নোবেল পুরস্কার 2023 GK – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম নোবেল পুরস্কার 2023 থেকে কিছু GK প্রশ্ন ।
এই পৃষ্ঠায়
- 1 নোবেল পুরস্কার 2023 GK :
- 2 নোবেল পুরস্কার 2023 বিজয়ীদের তালিকা :
- 2.1 [১] চিকিৎসা বিজ্ঞানে 2023 সালে নোবেল বিজয়ী কে ?
- 2.2 [২] চিকিৎসা বিজ্ঞানে 2022 সালে নোবেল বিজয়ী কে ?
- 2.3 [৩] নোবেল পুরস্কার কার স্মরণে প্রদান করা হয় ?
- 2.4 [৪] কতগুলি বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয় ?
- 2.5 [৫] নোবেল পুরস্কার প্রতি বছর কবে প্রদান করা হয় ?
- 2.6 [৬] প্রথম নোবেল পুরস্কার কবে প্রদান করা হয়েছিল ?
- 2.7 [৭] পদার্থ বিজ্ঞানে 2023 সালে নোবেল বিজয়ী কে ?
- 2.8 [৮] রসায়ন বিজ্ঞানে 2023 সালে নোবেলবিজয়ী কে ?
- 2.9 [৯] চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থার নাম কী ?
- 2.10 [১০] সাহিত্যের ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থার নাম কী ?
- 2.11 [১১] শান্তির ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থার নাম কী ?
- 2.12 [১২] অর্থশাস্ত্রের ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থার নাম কী ?
- 2.13 [১৩] দুটি আলাদা আলাদা ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রাপক প্রথম এবং একমাত্র মহিলা কে ?
- 2.14 [১৪] দুটি আলাদা আলাদা ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রাপক প্রথম পুরুষ কে ?
- 2.15 [১৫] নোবেল পুরস্কার প্রাপক সবথেকে কম বয়সী ব্যক্তি কে ?
- 2.16 [১৬] নোবেল পুরস্কার প্রাপক সবথেকে বেশি বয়সী ব্যক্তি কে ?
- 2.17 [১৭] কোনো এক ক্ষেত্রে সবথেকে বেশি কতজন ব্যক্তিকে একসাথে নোবেল পুরস্কার প্রদান করা যায় ?
- 2.18 [১৮] প্রথম ভারতীয় হিসেবে কে নোবেল পুরস্কার লাভ করেছিলেন ?
নোবেল পুরস্কার 2023 GK :
আরো পড়ুন – দাদাসাহেব ফালকে পুরস্কার 2023
নোবেল পুরস্কার 2023 বিজয়ীদের তালিকা :
[১] চিকিৎসা বিজ্ঞানে 2023 সালে নোবেল বিজয়ী কে ?
- (ক) ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান
- (খ) লুইস ই ব্রুস ও অ্যালেক্সি আই একিমভ
- (গ) জার্মানির ফেরেঙ্ক ক্রাউস ও সুইডেনের অ্যান ল’ হুইলিয়ার
- (ঘ) পিয়েরে অ্যাগোস্টিনি
উত্তরঃ (ক) ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান
জেনে রাখো :
- ক্যাটালিন কারিকো এবং ড্রু ওয়েইসম্যান নিউক্লিওসাইড বেস পরিবর্তন সম্পর্কিত তাদের গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য 2023 সালের ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। এই আবিষ্কারগুলি COVID-19-এর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর mRNA ভ্যাকসিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থার নাম কী – Karolinska Institute (Sweden)
- পুরস্কার মূল্য – 1.1 মিলিয়ন সুইডিশ ক্রোনার ( 10 লক্ষ ডলার ) ।
- ২রা অক্টোবর এই বিভাগে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে।
- ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান দুজনেই হাঙ্গেরির নাগরিক ।
[২] চিকিৎসা বিজ্ঞানে 2022 সালে নোবেল বিজয়ী কে ?
- (ক) লুইস ই ব্রুস
- (খ) জেমস পি এলিসন
- (গ) স্বান্তে পেব
- (ঘ) আর্থার আশকিন
উত্তরঃ (গ) স্বান্তে পেব
জেনে রাখো :
- স্বান্তে পেব হলেন একজন সুইডেনের নাগরিক ।
[৩] নোবেল পুরস্কার কার স্মরণে প্রদান করা হয় ?
- (ক) মহাত্মা গান্ধী
- (খ) আলফ্রেড নোবেল
- (গ) আব্রাহাম লিঙ্কন
- (ঘ) নেলসন মেন্ডেলা
উত্তরঃ (খ) আলফ্রেড নোবেল
জেনে রাখো :
- আলফ্রেড নোবেল ২১ শে অক্টবর ১৯৩৩ সালে সুইডেনে জন্মগ্রহণ করেন ।
- নোবেল পুরস্কার আলফ্রেড নোবেলের ইচ্ছায় চালু হয়েছিল, একজন সুইডিশ উদ্ভাবক, প্রকৌশলী, বিজ্ঞানী এবং সমাজসেবী যিনি ডিনামাইট আবিষ্কারের জন্য পরিচিত।
- 10ই ডিসেম্বর 1896 সালে ইতালির সান রেমোতে নোবেলের মৃত্যুর পর 1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল।
[৪] কতগুলি বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয় ?
- (ক) ৪
- (খ) ৫
- (গ) ৬
- (ঘ) ৭
উত্তরঃ (গ) ৬
জেনে রাখো :
- ৬ টি বিভাগের নাম – চিকিৎসা বিজ্ঞান ,পদার্থবিদ্যা , রসায়ন বিদ্যা, সাহিত্য, শান্তি , অর্থনীতি ।
[৫] নোবেল পুরস্কার প্রতি বছর কবে প্রদান করা হয় ?
- (ক) ১০ ই ডিসেম্বর
- (খ) ১০ ই অক্টবর
- (গ) ১৮ ই জানুয়ারি
- (ঘ) ২৬ শে জানুয়ারী
উত্তরঃ (ক) ১০ ই ডিসেম্বর
জেনে রাখো :
- নোবেল পুরস্কার বিজেতাদের নাম প্রতিবছর অক্টবর মাসে ঘোষণা করা হয় ।
- আর প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যু বার্ষিকীতে এই নোবেল পুরস্কার প্রদান করা হয় ।
[৬] প্রথম নোবেল পুরস্কার কবে প্রদান করা হয়েছিল ?
- (ক) ১৪ আগস্ট ১৯৩৫
- (খ) ১ জুন ১৯৯৯
- (গ) ১০ ডিসেম্বর ১৯০১
- (ঘ) ২৯ সেপ্টেম্বর ২০০০
উত্তরঃ (গ) ১০ ডিসেম্বর ১৯০১
জেনে রাখো :
সর্বপ্রথম ১৯০১-এ নোবেল পুরস্কার লাভ করেছিলেন হেনরি ডুনান্ট এবং ফ্রেডরিক পেসসে ।
[৭] পদার্থ বিজ্ঞানে 2023 সালে নোবেল বিজয়ী কে ?
- (ক) মার্কিন যুক্তরাষ্ট্রের পিয়েরে অ্যাগোস্টিনি
- (খ) জার্মানির ফেরেঙ্ক ক্রাউস
- (গ) সুইডেনের অ্যান ল’ হুইলিয়ার
- (ঘ) উপরের সকলেই
উত্তরঃ (ঘ) উপরের সকলেই
জেনে রাখো :
- মঙ্গলবার, 3 অক্টোবর পদার্থ বিজ্ঞান বিভাগে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে।
- পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থার নাম কী – রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস, স্টকহোম ।
- এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পিয়েরে অ্যাগোস্টিনি (Pierre Agostini), জার্মানির ফেরেঙ্ক ক্রাউস (Ferenc Krausz) ও সুইডেনের অ্যান ল’হুইলিয়ার (Anne L’Huillier)। ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় অ্যাটোসেকেন্ড পালস তৈরির পরীক্ষামূলক পদ্ধতির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
- পুরস্কার মূল্য – ১ কোটি সুইডিশ ক্রোনা ( প্রায় ৮ কোটি টাকা ) ।
- ২০২২ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন – এলেন এস্পেক্ট (ফ্রান্স) , জন এফ ক্লোজার (আমেরিকা) , এন্তন জিলিঙ্গার (অস্ট্রিয়া) ।
[৮] রসায়ন বিজ্ঞানে 2023 সালে নোবেলবিজয়ী কে ?
- (ক) মৌঙ্গি জি বাওয়েন্দি
- (খ) লুইস ই ব্রুস
- (গ) অ্যালেক্সি আই একিমভ
- (ঘ) উপরের সকলেই
উত্তরঃ (ঘ) উপরের সকলেই
জেনে রাখো :
- বুধবার, 4 অক্টোবর এই বিভাগে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে।
- রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থার নাম কী – রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস, স্টকহোম
- এ বছর রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মৌঙ্গি জি বাওয়েন্দি (Moungi G. Bawendi), লুইস ই ব্রুস (Louis E. Brus) ও অ্যালেক্সি আই একিমভ (Alexei I. Ekimov)। কোয়ান্টাম ডটস বা সেমিকন্ডাক্টর ন্যানোক্রিস্টাল কণার আবিষ্কার ও এর সংশ্লেষণ প্রক্রিয়ার বিশ্লেষণের জন্য তাঁদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
[৯] চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থার নাম কী ?
- (ক) রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস, স্টকহোম
- (খ) নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট, অসলো
- (গ) করোলিনস্কা ইনস্টিটিউট, সোলনা
- (ঘ) সুইডিশ একাডেমি, স্টকহোম
উত্তরঃ (গ) করোলিনস্কা ইনস্টিটিউট, সোলনা
[১০] সাহিত্যের ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থার নাম কী ?
- (ক) রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস, স্টকহোম
- (খ) নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট, অসলো
- (গ) করোলিনস্কা ইনস্টিটিউট, সোলনা
- (গ) সুইডিশ একাডেমি, স্টকহোম
উত্তরঃ (গ) সুইডিশ একাডেমি, স্টকহোম
[১১] শান্তির ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থার নাম কী ?
- (ক) নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট, অসলো
- (খ) রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস, স্টকহোম
- (গ) করোলিনস্কা ইনস্টিটিউট, সোলনা
- (ঘ) সুইডিশ একাডেমি, স্টকহোম
উত্তরঃ (ক) নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট, অসলো
[১২] অর্থশাস্ত্রের ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থার নাম কী ?
- (ক) নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট, অসলো
- (খ) রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস, স্টকহোম
- (গ) করোলিনস্কা ইনস্টিটিউট, সোলনা
- (ঘ) সুইডিশ একাডেমি, স্টকহোম
উত্তরঃ (খ) রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস, স্টকহোম
[১৩] দুটি আলাদা আলাদা ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রাপক প্রথম এবং একমাত্র মহিলা কে ?
- (ক) মেরি কুরি
- (খ) ইন্দিরা গান্ধী
- (গ) মালালা ইউসুফজাই
- (ঘ) উপরের কেউ নয়
উত্তরঃ (ক) মেরি কুরি
জেনে রাখো :
- মেরি কুরি ১৯০৩ সালে পদার্থ বিজ্ঞানের জন্য এবং ১৯১১ সালে রসায়ন বিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল ।
[১৪] দুটি আলাদা আলাদা ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রাপক প্রথম পুরুষ কে ?
- (ক) বারাক ওবামা
- (খ) এপিজে আব্দুল কালাম
- (গ) লিনস পলিং
- (ঘ) উপরের কেউ নয়
উত্তরঃ (গ) লিনস পলিং
জেনে রাখো :
- লিনাস পলিং-কে ১৯৫৪ সালে রসায়ন বিজ্ঞানের জন্য এবং ১৯৬২ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয় ।
[১৫] নোবেল পুরস্কার প্রাপক সবথেকে কম বয়সী ব্যক্তি কে ?
- (ক) আবি আহমেদ আলী
- (খ) ইন্দিরা গান্ধী
- (গ) মেরি কুরি
- (ঘ) মালালা ইউসুফজাই
উত্তরঃ (ঘ) মালালা ইউসুফজাই
জেনে রাখো :
- মালালা ইউসুফজাই শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেছে ২০১৪ সালে এবং মালালা ইউসুফজাই পাকিস্তানের নাগরিক ।
[১৬] নোবেল পুরস্কার প্রাপক সবথেকে বেশি বয়সী ব্যক্তি কে ?
- (ক) আবি আহমেদ আলী
- (খ) জন বি গুডেনাফ
- (গ) মেরি কুরি
- (ঘ) ইন্দিরা গান্ধী
উত্তরঃ (খ) জন বি গুডেনাফ
জেনে রাখো :
- জন বি গুডেনাফ ৯৭ বছর বয়সে রসায়ন বিজ্ঞানের ক্ষেত্রে নোবেল পুরস্কার লাভ করেছেন ২০১৯ সালে ।
[১৭] কোনো এক ক্ষেত্রে সবথেকে বেশি কতজন ব্যক্তিকে একসাথে নোবেল পুরস্কার প্রদান করা যায় ?
- (ক) ২
- (খ) ৩
- (গ) ৪
- (ঘ) ৫
উত্তরঃ (খ) ৩
[১৮] প্রথম ভারতীয় হিসেবে কে নোবেল পুরস্কার লাভ করেছিলেন ?
- (ক) এপিজে আব্দুল কালাম
- (খ) ইন্দিরা গান্ধী
- (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
- (ঘ) কে সিভান
উত্তরঃ (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
জেনে রাখো :
- রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের ক্ষেত্রে নোবেল পুরস্কার লাভ করেন ।
- ১৯১৩ সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন ।
- গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন ।
আরো পড়ুন – অস্কার পুরস্কার বিজয়ী 2023