টেনিস কোর্টের শপথ কী – 1789 খ্রি: 20শে জুন ফ্রান্সের জাতীয় সভার প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে যে শপথ গ্রহণ করেছিলেন ,তা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত ।
টেনিস কোর্টের শপথ কী :
আরো পড়ুন – সেরাজেভো হত্যাকাণ্ড কি
টেনিস কোর্টের শপথ :
ভূমিকা :
ফরাসি বিপ্লবের সূচনালগ্নের অন্যতম ঘটনা ছিল ‘টেনিসকোর্টের শপথ’ । 1789 খ্রি: 20শে জুন ফ্রান্সের জাতীয় সভার প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে যে শপথ গ্রহণ করেছিলেন ,তা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত ।
প্রেক্ষাপট :
(ক) ফ্রান্সের তৃতীয় শ্রেণীর দাবি :
ফরাসি সম্রাট ষােড়শ লুই ফ্রান্সের অর্থসংকট থেকে মুক্তি পেতে জাতীয় মহাসভার অধিবেশন আহ্বান করেন । এই অধিবেশনে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা শ্রেণীভিত্তিক ভোটদানের পরিবর্তে মাথাপিছু ভোটদানের অধিকার দাবি করেন ।
(খ) সম্রাট ষোড়শ লুইয়ের ভূমিকা :
সম্রাট ষোড়শ লুই ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মাথাপিছু ভোটদানের অধিকারের দাবিকে নাকোচ করে দেন ।তখন ফ্রান্সের গণপ্রতিনিধিরা উত্তেজিত হয়ে পড়ে ।
টেনিসকোর্টের শপথ গ্রহণের উদ্যোগ :
পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সম্রাট ষােড়শ লুই ২০শে জুন ( ১৭৮৯ খ্রি . ) অধিবেশন কক্ষে তালা ঝুলিয়ে দেন যাতে গণপ্রতিনিধিরা কক্ষে প্রবেশ করতে না পারে ।
ফলে ক্ষুদ্ধ গণপ্রতিনিধিরা মিরাব্যুৎ , লাফায়েৎ ও আবে সিয়েসের নেতৃত্বে পাশের টেনিস খেলার মাঠে সমবেত হন ।
টেনিস কোর্টের শপথ :
ফরাসি বিপ্লবের সূচনালগ্নের অন্যতম ঘটনা ছিল ‘টেনিসকোর্টের শপথ’ ।1789 খ্রি: 20শে জুন ফ্রান্সের জাতীয় সভার প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে যে শপথ গ্রহণ করেছিলেন ,তা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত ।
তারা শপথ নিয়েছিলেন যে – যতদিন না ফ্রান্সের জন্য জন্য একটি নতুন সংবিধান তৈরী হচ্ছে ততদিন তারা এই স্থান পরিত্যাগ করবেন না ।
তারা আরও দাবি করেছিলেন – (১) তৃতীয় শ্রেণীর মাথাপিছু ভোটের দাবি মেনে নিতে হবে । (২) তাদের একটি নতুন সগবিধান রচনার অধিকার দিতে হবে ।
ফলাফল :
(ক) ফরাসি জাতির নেতৃত্ব গ্রহণ :
টেনিস কোর্টের শপথের ফলে প্রথম দুই সম্প্রদায় গুরুত্বহীন হয়ে পড়ে এবং ফরাসি জাতির নেতৃত্ব গ্রহণ করেন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা ।
(খ) ষোড়শ লুইয়ের সম্মতি :
তৃতীয় শ্রেণীর সদস্যদের মাথাপিছু ভোট ও নতুন সংবিধান রচনার দাবি সম্রাট ষোড়শ লুই শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হন ।
(গ) জাতীয় সভার অধিবেশন আহ্বান :
সম্রাট ষোড়শ লুই তৃতীয় শ্রেণীর সদস্যদের দাবি দাওয়া মেনে নিয়ে ২৭শে জুন পুনরায় জাতীয় সভার অধিবেশন আহ্বান করেন ।
মূল্যায়ন :
টেনিস কোর্টের এই ঘটনাই ফরাসি বিপ্লবের পথকে সুগম করেছিল ।বুর্জোয়া বিপ্লবের অংশরূপে টেনিস কোর্টের শপথ তৃতীয় সম্প্রদায়ের ঐক্যকে আরো সুদৃঢ় করেছিল।অনেক ঐতিহাসিক টেনিস কোর্টের শপথকে ফরাসি বিপ্লবের সূচনাপর্ব বলে অভিহিত করেছেন ।
আরো পড়ুন – ফরাসি বিপ্লবের কারণ
FAQs On – টেনিস কোর্টের শপথ
1789 খ্রি: 20শে জুন ফ্রান্সের জাতীয় সভার প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে যে শপথ গ্রহণ করেছিলেন ,তা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত ।
টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল 1789 খ্রি: 20শে জুন ।
টেনিস কোর্টের শপথ গ্রহণে নেতৃত্ব দিয়েছিল মিরাব্যুৎ , লাফায়েৎ ও আবে সিয়েস ।