অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণের কারণ – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি নিয়ে ।
এই পৃষ্ঠায়
অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণের কারণ :

আরো পড়ুন – সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য ও কর্মসূচি
অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কী বোঝো :
জাতীয় শিক্ষানীতি 1986-এর অন্যতম গুরুত্বপূর্ণ সুপারিশ হল অপারেশন ব্ল্যাকবাের্ড প্রকল্প প্রণয়ন। প্রাথমিক বিদ্যালয়গুলির দৈন্যদশা দূর করার জন্য এবং সাক্ষরতা প্রসারের কাজকে ত্বরান্বিত করার জন্য কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রকের পক্ষ থেকে এই প্রকল্পটি গ্রহণ করা হয়। এখানে ব্ল্যাকবাের্ড’ শব্দটিকে প্রতীক হিসেবে ধরা হয়েছে। ব্ল্যাকবাের্ড’ শব্দটির দ্বারা প্রাথমিক স্তরের শিক্ষাসহায়ক সবরকম উপাদানকে বােঝানাে হয়।
অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণের কারণ :
সমীক্ষায় দেখা গেছে, বিভিন্ন কমিশন ও কমিটি প্রাথমিক শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে বিভিন্ন সুপারিশ করলেও কার্যক্ষেত্রে তার বাস্তবায়ন খুব বেশি হয়নি। আমাদের দেশে এমন অনেক প্রাথমিক বিদ্যালয় আছে যাদের –
- (ক) বিদ্যালয় গৃহ নেই
- (খ) শিক্ষক-শিক্ষিকার অভাব
- (গ) ন্যূনতম শিক্ষার উপকরণ নেই
- (ঘ) বিদ্যালয়ে বাথরুম নেই
- (ঙ) পানীয় জলের ব্যবস্থা নেই
- (চ) প্রয়োজনের তুলনায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা খুব কম
- (ছ) মেয়েদের জন্য বিশেষ সুযোগ সুবিধার অভাব রয়েছে ।
এইসকল কারণগুলির জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণ করা হয়।
অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণের উদ্দেশ্য :
(১) মান উন্নয়ন :
অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির অন্যতম প্রধান উদ্দেশ্য হল প্রাথমিক বিদ্যালয়গুলির মান উন্নয়ন করা।
(২) উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা :
প্রয়ােজনীয় ক্লাসরুম তৈরি, বসার সুবন্দোবস্ত, শৌচাগার নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা, প্রয়োজনীয় শিক্ষক-শিক্ষিকার ব্যবস্থা রাখা।
(৩) শিক্ষা সহায়ক উপকরণ :
শিক্ষণ পদ্ধতিকে অধিকতর আকর্ষণীয় করে তোলার জন্য শিক্ষা সহায়ক বিভিন্ন উপকরণ যথা – চার্ট, মডেল, চক প্রভৃতি সরবরাহ করা।
(৪) অনুকূল পরিবেশ সৃষ্টি :
বিদ্যালয়ে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে আকর্ষণবোধ করে।
কর্মসূচি :
(১) দুটি বড়াে বড়াে শ্রেণিকক্ষ বরাদ্দ :
এই কর্মসূচিতে প্রথমেই যেটা বলা হয়েছিল তা হল – সব ঋতুতে ব্যবহারের উপযােগী দুটি বড়াে বড়াে শ্রেণিকক্ষ বিদ্যালয়ে অবশ্যই থাকবে।
(২) অন্তত দুজন শিক্ষকের ব্যবস্থা :
প্রত্যেক বিদ্যালয়ে অন্ততপক্ষে দুজন শিক্ষক থাকবেন। এদের মধ্যে একজন অবশ্যই মহিলা হবেন। ধীরে ধীরে প্রত্যেক শ্রেণির জন্য একজন করে শিক্ষকের ব্যবস্থা করা হবে।
(৩) পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা :
প্রতিটি বিদ্যালয়ে ব্যবহারের উপযোগী শৌচাগারের ব্যবস্থা ও পানীয় জলের সুবন্দোবস্ত করতে হবে। সরকার, স্থানীয় স্বায়ত্তশাসন এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলির এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে।
(৪) খেলার সরঞ্জাম :
শিক্ষার্থীদের শারীরিক বিকাশের জন্য খেলার ব্যবস্থাও করতে হবে। যেমন – রাবারের বল, ফুটবল, ভলিবল ইত্যাদি সরঞ্জাম রাখা প্রয়োজন।
(৫) প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ :
শিক্ষার জন্য প্রয়ােজনীয় শিক্ষা সহায়ক উপকরণের ব্যবস্থা করতে হবে। যথা – ব্লাকবোর্ড, চক, ডাস্টার, চার্ট, মডেল, মানচিত্র প্রভৃতি।
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য এই সকল ব্যবস্থা অবিলম্বে করতে হবে। অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিদ্যালয় পরিকাঠামো উন্নত ছিল না, বিদ্যালয় কাঠামোর মানোন্নয়ন করে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করাই ছিল এর মূল উদ্দেশ্য।
আরো পড়ুন – মূক ও বধির শিশুদের শিক্ষাদান পদ্ধতি
ভিডিও দেখতে ক্লিক করুন – www.youtube.com/@DRMonojog
পিডিএফ পেতে ভিজিট করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল – DR Monojog63
FAQs On – অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কী বোঝো
জাতীয় শিক্ষানীতি 1986-এর অন্যতম গুরুত্বপূর্ণ সুপারিশ হল অপারেশন ব্ল্যাকবাের্ড প্রকল্প প্রণয়ন। প্রাথমিক বিদ্যালয়গুলির দৈন্যদশা দূর করার জন্য এবং সাক্ষরতা প্রসারের কাজকে ত্বরান্বিত করার জন্য কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রকের পক্ষ থেকে এই প্রকল্পটি গ্রহণ করা হয়। এখানে ব্ল্যাকবাের্ড’ শব্দটিকে প্রতীক হিসেবে ধরা হয়েছে। ব্ল্যাকবাের্ড’ শব্দটির দ্বারা প্রাথমিক স্তরের শিক্ষাসহায়ক সবরকম উপাদানকে বােঝানাে হয়।
সমীক্ষায় দেখা গেছে, বিভিন্ন কমিশন ও কমিটি প্রাথমিক শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে বিভিন্ন সুপারিশ করলেও কার্যক্ষেত্রে তার বাস্তবায়ন খুব বেশি হয়নি। আমাদের দেশে এমন অনেক প্রাথমিক বিদ্যালয় আছে যাদের –
(ক) বিদ্যালয় গৃহ নেই
(খ) শিক্ষক-শিক্ষিকার অভাব
(গ) ন্যূনতম শিক্ষার উপকরণ নেই
(ঘ) বিদ্যালয়ে বাথরুম নেই
(ঙ) পানীয় জলের ব্যবস্থা নেই
(চ) প্রয়োজনের তুলনায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা খুব কম
(ছ) মেয়েদের জন্য বিশেষ সুযোগ সুবিধার অভাব রয়েছে ।
এইসকল কারণগুলির জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণ করা হয়।
(১) মান উন্নয়ন :
অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির অন্যতম প্রধান উদ্দেশ্য হল প্রাথমিক বিদ্যালয়গুলির মান উন্নয়ন করা।
(২) উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা :
প্রয়ােজনীয় ক্লাসরুম তৈরি, বসার সুবন্দোবস্ত, শৌচাগার নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা, প্রয়োজনীয় শিক্ষক-শিক্ষিকার ব্যবস্থা রাখা।
(৩) শিক্ষা সহায়ক উপকরণ :
শিক্ষণ পদ্ধতিকে অধিকতর আকর্ষণীয় করে তোলার জন্য শিক্ষা সহায়ক বিভিন্ন উপকরণ যথা – চার্ট, মডেল, চক প্রভৃতি সরবরাহ করা।
(৪) অনুকূল পরিবেশ সৃষ্টি :
বিদ্যালয়ে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে আকর্ষণবোধ করে।