বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান

বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান নিয়ে ।

বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান :

বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান

আরো পড়ুন – রক্তকণিকা সম্পর্কিত জিকে প্রশ্নোত্তর

বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH :

pH কি :

pH হল হাইড্রোজেন আয়নের সক্রিয়তার পরিমাপ । অম্ল ও ক্ষারের জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা প্রকাশের জন্য pH স্কেল ব্যবহার করা হয়।

জেনে রাখো :

  • pH মান আবিষ্কৃত হয়েছিল 1909 সালে ।
  • pH মান এর আবিষ্কারক হলেন সোরেনসেন । 
  • pH মানের সম্পূর্ণ নাম পাওয়ার অফ হাইড্রোজেন ।

pH লেখার নিয়ম :

pH লেখার সময় p ছােট হাতের আর H বড় হাতের লেখা হয় ।

pH এর স্কেল কত ?

pH স্কেলের পরিধি 0 থেকে 14 ।

জেনে রাখো :

  • pH -এর মান 7 হলে তা প্রশম ।
  • pH মাত্রা 7-এর কম হলে তা অম্লিক বা অ্যাসিটিক।
  • pH মাত্রা 7-এর বেশি হলে তা ক্ষারীয়।
নং পদার্থ/দ্রবণpH মান
বিশুদ্ধ জল৭.০
মানুষের রক্ত৭.৩-৭.৫
মানুষের মূত্র৬.০
চোখের জল৪.৮-৭.৫
মানুষের লালারস৬.৫-৭.৫
উর্বর মৃত্তিকা৬.৫-৭.০
প্রশমিত মৃত্তিকা৭.০
ভিনিগার২.৯
টমেটো৪.০-৪.৫
১০গরুর দুধ৬.৪
১১চুন১.৮-২.০
১২ফলের জেলি২.৮-৩.৪
১৩স্ট্রবেরী৩.০-৩.৫
১৪কফি৫.০
১৫চা৫.৫
১৬মাখন৬.১-৬.৪
১৭ডিমের সাদা অংশ৭.৬-৮.০
১৮চুন জল১২.০
১৯বৃষ্টির জল৫.৬-৬.০
২০সমুদ্রের জল৭.৫-৮.৫
২১গ্যাস্ট্রিক রস১.০
২২লেবুর রস২.২-২.৪
২৩আপেলের রস২.৯-৩.৩
২৪দাঁতের মাজন৮.০
২৫বিয়ার৪.৫
২৬কমলার শরবত৩.৭
২৭বেকিং সোডা৮.৩
২৮ব্যাটারির অ্যাসিড১.০
২৯লন্ড্রির অ্যামোনিয়া১১.০
৩০সালফিউরিক অ্যাসিড
৩১আচার ৩.৫-৩.৯
৩২শ‍্যাম্পু৭-১০
৩৩হেলদি স্কিন৫.৫
৩৪কলা ৪.৫-৫.২
৩৫লবন

আরো পড়ুন – বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম তালিকা

FAQs On – বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH

বিশুদ্ধ জলের pH এর মান কত ?

বিশুদ্ধ জলের pH এর মান ৭.০ ।

মানুষের রক্তের pH এর মান কত ?

মানুষের রক্তের pH এর মান ৭.৩-৭.৫ ।

মানুষের মূত্রের pH কত ?

মানুষের মূত্রের pH  ৬.০ ।

মানুষের লালারসের pH -এর মান কত ? 

মানুষের লালারসের pH -এর মান ৬.৫-৭.৫ ।

উর্বর মাটির pH এর মান কত ? 

উর্বর মাটির pH এর মান ৬.৫-৭.০ ।

চুন জলের pH মান কত ?

চুন জলের pH মান ১২.০ ।

বৃষ্টির জলের pH মান কত ?

বৃষ্টির জলের pH মান ৫.৬-৬.০ ।

চা এর pH মান কত ?

চা এর pH মান ৫.৫ ।

লবনের ph কত ?

লবনের ph মান ৭ ।

“বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান”-এ 3-টি মন্তব্য

মন্তব্য করুন