সেরাজেভো হত্যাকাণ্ড কি – অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্ডিনান্ড ও তাঁর পত্নী সােফিয়ার বসনিয়ার রাজধানী সেরাজেভাে পরিভ্রমণে এসে আততায়ীর হাতে নিহত হওয়ার ঘটনা সেরাজেভো হত্যাকান্ড নামে পরিচিত ।
এই পৃষ্ঠায়
সেরাজেভো হত্যাকাণ্ড কি :
আরো পড়ুন – দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল
সেরাজেভো হত্যাকাণ্ড :
ভূমিকা :
অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্ডিনান্ড ও তাঁর পত্নী সােফিয়ার বসনিয়ার রাজধানী সেরাজেভাে পরিভ্রমণে এসে আততায়ীর হাতে নিহত হওয়ার ঘটনা সেরাজেভো হত্যাকান্ড নামে পরিচিত ।
পটভূমি :
স্লাভ জাতির আন্দোলন :
১৮৭৮ খ্রিস্টাব্দে বার্লিন চুক্তির দ্বারা স্লাভ অধ্যুষিত বসনিয়া ও হার্জেগোভিনায় অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল।
কিন্তু এর কিছুদিনের মধ্যেই অস্ট্রিয়া সম্পূর্ণ রাজ্য দুটিকে দখল করে নেয় এবং এই দুটি রাষ্ট্র স্লাভ-রাষ্ট্র সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে চেয়েছিল, এই উদ্দেশ্যে এই দুই রাজ্যে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ে।
এই আন্দোলনের ফলশ্রুতি ছিল এই মর্মান্তিক সেরাজেভো হত্যাকান্ড ।
সেরাজেভো হত্যাকান্ড কী :
সেরাজেভো ছিল বসনিয়ার রাজধানী ।অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্ডিনান্ড ও তাঁর পত্নী সােফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভাে পরিভ্রমণে গেলে স্লাভ সন্ত্রাসবাদী সংস্থা ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অব ডেথ’-এর সদস্য ন্যাভরিলাে প্রিন্সেপের হাতে তাঁরা দুজনেই নিহত হন ।
এই ঘটনা সেরাজেভো হত্যাকান্ড নামে পরিচিত ।
অস্ট্রিয়া কর্তৃক চরম পত্র প্রেরণ :
এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে অস্ট্রিয়া এক চরমপত্র পাঠায় ।ওই চরমপত্রে উল্লিখিত শর্তগুলি ৪৮ ঘণ্টার মধ্যে পূরণ করার জন্য দাবি জানায় অস্ট্রিয়া।
সার্বিয়ার প্রতিক্রিয়া :
অস্ট্রিয়া কর্তৃক প্রদত্ত শর্তের অনেকগুলি সার্বিয়া মেনে নিলেও কয়েকটি দাবি মানতে অস্বীকার করে ।
অস্ট্রিয়া কর্তৃক বেলগ্রেড আক্রমণ :
অস্ট্রিয়া কর্তৃক প্রদত্ত শর্তের অনেকগুলি সার্বিয়া মানতে অস্বীকার করলে অস্ট্রিয়া ২৮ শে জুলাই সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে ।
এবং অস্ট্রিয়া ও সার্বিয়ার মধ্যে শুরু হওয়া এই যুদ্ধে একে একে রাশিয়া ,ইংল্যান্ড ,তুরস্ক ,জার্মানি প্রভৃতি দেশ অংশগ্রহণ করলে তা বিশ্বযুদ্ধের রূপ নেয়। আর ফলে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ ।
মূল্যায়ন :
১৯১৪ খ্রিস্টাব্দে সংঘটিত হওয়া প্রথম বিশ্বযুদ্ধ ছিল সেরাজেভো হত্যাকাণ্ডের একটি তাৎক্ষণিক ফল। এই হত্যাকান্ড ইউরোপের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তাল করে তুলেছিল ।
আরো পড়ুন – প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো
FAQs On সেরাজেভো হত্যাকান্ড কী
সেরাজেভো ছিল বসনিয়ার রাজধানী ।অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্ডিনান্ড ও তাঁর পত্নী সােফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভাে পরিভ্রমণে গেলে স্লাভ সন্ত্রাসবাদী সংস্থা ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অব ডেথ’-এর সদস্য ন্যাভরিলাে প্রিন্সেপের হাতে তাঁরা দুজনেই নিহত হন । এই ঘটনা সেরাজেভো হত্যাকান্ড নামে পরিচিত ।
২৮শে জুন ১৯১৪ সালে সেরাজেভো হত্যাকাণ্ড হয়েছিল ।
প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল সেরাজেভো হত্যাকান্ড । সেরাজেভো ছিল বসনিয়ার রাজধানী ।অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্ডিনান্ড ও তাঁর পত্নী সােফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভাে পরিভ্রমণে গেলে স্লাভ সন্ত্রাসবাদী সংস্থা ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অব ডেথ’-এর সদস্য ন্যাভরিলাে প্রিন্সেপের হাতে তাঁরা দুজনেই নিহত হন । এই ঘটনা সেরাজেভো হত্যাকান্ড নামে পরিচিত । অস্ট্রিয়া কর্তৃক প্রদত্ত শর্তের অনেকগুলি সার্বিয়া মানতে অস্বীকার করলে অস্ট্রিয়া ২৮ শে জুলাই সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে ।এবং অস্ট্রিয়া ও সার্বিয়ার মধ্যে শুরু হওয়া এই যুদ্ধে একে একে রাশিয়া ,ইংল্যান্ড ,তুরস্ক ,জার্মানি প্রভৃতি দেশ অংশগ্রহণ করলে তা বিশ্বযুদ্ধের রূপ নেয়। আর ফলে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ ।