিন্ন নদীর ডাকনাম :
নদ-নদী | ডাকনাম |
---|---|
দামোদর | বাংলার দুঃখ |
তিস্তা | ত্রাসের নদী |
ব্রহ্মপুত্র | আসামের জীবনরেখা |
গোদাবরী | অন্ধ্রপ্রদেশের জীবনরেখা |
মান্ডবী | গোয়ার জীবনরেখা |
বিপাশা নদী | হিমাচলপ্রদেশের জীবনরেখা |
মহানদী | ওড়িশার দুঃখ |
পেরিয়ার | কেরালার জীবনরেখা |
তিস্তা | সিকিমের জীবনরেখা |
গোদাবরী | দক্ষিণ ভারতের গঙ্গা |
গোদাবরী | বৃদ্ধ গঙ্গা |
ব্রহ্মপুত্র | লোহিত নদী |
কোশী | বিহারের দুঃখ |
কাবেরী | দক্ষিন ভারতের জীবনরেখা |
নর্মদা | মধ্যপ্রদেশের জীবনরেখা |
কাবেরী | অর্ধ গঙ্গা |
ইনদাস রিভার | সিন্ধু |
যমুনা | সূর্যের কন্যা |
উমঙ্গট | স্বচ্ছ নদী |
লুনি | লবনাবতী |
ঘগ্গর | মৃত নদী |
আরো পড়ুন – ভারতের বিভিন্ন নদী বাঁধ সমূহ
FAQs On – ভারতের বিভিন্ন নদীর ডাকনাম
বাংলার দুঃখ দামোদর নদকে বলে ।
ত্রাসের নদী তিস্তা নদীকে বলে ।
আসামের জীবনরেখা ব্রহ্মপুত্র নদীকে বলে ।
অন্ধ্রপ্রদেশের জীবনরেখা গোদাবরী নদীকে বলে ।
গোয়ার জীবনরেখা মাণ্ডবী নদীকে বলে ।
হিমাচলপ্রদেশের জীবনরেখা বিপাশা নদীকে বলে ।
ওড়িশার দুঃখ মহানদীকে বলে ।
কেরালার জীবনরেখা পেরিয়ার নদীকে বলে ।
গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে ।
বিহারের দুঃখ কোশী নদীকে বলে ।
সিকিমের জীবনরেখা তিস্তা নদীকে বলে ।
লোহিত নদী ব্রহ্মপুত্র নদীকে বলে ।
দক্ষিন ভারতের জীবনরেখা কাবেরী নদীকে বলে ।
মধ্যপ্রদেশের জীবনরেখা নর্মদা নদীকে বলে ।
অর্ধ গঙ্গা কাবেরী নদীকে বলে ।
সূর্যের কন্যা যমুনা নদীকে বলে ।
বৃদ্ধ গঙ্গা গোদাবরী নদীকে বলে ।
স্বচ্ছ নদী উমঙ্গট নদীকে বলে ।
মৃত নদী ঘগ্গর নদীকে বলে ।
লবনাবতী লুনি নদীকে বলে ।