পত্তি শ্রীরামালু স্মরণীয় কেন – স্বাধীনতার পর ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা হলে অন্ধ্র অঞ্চলে ভাষাভিত্তিক প্রদেশ গঠনের দাবিতে আমরণ অনশন করে স্মরণীয় হয়ে আছেন পত্তি শ্রীরামালু ।
এই পৃষ্ঠায়
পত্তি শ্রীরামালু স্মরণীয় কেন :
আরো পড়ুন – কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা
পত্তি শ্রীরামালু বিখ্যাত কেন :
ভূমিকা :
স্বাধীনতার পর ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা হলে অন্ধ্র অঞ্চলে ভাষাভিত্তিক প্রদেশ গঠনের দাবিতে আমরণ অনশন করে স্মরণীয় হয়ে আছেন পত্তি শ্রীরামালু ।
পত্তি শ্রীরামালু স্মরণীয় কারণ :
পট্টি শ্রীরামালু যেসব কারণে আজও অন্ধ্রবাসীর মনে স্মরণীয় হয়ে আছেন সেগুলি হল নিম্নরূপ –
(ক) পত্তি শ্রীরামালুর অনশন :
তামিলভাষী মাদ্রাজ প্রেসিডেন্সি থেকে তেলেগুভাষী অন্ধ্র অঞ্চলের পৃথকীকরণের দাবি ওঠে । ভারত সরকার ওই দাবি অগ্রাহ্য করলে গান্ধীবাদী নেতা পত্তি শ্রীরামালু এই দাবির সমর্থনে অনশন শুরু করেন ।
এবং ১৯৫২ খ্রি: ১৯ শে অক্টবর ৫৮ দিন অনশনের ফলে মৃত্যুবরণ করেন ।
(খ) অন্ধ্রপ্রদেশ-এর দাবিতে প্রবল বিক্ষোভ :
৫৮ দিন অনশনের পর পত্তি শ্রীরামালু মৃত্যুবরণ করলে , তাঁর মৃত্যুর পর অন্ধ্রপ্রদেশের দাবিতে প্রবল বিক্ষোভ শুরু হয় ।
(গ) ভারত সরকারের সিদ্ধান্ত :
ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে জনতা প্রবল বিক্ষোভে ফেটে পড়লে ভারত সরকার ১৮ই ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ নামে রাজ্য গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে ।
এবং ১৯৫৩ খ্রি: ১লা অক্টবর অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় ।
পত্তি শ্রীরামালুর আন্দোলনের ফলাফল :
(ক) পত্তি শ্রীরামালুর মৃত্যুর পর ভারতের কেন্দ্রীয় সরকার পৃথক অন্ধ্রপ্রদেশ গঠনের সিদ্ধান্ত নেয় ।
(খ) এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সৈয়দ ফজল আলি , হৃদয়নাথ কুঞ্জরু , কে এম পানিক্কর-কে নিয়ে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে ।
(গ) এই ঘটনা পরে মহারাষ্ট্র ও গুজরাট এবং পাঞ্জাব, হরিয়ানা, ও হিমাচল প্রদেশ গঠনের ক্ষেত্রেও প্রভাব ফেলে ।
মূল্যায়ন :
ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে পত্তি শ্রীরামালুকে অমরজীবী উপাধি দেওয়া হয় । ভাষাভিত্তিক স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ রাজ্যগঠনে তাঁর এই প্রয়াস অনস্বীকার্য ।
আরো পড়ুন – বাংলায় নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ
FAQs On পত্তি শ্রীরামালু স্মরণীয় কেন
স্বাধীনতার পর ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা হলে অন্ধ্র অঞ্চলে ভাষাভিত্তিক প্রদেশ গঠনের দাবিতে আমরণ অনশন করে স্মরণীয় হয়ে আছেন পত্তি শ্রীরামালু ।
স্বাধীনতার পর ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা হলে অন্ধ্র অঞ্চলে ভাষাভিত্তিক প্রদেশ গঠনের দাবিতে আমরণ অনশন করে স্মরণীয় হয়ে আছেন পত্তি শ্রীরামালু ।