পত্তি শ্রীরামালু স্মরণীয় কেন

পত্তি শ্রীরামালু স্মরণীয় কেন – স্বাধীনতার পর ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা হলে অন্ধ্র অঞ্চলে ভাষাভিত্তিক প্রদেশ গঠনের দাবিতে আমরণ অনশন করে স্মরণীয় হয়ে আছেন পত্তি শ্রীরামালু ।

পত্তি শ্রীরামালু স্মরণীয় কেন :

পত্তি শ্রীরামালু স্মরণীয় কেন

আরো পড়ুন – কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা

পত্তি শ্রীরামালু বিখ্যাত কেন :

ভূমিকা :

স্বাধীনতার পর ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা হলে অন্ধ্র অঞ্চলে ভাষাভিত্তিক প্রদেশ গঠনের দাবিতে আমরণ অনশন করে স্মরণীয় হয়ে আছেন পত্তি শ্রীরামালু ।

পত্তি শ্রীরামালু স্মরণীয় কারণ :

পট্টি শ্রীরামালু যেসব কারণে আজও অন্ধ্রবাসীর মনে স্মরণীয় হয়ে আছেন সেগুলি হল নিম্নরূপ –

(ক) পত্তি শ্রীরামালুর অনশন :

তামিলভাষী মাদ্রাজ প্রেসিডেন্সি থেকে তেলেগুভাষী অন্ধ্র অঞ্চলের পৃথকীকরণের দাবি ওঠে । ভারত সরকার ওই দাবি অগ্রাহ্য করলে গান্ধীবাদী নেতা পত্তি শ্রীরামালু এই দাবির সমর্থনে অনশন শুরু করেন ।

এবং ১৯৫২ খ্রি: ১৯ শে অক্টবর ৫৮ দিন অনশনের ফলে মৃত্যুবরণ করেন ।

(খ) অন্ধ্রপ্রদেশ-এর দাবিতে প্রবল বিক্ষোভ :

৫৮ দিন অনশনের পর পত্তি শ্রীরামালু মৃত্যুবরণ করলে , তাঁর মৃত্যুর পর অন্ধ্রপ্রদেশের দাবিতে প্রবল বিক্ষোভ শুরু হয় ।

(গ) ভারত সরকারের সিদ্ধান্ত :

ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে জনতা প্রবল বিক্ষোভে ফেটে পড়লে ভারত সরকার ১৮ই ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ নামে রাজ্য গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে ।

এবং ১৯৫৩ খ্রি: ১লা অক্টবর অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় ।

পত্তি শ্রীরামালুর আন্দোলনের ফলাফল :

(ক) পত্তি শ্রীরামালুর মৃত্যুর পর ভারতের কেন্দ্রীয় সরকার পৃথক অন্ধ্রপ্রদেশ গঠনের সিদ্ধান্ত নেয় ।

(খ) এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সৈয়দ ফজল আলি , হৃদয়নাথ কুঞ্জরু , কে এম পানিক্কর-কে নিয়ে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে ।

(গ) এই ঘটনা পরে মহারাষ্ট্র ও গুজরাট এবং পাঞ্জাব, হরিয়ানা, ও হিমাচল প্রদেশ গঠনের ক্ষেত্রেও প্রভাব ফেলে ।

মূল্যায়ন :

ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে পত্তি শ্রীরামালুকে অমরজীবী উপাধি দেওয়া হয় । ভাষাভিত্তিক স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ রাজ্যগঠনে তাঁর এই প্রয়াস অনস্বীকার্য ।

আরো পড়ুন – বাংলায় নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ

FAQs On পত্তি শ্রীরামালু স্মরণীয় কেন

পত্তি শ্রীরামালু বিখ্যাত কেন ?

স্বাধীনতার পর ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা হলে অন্ধ্র অঞ্চলে ভাষাভিত্তিক প্রদেশ গঠনের দাবিতে আমরণ অনশন করে স্মরণীয় হয়ে আছেন পত্তি শ্রীরামালু ।

পত্তি শ্রীরামালু কে ছিলেন ?

স্বাধীনতার পর ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা হলে অন্ধ্র অঞ্চলে ভাষাভিত্তিক প্রদেশ গঠনের দাবিতে আমরণ অনশন করে স্মরণীয় হয়ে আছেন পত্তি শ্রীরামালু ।

মন্তব্য করুন