পাল্টে যাওয়া নাম 2023

পাল্টে যাওয়া নাম 2023 – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম ২০২৩ সালে পরিবর্তন হয়ে যাওয়া কিছু বিষয় নিয়ে ।

পাল্টে যাওয়া নাম 2023 :

পাল্টে যাওয়া নাম 2023

আরো পড়ুন – বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা

পরিবর্তিত নাম 2023 :

[১] সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘Twitter’-এর লোগো সম্প্রতি পরিবর্তন করে কী রাখা হয়েছে ?

  • (ক) Z
  • (খ) X
  • (গ) W
  • (ঘ) U

উত্তরঃ (খ) X ( আগে টুইটারের লোগো ছিল নীল রঙের পাখি )

[২] রাষ্ট্রপতি ভবনে নির্মিত মুঘল উদ্যানের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে ?

  • (ক) Republic garden
  • (খ) Amrit Garden
  • (গ) Atal udyan
  • (ঘ) President’s Garden

উত্তরঃ (খ) Amrit Garden

[৩] সম্প্রতি কেন্দ্রীয় সরকারের দেওয়া রাজপথ ভবনের নতুন নাম কী ?

  • (ক) Bapu Path
  • (খ) Gandhi Path
  • (গ) Sardar Path
  • (ঘ) Kartavya Path

উত্তরঃ ঘ) Kartavya Path

[৪] সম্প্রতি WHO মাঙ্কিপক্সের নতুন কী নামকরণ করেছে ?

  • (ক) Mpox
  • (খ) Monpox
  • (গ) Menpox
  • (গ) Kikpox

উত্তরঃ (ক) Mpox

[৫] কোন রাজ্য সরকার নিজের রাজ্যের জেলার নাম বদল করে ‘সুধার গৃহ’ করেছে ?

  • (ক) তেলেঙ্গানা
  • (খ) ঝাড়খন্ড
  • (গ) মনিপুর
  • (ঘ) উত্তর প্রদেশ

উত্তরঃ (ঘ) উত্তর প্রদেশ

[৬] মহারাষ্ট্রের আহমদনগর শহরটির নাম পাল্টে কী রাখা হয়েছে ?

  • (ক) অহিল্যা নগর
  • (খ) সম্ভাজিনগর
  • (গ) ধারাশিব
  • (ঘ) উসমানাবাদ

উত্তরঃ (ক) অহিল্যা নগর

[৭] নরেন্দ্র মোদী মার্গ এই রাস্তাটি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে ?

  • (ক) উত্তরাখন্ড
  • (খ) উত্তর প্রদেশ
  • (গ) গুজরাট
  • (ঘ) সিকিম

উত্তরঃ (ঘ) সিকিম ( সাল – ২০২১, ডিসেম্বর । আগে এই রাস্তাটির নাম ছিল – জহরলাল নেহেরু রোড )

[৮] সম্প্রতি উত্তর প্রদেশ সরকার মাইনপুর সৈনিক বিদ্যালয়ের নামকরণ করেছে কার নামে ?

  • (ক) বিপিন রাওয়াত
  • (খ) অটল বিহারি বাজপেয়ী
  • (গ) নীরজ চোপড়া
  • (ঘ) সুষমা স্বরাজ

উত্তরঃ (ক) বিপিন রাওয়াত ( জেনারেল বিপিন রাওয়াত ছিলেন ভারতের প্রথম ‘সি ডি এস’ অফিসার । তিনি ২০২২ সালে পদ্ম বিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন । হেলিকপ্টার – Mi17v5। অরুণাচল প্রদেশের কিবিথু মিলিটারি ক্যাম্পের নতুন নাম রাখা হয়েছে – জেনারেল বিপিন রাওয়াত মিলিটারি গ্যারিসন )

[৯] সম্প্রতি ফেড কাপ অফ টেনিসের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে ?

  • (ক) Smash Cup
  • (খ) Billie Jean King Cup
  • (গ) Roger cup
  • (ঘ) Hugo Cup

উত্তরঃ (খ) Billie Jean King Cup ( ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন ফেড কাপ এই নতুন নামকরণ করেছে )

[১০] লোকসভা টিভি এবং রাজ্যসভা টিভি একত্রিত করে বর্তমানে কোন চ্যানেল চালু করা হয়েছে ?

  • (ক) বিজেপি টিভি
  • (খ) সংবিধান টিভি
  • (গ) সংসদ টিভি
  • (ঘ) ডিবেট টিভি

উত্তরঃ (গ) সংসদ টিভি ( সংসদ টিভির CEO – উৎপল কুমার সিং)

[১১] Facebook Cryptocurrency Libra – এর নতুন নাম কী ?

  • (ক) META
  • (খ) DIEM
  • (গ) Mark
  • (ঘ) Feco

উত্তরঃ (খ) DIEM

[১২] সম্প্রতি কেন্দ্রীয় সরকার ব্যাঙ্ক বোর্ডের ব্যুরোর নাম কী করেছে ?

  • (ক) Banks of bank
  • (খ) Central Board bureau
  • (গ) Financial Service Institution Bureau
  • (ঘ) PM Bank

উত্তরঃ (গ) Financial Service Institution Bureau (চেয়ারম্যান – ভানু প্রতাপ সিং )

[১৩] TATA গোষ্ঠীর দেশের শীর্ষস্থানীয় DTH কোম্পানি Tata Sky – এর নতুন নাম কি রাখা হয়েছে ?

  • (ক) টাটা প্লে
  • (খ) টাটা অল
  • (গ) টাটা ইন্ডিয়া
  • (ঘ) টাটা ওয়ার্ল্ড

উত্তরঃ (ক) টাটা প্লে

[১৪] মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ জেলার নতুন নামকরণ কী করা হয়েছে ?

  • (ক) অটলপুর
  • (খ) হোসাঙ্গাপুর
  • (গ) নর্মদাপুরম
  • (ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (গ) নর্মদাপুরম ( হোসাঙ্গাবাদ জেলাটি নর্মদা নদীর দক্ষিণ তীরে অবস্থিত হওয়ায় এই জেলাটির নাম নর্মদাপুরম)

[১৫] তুর্কি দেশের নতুন নাম কী করা হয়েছে ?

  • (ক) Turkistan
  • (খ) Turkiye
  • (গ) nation of Islam
  • (ঘ) Istanbul

উত্তরঃ (খ) Turkiye

[১৬] গুজরাটের কেভাডিয়া রেলওয়ে স্টেশনের নতুন নাম কী রাখা হয়েছে ?

  • (ক) একতা নগর রেলওয়ে স্টেশন
  • (খ) অটল নাগার রেলওয়ে স্টেশন
  • (গ) মোদী নগর রেলওয়ে স্টেশন
  • (ঘ) সুষমা নাগার রেলওয়ে স্টেশন

উত্তরঃ (ক) একতা নগর রেলওয়ে স্টেশন ( বিশ্বের সবচেয়ে উঁচু স্ট্যাচু ‘স্ট্যাচু অফ ইউনিটি’ , যেটি সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্ট্যাচু সেটি এই কেভাডিয়া জেলাতে অবস্থিত )

[১৭] জিম করবেট টাইগার রিজার্ভের নতুন নাম কি রাখা হয়েছে ?

  • (ক) অটল ন্যাশনাল পার্ক
  • (খ) গঙ্গা ন্যাশনাল পার্ক
  • (গ) রাজাজি ন্যাশনাল পার্ক
  • (ঘ) রামগঙ্গা ন্যাশনাল পার্ক

উত্তরঃ (ঘ) রামগঙ্গা ন্যাশনাল পার্ক

[১৮] কোন রাজ্যের সরকার ড্রাগন ফলের নাম পরিবর্তন করে ‘কমলম ফল’ রাখার কথা ঘোষণা করেছে ?

  • (ক) গুজরাট
  • (খ) হরিয়ানা
  • (গ) মহারাষ্ট্র
  • (ঘ) পাঞ্জাব

উত্তরঃ (ক) গুজরাট

আরো পড়ুন – ভারতীয় রেলের জোন ও সদর দপ্তর

মন্তব্য করুন