পশ্চিমবঙ্গ একটি নদীমাতৃক রাজ্য বর্তমানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 11 কোটি এবং পশ্চিমবঙ্গের অনেক শহর বিভিন্ন নদির তীরে গড়ে উঠেছে ।কোন শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে তা একটি তালিকার মাধ্যমে নিচে আলোচিত হল ।
পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহরের নাম :
শহরের নাম | নদীর নাম |
---|---|
কাটোয়া | ভাগীরথী |
মুর্শিদাবাদ | ভাগীরথী |
জলপাইগুড়ি | তিস্তা |
আলিপুরদুয়ার | কালজানি |
দূর্গাপুর | দামোদর |
রাণীগঞ্জ | দামোদর |
আসানসোল | দামোদর |
রাণাঘাট | চূর্ণী |
নবদ্বীপ | ভাগীরথি |
শান্তিপুর | চূর্ণী |
চন্দননগর | হূগলী |
ত্রিবেণী | হূগলী |
বেলুড় | কোপাই |
কৃষ্ণনগর | জলঙ্গী |
হাওড়া | হুগলি |
সিউড়ি | ময়ূরাক্ষী |
শান্তিনিকেতন | অজয় |
তারাপীঠ | দ্বারকা |
ইলামবাজার | অজয় |
বোলপুর | কোপাই |
হলদিয়া | হলদি |
ইংরেজবাজার | মহানন্দা |
কোলাঘাট | রূপনারায়ন |
বহরমপুর | ভাগীরথি |
মুর্শিদাবাদ | ভাগীরথি |
বনগাঁ | ইছামতি |
ব্যারাকপুর | হূগলী |
হাসনাবাদ | ইছামতি |
বসিরহাট | ইছামতি |
ক্যানিং | মাতলা |
বালুরঘাট | আত্রেয়ী |
শিলিগুড়ি | মহানন্দা ও বালাসন |
কালিম্পং | তিস্তা |
কোচবিহার | তোর্সা |
জলপাইগুড়ি | তিস্তা |
ধূপগুড়ি | জলঢাকা |
মালদা | মহানন্দা |
ইসলামপুর | মহানন্দা |
কলকাতা | হূগলী |
মেদনীপুর | কংসাবতী |
বাঁকুড়া | গন্ধেশ্বরী ও ধলাকিশোর |
পুরুলিয়া | কংসাবতী |
ঘাটাল | শিলাবতী |
বর্ধমান | বাঁকা,দামোদর |
FAQ On পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহরের নাম
শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত ?
শিলিগুড়ি মহানন্দা ও বালাসন নদীর তীরে অবস্থিত
মুর্শিদাবাদ কোন নদীর তীরে অবস্থিত ?
মুর্শিদাবাদ ভাগীরথি নদীর তীরে অবস্থিত
ইংরেজবাজার কোন নদীর তীরে অবস্থিত ?
ইংরেজবাজার মহানন্দা নদীর তীরে অবস্থিত ।