বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান নিয়ে ।
এই পৃষ্ঠায়
বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান :
আরো পড়ুন – রক্তকণিকা সম্পর্কিত জিকে প্রশ্নোত্তর
বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH :
pH কি :
pH হল হাইড্রোজেন আয়নের সক্রিয়তার পরিমাপ । অম্ল ও ক্ষারের জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা প্রকাশের জন্য pH স্কেল ব্যবহার করা হয়।
জেনে রাখো :
- pH মান আবিষ্কৃত হয়েছিল 1909 সালে ।
- pH মান এর আবিষ্কারক হলেন সোরেনসেন ।
- pH মানের সম্পূর্ণ নাম পাওয়ার অফ হাইড্রোজেন ।
pH লেখার নিয়ম :
pH লেখার সময় p ছােট হাতের আর H বড় হাতের লেখা হয় ।
pH এর স্কেল কত ?
pH স্কেলের পরিধি 0 থেকে 14 ।
জেনে রাখো :
- pH -এর মান 7 হলে তা প্রশম ।
- pH মাত্রা 7-এর কম হলে তা অম্লিক বা অ্যাসিটিক।
- pH মাত্রা 7-এর বেশি হলে তা ক্ষারীয়।
নং | পদার্থ/দ্রবণ | pH মান |
---|---|---|
১ | বিশুদ্ধ জল | ৭.০ |
২ | মানুষের রক্ত | ৭.৩-৭.৫ |
৩ | মানুষের মূত্র | ৬.০ |
৪ | চোখের জল | ৪.৮-৭.৫ |
৫ | মানুষের লালারস | ৬.৫-৭.৫ |
৬ | উর্বর মৃত্তিকা | ৬.৫-৭.০ |
৭ | প্রশমিত মৃত্তিকা | ৭.০ |
৮ | ভিনিগার | ২.৯ |
৯ | টমেটো | ৪.০-৪.৫ |
১০ | গরুর দুধ | ৬.৪ |
১১ | চুন | ১.৮-২.০ |
১২ | ফলের জেলি | ২.৮-৩.৪ |
১৩ | স্ট্রবেরী | ৩.০-৩.৫ |
১৪ | কফি | ৫.০ |
১৫ | চা | ৫.৫ |
১৬ | মাখন | ৬.১-৬.৪ |
১৭ | ডিমের সাদা অংশ | ৭.৬-৮.০ |
১৮ | চুন জল | ১২.০ |
১৯ | বৃষ্টির জল | ৫.৬-৬.০ |
২০ | সমুদ্রের জল | ৭.৫-৮.৫ |
২১ | গ্যাস্ট্রিক রস | ১.০ |
২২ | লেবুর রস | ২.২-২.৪ |
২৩ | আপেলের রস | ২.৯-৩.৩ |
২৪ | দাঁতের মাজন | ৮.০ |
২৫ | বিয়ার | ৪.৫ |
২৬ | কমলার শরবত | ৩.৭ |
২৭ | বেকিং সোডা | ৮.৩ |
২৮ | ব্যাটারির অ্যাসিড | ১.০ |
২৯ | লন্ড্রির অ্যামোনিয়া | ১১.০ |
৩০ | সালফিউরিক অ্যাসিড | ১ |
৩১ | আচার | ৩.৫-৩.৯ |
৩২ | শ্যাম্পু | ৭-১০ |
৩৩ | হেলদি স্কিন | ৫.৫ |
৩৪ | কলা | ৪.৫-৫.২ |
৩৫ | লবন | ৭ |
আরো পড়ুন – বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম তালিকা
FAQs On – বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH
বিশুদ্ধ জলের pH এর মান কত ?
বিশুদ্ধ জলের pH এর মান ৭.০ ।
মানুষের রক্তের pH এর মান কত ?
মানুষের রক্তের pH এর মান ৭.৩-৭.৫ ।
মানুষের মূত্রের pH কত ?
মানুষের মূত্রের pH ৬.০ ।
মানুষের লালারসের pH -এর মান কত ?
মানুষের লালারসের pH -এর মান ৬.৫-৭.৫ ।
উর্বর মাটির pH এর মান কত ?
উর্বর মাটির pH এর মান ৬.৫-৭.০ ।
চুন জলের pH মান কত ?
চুন জলের pH মান ১২.০ ।
বৃষ্টির জলের pH মান কত ?
বৃষ্টির জলের pH মান ৫.৬-৬.০ ।
চা এর pH মান কত ?
চা এর pH মান ৫.৫ ।
লবনের ph কত ?
লবনের ph মান ৭ ।
thank you
This is very interesting, You’re a very skilled blogger.
I have joined your feed and look forward to seeking more
of your magnificent post. Also, I’ve shared your website
in my social networks!
Thank you so much