শিখনের প্রভাব বিস্তারকারী উপাদান গুলি কি কি – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম শিখনের প্রভাব বিস্তারকারী উপাদান গুলি নিয়ে ।
আরো পড়ুন – মূক ও বধির শিশুদের শিক্ষাদান পদ্ধতি
এই পৃষ্ঠায়
শিখন বলতে কী বোঝো :
ইংরেজি Learning লার্নিং শব্দের বাংলা প্রতিশব্দ হলো শিখন৷ শিখন হল একটি জটিল প্রক্রিয়া। যে মানসিক প্রক্রিয়ায় অতীত, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সাহায্যে প্রগতিশীল আচরণ পরিবর্তনের মাধ্যমে ব্যক্তির দৈহিক ও মানসিক বিকাশ সাধন ঘটে এবং প্রগতিশীল পরিবেশে সার্থক ভাবে অভিযোজন করতে সহায়তা করে, তাকে শিখন বলে।
শিখনের প্রভাব বিস্তারকারী উপাদান :
শিখনের যে সকল মানসিক ও বাহ্যিক প্রক্রিয়া প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ব্যক্তির দৈহিক ও মানসিক বিকাশ ঘটাতে প্রভাব বিস্তার করে, তাদেরকে শিখনের প্রভাব বিস্তারকারী উপাদান বলে । নিম্নে শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল –
(ক) পরিণমন (Maturation) :
পরিণমন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জন্মগত সম্ভাবনা গুলির স্বতঃস্ফুর্ত বিকাশের মধ্য দিয়ে ব্যক্তির আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তন সাধিত হয়। পরিণমন হল এক ধরনের বৃদ্ধি, যা নির্দিষ্ট সীমায় না পৌঁছানো পর্যন্ত নিজস্ব নিয়মে চলতে থাকে।
(খ) প্রেষণা (Motivation) :
ব্যক্তির অভ্যন্তরীণ ইচ্ছা হল প্রেষণা। প্রেষণা শিখন প্রক্রিয়ার একটি অন্যতম অংশ, যা সৃষ্টি হয় অভাব বোধ থেকে। প্রেষণা একপ্রকার তাড়নার অনুভূতি বা উদ্দীপক যা আমাদের কাজ করতে বাধ্য করে।
(গ) আগ্রহ বা অনুরাগ (Interest) :
শিখনের অপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আগ্রহ বা অনুরাগ। আগ্রহ বা অনুরাগ হল ব্যক্তির এমন একটি অভ্যন্তরীণ মানসিক অবস্থা যা ব্যক্তিকে কোনাে বস্তু, বিষয় বা কাজের প্রতি মনােযােগী করে তােলে।
(ঘ) মনোযোগ (Attention) :
কোন বিষয় বা বস্তু সম্পর্কে সুস্পষ্ট জ্ঞানলাভের উদ্দেশ্যে মনকে নিবিষ্ট করার জৈব-মানসিক প্রক্রিয়াকে মনোযোগ বলে। মনোযোগ হল মনের যোগ। উদ্দেশ্য সাধনের জন্য কোন বস্তুকে চেতনার কেন্দ্রস্থলে হাজির করাই হল মনোযোগ। মনোবিদ ম্যাকডুগাল- এর মতে, “যে মানসিক সক্রিয়তা আমাদের প্রত্যক্ষণের উপর প্রভাব বিস্তার করে তাই হল মনোযোগ।
(ঙ) ক্ষমতা বা সামর্থ্য (Mental Abilities) :
মানুষের যাবতীয় কর্মসম্পাদনের পিছনে যে বিশেষ উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হল ক্ষমতা বা সামর্থ্য। অর্থাৎ ক্ষমতা হল কোন কর্মসম্পাদনের সামর্থ্য। মনোবিদ ম্যাকডুগালের মতে Ability is Essentially the Capacity of Making new Adjustment’। অর্থাৎ ক্ষমতা হল নতুন পরিস্থিতিতে সংগতিবিধানের প্রক্রিয়া।
আরো পড়ুন – সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য ও কর্মসূচি
ভিডিও দেখতে ক্লিক করুন – www.youtube.com/@DRMonojog
জিকে সংক্রান্ত ভিডিও দেখতে ক্লিক করুন – www.youtube.com/@DRMonojogGK
পিডিএফ পেতে ভিজিট করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল – DR Monojog63
FAQs On – শিখনের প্রভাব বিস্তারকারী উপাদান গুলি কি কি
ইংরেজি Learning লার্নিং শব্দের বাংলা প্রতিশব্দ হলো শিখন৷ শিখন হল একটি জটিল প্রক্রিয়া। যে মানসিক প্রক্রিয়ায় অতীত, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সাহায্যে প্রগতিশীল আচরণ পরিবর্তনের মাধ্যমে ব্যক্তির দৈহিক ও মানসিক বিকাশ সাধন ঘটে এবং প্রগতিশীল পরিবেশে সার্থক ভাবে অভিযোজন করতে সহায়তা করে, তাকে শিখন বলে।
শিখনের প্রভাব বিস্তারকারী উপাদান গুলি হল – পরিণমন, প্রেষণা, আগ্রহ বা অনুরাগ, মনোযোগ, ক্ষমতা বা সামর্থ্য।
পরিণমন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জন্মগত সম্ভাবনা গুলির স্বতঃস্ফুর্ত বিকাশের মধ্য দিয়ে ব্যক্তির আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তন সাধিত হয়।
পরিণমন হল এক ধরনের বৃদ্ধি, যা নির্দিষ্ট সীমায় না পৌঁছানো পর্যন্ত নিজস্ব নিয়মে চলতে থাকে।
ব্যক্তির অভ্যন্তরীণ ইচ্ছা হল প্রেষণা। প্রেষণা শিখন প্রক্রিয়ার একটি অন্যতম অংশ, যা সৃষ্টি হয় অভাব বোধ থেকে।
প্রেষণা একপ্রকার তাড়নার অনুভূতি বা উদ্দীপক যা আমাদের কাজ করতে বাধ্য করে।
শিখনের অপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আগ্রহ বা অনুরাগ। আগ্রহ বা অনুরাগ হল ব্যক্তির এমন একটি অভ্যন্তরীণ মানসিক অবস্থা যা ব্যক্তিকে কোনাে বস্তু, বিষয় বা কাজের প্রতি মনােযােগী করে তােলে।
কোন বিষয় বা বস্তু সম্পর্কে সুস্পষ্ট জ্ঞানলাভের উদ্দেশ্যে মনকে নিবিষ্ট করার জৈব-মানসিক প্রক্রিয়াকে মনোযোগ বলে। মনোযোগ হল মনের যোগ।
উদ্দেশ্য সাধনের জন্য কোন বস্তুকে চেতনার কেন্দ্রস্থলে হাজির করাই হল মনোযোগ। মনোবিদ ম্যাকডুগাল- এর মতে, “যে মানসিক সক্রিয়তা আমাদের প্রত্যক্ষণের উপর প্রভাব বিস্তার করে তাই হল মনোযোগ।
মানুষের যাবতীয় কর্মসম্পাদনের পিছনে যে বিশেষ উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হল ক্ষমতা বা সামর্থ্য।
অর্থাৎ ক্ষমতা হল কোন কর্মসম্পাদনের সামর্থ্য। মনোবিদ ম্যাকডুগালের মতে Ability is Essentially the Capacity of Making new Adjustment’। অর্থাৎ ক্ষমতা হল নতুন পরিস্থিতিতে সংগতিবিধানের প্রক্রিয়া।
আরও পড়ুন :