পর্যায় সারণি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম পর্যায় সারণি থেকে সেরা ৫০টি প্রশ্ন নিয়ে ।
এই পৃষ্ঠায় [hide]
- 1 পর্যায় সারণি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- 2 পর্যায় সারণির গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর :
- 2.1 [১] মেন্ডেলিভের পর্যায় সারণিতে শ্রেণী সংখ্যা কয়টি ?
- 2.2 [২] পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতা কে ?
- 2.3 [৩] মেন্ডেলিভের পর্যায় সারণিতে কয়টি পর্যায় আছে ?
- 2.4 [৪] মেন্ডেলিভের পর্যায় সারণিতে নিষ্ক্রিয় মৌলগুলির অবস্থান কোথায় ?
- 2.5 [৫] পর্যায় সারণিতে প্রথম পর্যায়ে মৌলের সংখ্যা কয়টি ?
- 2.6 [৬] পর্যায় সারণিতে দ্বিতীয় পর্যায়ে কয়টি মৌল রয়েছে ?
- 2.7 [৭] বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কয়টি ?
- 2.8 [৮] পর্যায় সারণিতে বিরল মৃত্তিকা মৌলগুলির অবস্থান কোথায় রয়েছে ?
- 2.9 [৯] আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণী সংখ্যা কয়টি ?
- 2.10 [১০] আধুনিক পর্যায় সারণিতে নোবেল গ্যাসগুলির অবস্থান কোথায় ?
- 2.11 [১১] হ্যালোজেন মৌলগুলি আধুনিক দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণীতে অবস্থিত ?
- 2.12 [১২] পর্যায় সারণির কোন শ্রেণীতে ক্ষার ধাতুগুলি অবস্থান করছে ?
- 2.13 [১৩] একাধিক যোজ্যতা দেখা যায় –
- 2.14 [১৪] কোন হ্যালোজেন মৌলটি কঠিন ?
- 2.15 [১৫] ২ নং পর্যায়ের তীব্র জারণধর্মী মৌল কোনটি ?
- 2.16 [১৬] ত্রয়ী সূত্রের আবিষ্কর্তা কে ?
- 2.17 [১৭] আধুনিক পর্যায় সূত্রের ধারণা কে দেন ?
- 2.18 [১৮] আধুনিক পর্যায় সারণিতে মৌলসমূহকে সাজানো হয়েছে –
- 2.19 [১৯] নিচের কোনটির ইলেকট্রন বিন্যাস ২,৮,৭ ?
- 2.20 [২০] মুদ্রা ধাতুগুলি নিচের কোন গ্ৰুপে অবস্থিত ?
- 2.21 [২১] সবচেয়ে হালকা ধাতুটি পর্যায় সারণির কোন শ্রেণীতে অবস্থিত ?
পর্যায় সারণি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন :

আরো পড়ুন – বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান
পর্যায় সারণির গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর :
[১] মেন্ডেলিভের পর্যায় সারণিতে শ্রেণী সংখ্যা কয়টি ?
- (ক) ৮ টি
- (খ) ৯ টি
- (গ) ১৭ টি
- (ঘ) ১০ টি
উত্তরঃ (খ) ৯ টি
জেনে রাখো :
- মেন্ডেলিভের পর্যায় সারণিতে পর্যায় সংখ্যা – ৭ টি ।
- মেন্ডেলিভের আধুনিক পর্যায় সারণিতে ১৮ টি শ্রেণী এবং ৭ টি পর্যায় ।
[২] পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতা কে ?
- (ক) জন ডোবেরিনার
- (খ) লোথারমেয়ার
- (গ) ডালটন
- (ঘ) মেন্ডেলিভ
উত্তরঃ (ঘ) মেন্ডেলিভ
জেনে রাখো :
- মেন্ডেলিভ যখন পর্যায় সূত্র তৈরি করেছিলেন তখন মৌলের সংখ্যা ছিল ৬৩ টি ।
- কিন্তু বর্তমানে ১১৮ টি মৌল রয়েছে ।
- মেন্ডেলিভ প্রথমে পর্যায় সারণিটিকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়েছিলেন ।
- কিন্তু বর্তমানে যে পর্যায় সারণি আছে সেটি পারমাণবিক গুরুত্ব অনুযায়ী নেই পারমাণবিক সংখ্যা অনুযায়ী ।
[৩] মেন্ডেলিভের পর্যায় সারণিতে কয়টি পর্যায় আছে ?
- (ক) ৭ টি
- (খ) ৮ টি
- (গ) ৯ টি
- (ঘ) ১০টি
উত্তরঃ (ক) ৭ টি
[৪] মেন্ডেলিভের পর্যায় সারণিতে নিষ্ক্রিয় মৌলগুলির অবস্থান কোথায় ?
- (ক) VIII শ্রেণী
- (খ) IA শ্রেণী
- (গ) শূন্য শ্রেণী
- (ঘ) কোনো অবস্থান নেই
উত্তরঃ (গ) শূন্য শ্রেণী
জেনে রাখো :
- নিষ্ক্রিয় মৌলগুলি হল – হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপ্টন (Kr), জেনন (Xe), রেডন (Rn)
- কেন এরা নিষ্ক্রিয় মৌল ? – কারণ এদের সর্ববহিস্থ কক্ষে ৮ টি করে ইলেকট্রন থাকে এবং এই মৌলগুলি অন্য্ কোনো মৌলের সঙ্গে কোনোরকম বিক্রিয়া করেনা ।
- কিন্তু আধুনিক পর্যায় সারণিতে নিষ্ক্রিয় মৌলগুলিকে ১৮ নং শ্রেণীতে অবস্থান দেওয়া হয়েছে ।
[৫] পর্যায় সারণিতে প্রথম পর্যায়ে মৌলের সংখ্যা কয়টি ?
- (ক) ৭ টি
- (খ) ৮ টি
- (গ) ২ টি
- (ঘ) ১০ টি
উত্তরঃ (গ) ২ টি
জেনে রাখো :
- প্রথম পর্যায়ে অবস্থিত দুটি মৌল হল – হাইড্রোজেন এবং হিলিয়াম ।
[৬] পর্যায় সারণিতে দ্বিতীয় পর্যায়ে কয়টি মৌল রয়েছে ?
- (ক) ২ টি
- (খ) ৬ টি
- (গ) ৮ টি
- (ঘ) ১০ টি
উত্তরঃ (গ) ৮ টি
জেনে রাখো :
- দ্বিতীয় পর্যায়ে যেমন ৮ টি মৌল রয়েছে তেমনি তৃতীয় পর্যায়েও ৮ টি মৌল রয়েছে ।
[৭] বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কয়টি ?
- (ক) ১২ টি
- (খ) ১৩ টি
- (গ) ১৪ টি
- (ঘ) ১৫ টি
উত্তরঃ (গ) ১৪ টি
[৮] পর্যায় সারণিতে বিরল মৃত্তিকা মৌলগুলির অবস্থান কোথায় রয়েছে ?
- (ক) চতুর্থ পর্যায়ে
- (খ) পঞ্চম পর্যায়ে
- (গ) ষষ্ঠ পর্যায়ে
- (ঘ) সপ্তম পর্যায়ে
উত্তরঃ (গ) ষষ্ঠ পর্যায়ে
[৯] আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণী সংখ্যা কয়টি ?
- (ক) ৭ টি
- (খ) ৯ টি
- (গ) ১৮ টি
- (ঘ) ১০ টি
উত্তরঃ (গ) ১৮ টি
[১০] আধুনিক পর্যায় সারণিতে নোবেল গ্যাসগুলির অবস্থান কোথায় ?
- (ক) শূন্য শ্রেণীতে
- (খ) ১০ নং শ্রেণীতে
- (গ) ১২ নং শ্রেণীতে
- (ঘ) ১৮ নং শ্রেণীতে
উত্তরঃ (ঘ) ১৮ নং শ্রেণীতে
[১১] হ্যালোজেন মৌলগুলি আধুনিক দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণীতে অবস্থিত ?
- (ক) ১০ নং
- (খ) ১৭ নং
- (গ) ৭ নং
- (ঘ) ১৮ নং
উত্তরঃ (খ) ১৭ নং
জেনে রাখো :
- হ্যালোজেন মৌলগুলি হল – ফ্লুরিন (F), ক্লোরিন (Cl), ব্রোমিন (Br), আয়োডিন (I), এবং অ্যাস্টাটিন (At)।
- হ্যালোজেন মৌলগুলি হল তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল ।
- হ্যালোজেন মৌলগুলির মধ্যে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হল – ফ্লুরিন ।
[১২] পর্যায় সারণির কোন শ্রেণীতে ক্ষার ধাতুগুলি অবস্থান করছে ?
- (ক) ১ নং
- (খ) ২ নং
- (গ) ৩ নং
- (ঘ) ৪ নং
উত্তরঃ (ক) ১ নং
জেনে রাখো :
- ক্ষার ধাতুগুলি হল – লিথিয়াম(Li) , সোডিয়াম (Na) , পটাশিয়াম(K), রুবিডিয়াম(Rb), সিজিয়াম(Cs) এবং ফ্রানসিয়াম(Fr)
[১৩] একাধিক যোজ্যতা দেখা যায় –
- (ক) ক্ষার ধাতুর
- (খ) ক্ষারীয় মৃত্তিকা ধাতুর
- (গ) হ্যালোজেনের
- (ঘ) সন্ধিগত মৌলের
উত্তরঃ (ঘ) সন্ধিগত মৌলের
[১৪] কোন হ্যালোজেন মৌলটি কঠিন ?
- (ক) আয়োডিন
- (খ) ক্লোরিন
- (গ) ব্রোমিন
- (ঘ) ফ্লুরিন
উত্তরঃ (ক) আয়োডিন
[১৫] ২ নং পর্যায়ের তীব্র জারণধর্মী মৌল কোনটি ?
- (ক) O
- (খ) Cl
- (গ) F
- (ঘ) Br
উত্তরঃ (গ) F
[১৬] ত্রয়ী সূত্রের আবিষ্কর্তা কে ?
- (ক) মেন্ডেলিভ
- (খ) ডোবেরিনার
- (গ) লোথারমেয়ার
- (ঘ) মোজলে
উত্তরঃ (খ) ডোবেরিনার
জেনে রাখো :
- ত্রয়ী সূত্র – রাসায়নিক ধর্মের মধ্যে সাদৃশ্য আছে এমন তিনটি মৌলকে পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজালে মাঝেরটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটির পারমাণবিক গুরুত্বের গড় হয়।
[১৭] আধুনিক পর্যায় সূত্রের ধারণা কে দেন ?
- (ক) মেন্ডেলিভ
- (খ) ডোবেরিনার
- (গ) লোথারমেয়ার
- (ঘ) মোজলে
উত্তরঃ (ঘ) মোজলে
[১৮] আধুনিক পর্যায় সারণিতে মৌলসমূহকে সাজানো হয়েছে –
- (ক) ভরের বৃদ্ধি অনুসারে
- (খ) আয়তনের বৃদ্ধি অনুসারে
- (গ) পারমাণবিক গুরুত্ব বৃদ্ধি অনুসারে
- (ঘ) পারমাণবিক সংখ্যা বৃদ্ধি অনুসারে
উত্তরঃ (ঘ) পারমাণবিক সংখ্যা বৃদ্ধি অনুসারে
[১৯] নিচের কোনটির ইলেকট্রন বিন্যাস ২,৮,৭ ?
- (ক) ক্ষারধাতু
- (খ) ক্ষারীয় মৃত্তিকা ধাতু
- (গ) নিষ্ক্রিয় গ্যাস
- (ঘ) হ্যালোজেন মৌল
উত্তরঃ (ঘ) হ্যালোজেন মৌল
[২০] মুদ্রা ধাতুগুলি নিচের কোন গ্ৰুপে অবস্থিত ?
- (ক) ১
- (খ) ১১
- (গ) ১৭
- (ঘ) ১৮
উত্তরঃ (খ) ১১
জেনে রাখো :
- গ্রুপ 11 বা IB এর Cu, Ag, Au মৌলগুলোকে মুদ্রা ধাতু বলা হয়। এগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হতো। এখন এটি তেমন প্রচলিত নয়।
[২১] সবচেয়ে হালকা ধাতুটি পর্যায় সারণির কোন শ্রেণীতে অবস্থিত ?
- (ক) ১৮
- (খ) ১৭
- (গ) ১৩
- (ঘ) ১
উত্তরঃ (ঘ) ১
আরো পড়ুন – বিভিন্ন ভৌত রাশির একক তালিকা