রক্তকণিকা সম্পর্কিত জিকে প্রশ্নোত্তর – আজকের পর্বে আমরা আলোচনা করলাম বিভিন্ন রক্তকণিকা সম্পর্কিত জিকে প্রশ্নোত্তর । যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
রক্তকণিকা সম্পর্কিত জিকে প্রশ্নোত্তর :
আরো পড়ুন – বিভিন্ন হরমোনের সম্পূর্ণ নাম তালিকা
রক্তকণিকা সম্পর্কিত জিকে :
[১] রক্তে RBC-এর সংখ্যা বৃদ্ধিকে কী বলে ?
- (ক) লিউকোপিনিয়া
- (খ) পলিসাইথিমিয়া
- (গ) অলিগোসাইথিমিয়া
- (ঘ) লিউকেমিয়া
উত্তরঃ (খ) পলিসাইথিমিয়া
[২] লোহিত কণিকার গড় আয়ু কত?
- (ক) ১২০ দিন
- (খ) ১০২ দিন
- (গ) ১৫ দিন
- (ঘ) ৩ মাস
উত্তরঃ (ক) ১২০ দিন বা ৪ মাস
[৩] শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত?
- (ক) ১২০ দিন
- (খ) ১০২ দিন
- (গ) ১-১৫ দিন
- (ঘ) ৩ মাস
উত্তরঃ (গ) ১-১৫ দিন
[৪] শ্বেত রক্তকণিকা কমে গেলে কী রোগ হয় ?
- (ক) লিউকোপিনিয়া
- (খ) পলিসাইথিমিয়া
- (গ) অলিগোসাইথিমিয়া
- (ঘ) লিউকেমিয়া
উত্তরঃ (ক) লিউকোপিনিয়া
[৫] শ্বেত রক্তকণিকা বেড়ে গেলে কী হয় ?
- (ক) লিউকোপিনিয়া
- (খ) লিউকোসাইটোসিস
- (গ) অলিগোসাইথিমিয়া
- (ঘ) লিউকেমিয়া
উত্তরঃ (খ) লিউকোসাইটোসিস
[৬] মানবদেহে কোন্ শ্বেত রক্তকণিকা সব থেকে কম সংখ্যায় থাকে?
- (ক) ইয়োসিনোফিল
- (খ) বেসােফিল
- (গ) মনোসাইট
- (ঘ) লিম্ফোসাইট
উত্তরঃ (খ) বেসােফিল
[৭] অ্যালার্জিতে কোন শ্বেতকণিকার সংখ্যা বেড়ে যায় ?
- (ক) ইয়োসিনোফিল
- (খ) বেসােফিল
- (গ) মনোসাইট
- (ঘ) লিম্ফোসাইট
উত্তরঃ (ক) ইয়োসিনোফিল
[৮] রক্তে অস্বাভাবিক হারে WBC-সংখ্যা বেড়ে যাওয়াকে কী বলে?
- (ক) লিউকোপিনিয়া
- (খ) লিউকোসাইটোসিস
- (গ) অলিগোসাইথিমিয়া
- (ঘ) লিউকেমিয়া
উত্তরঃ (ঘ) লিউকেমিয়া
[৯] কোন্ প্রকার শ্বেতকণিকা হেপারিন নিঃসরণ করে?
- (ক) ইয়োসিনোফিল
- (খ) বেসােফিল
- (গ) মনোসাইট
- (ঘ) লিম্ফোসাইট
উত্তরঃ (খ) বেসােফিল
[১০] কোন্ প্রকার শ্বেতকণিকা হিস্টামিন ক্ষরণ করে ?
- (ক) ইয়োসিনোফিল
- (খ) বেসােফিল
- (গ) মনোসাইট
- (ঘ) লিম্ফোসাইট
উত্তরঃ (ক) ইয়োসিনোফিল
[১১] অনুচক্রিকার পরিমাণ বেড়ে গেলে কোন রোগের সৃষ্টি হয় ?
- (ক) থ্রম্বোসাইটোসিস
- (খ) লিউকোসাইটোসিস
- (গ) অলিগোসাইথিমিয়া
- (ঘ) লিউকেমিয়া
উত্তরঃ (ক) থ্রম্বোসাইটোসিস
[১২] মানব দেহের কোন কোশে পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না ?
- (ক) শ্বেত রক্তকণিকা
- (খ) লোহিত রক্তকণিকা
- (গ) অনুচক্রিকা
- (ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) লোহিত রক্তকণিকা
[১৩] মানব শরীরের একটি নিউক্লিয়াসযুক্ত রক্তকণিকার নাম লেখো ।
- (ক) শ্বেত রক্তকণিকা
- (খ) লোহিত রক্তকণিকা
- (গ) অনুচক্রিকা
- (ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) শ্বেত রক্তকণিকা
[১৪] দেহে প্রহরীর মতো কাজ করে কোন রক্তকণিকা?
- (ক) শ্বেত রক্তকণিকা
- (খ) লোহিত রক্তকণিকা
- (গ) অনুচক্রিকা
- (ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) শ্বেত রক্তকণিকা
আরো পড়ুন – হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকার অবস্থান ও কাজ