উডের ডেসপ্যাচ কী ?

উডের ডেসপ্যাচ কী – উডের ডেসপ্যাচ বা মহাসনদ এদেশের শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ।উডের প্রতিবেদনের ভিত্তিতে বহু স্কুল ,কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি কলকাতা,বোম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় যা ভারতীয়দের  শিক্ষাক্ষেত্রের পথকে সুগম করে ।

উডের ডেসপ্যাচ কী :

উডের ডেসপ্যাচ কী

ভূমিকাঃ

বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্যে যে নির্দেশনামা প্রকাশ করেন তা ভারতের ইতিহাসে উডের নির্দেশনামা বা উডের প্রতিবেদন নামে পরিচিত ।

সময়কালঃ

১৮৫৪ খ্রি:১৯ শে  জুলাই তিনি এই প্রতিবেদন পেশ করেন ।

চার্লস উডের সুপারিশ :

উডের প্রতিবেদনের সুপারিশগুলো নিচে আলোচনা করা হল –

(১)শিক্ষার প্রসারের জন্যে স্বতন্ত্র শিক্ষাবিভাগ গড়ে তোলার উপর জোর দেন তিনি। 

(২)শিক্ষাস্তরকে পাঁচটি স্তরে বিভক্ত করেন।যথা-প্রাথমিক,মাধ্যমিক,উচ্চমাধ্যমিক ,বিশ্ববিদ্যালয় এবং শিক্ষক ও শিক্ষা বিভাগ 

(৩) প্রতিটি প্রেসিডেন্সিতে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা ।

(৪)দেশীয় ভাষার মাধ্যমে শিক্ষা প্রদান করা ।

(৫)বিদ্যালয় পরিচালন কমিটি গঠন 

(৬)নারী শিক্ষার প্রসার 

(৭)মেধাবী ছাত্রদের বৃত্তি দান করা ।

(৮)টিচার্স ট্রেনিং কলেজ স্থাপন করা ।

(৯)পাঠ্যক্রমের সাদৃশ্য ও বিন্যাস ঘটানো ।

চার্লস উডের সুপারিশের ফলাফল :

চার্লস উডের  নির্দেশনামার ফলে –

(১)লর্ড ডালহৌসি ১৮৫৫ সালে বাংলা,বোম্বাই ও পাঞ্জাবে শিক্ষাদফতার প্রতিষ্ঠা করেন।

(২)১৮৫৭ সালে কলকাতা,বোম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ।

মূল্যায়ন :

উডের প্রতিবেদনের ভিত্তিতে বহু স্কুল ,কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি কলকাতা,বোম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় যা ভারতীয়দের  শিক্ষাক্ষেত্রের পথকে সুগম করেছিল ।ভারতীয় শিক্ষার ইতিহাসে এই প্রতিবেদনের অবদান ঝিল অপরিসীম ।তাই চার্লস উডের এই প্রতিবেদনকে মহাসনদ নামেও আখ্যায়িত করা হয় । 

আরো পড়ুন – পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন

FAQs On – উডের ডেসপ্যাচ কী

উডের ডেসপ্যাচ কি ?

বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্যে যে নির্দেশনামা প্রকাশ করেন তা ভারতের ইতিহাসে উডের নির্দেশনামা বা উডের প্রতিবেদন নামে পরিচিত |

উডের ডেসপ্যাচ সুপারিশ গুলি কি কি ?

(১)শিক্ষার প্রসারের জন্যে স্বতন্ত্র শিক্ষাবিভাগ গড়ে তোলার উপর জোর দেন তিনি। 
(২)শিক্ষাস্তরকে পাঁচটি স্তরে বিভক্ত করেন।যথা-প্রাথমিক,মাধ্যমিক,উচ্চমাধ্যমিক ,বিশ্ববিদ্যালয় এবং শিক্ষক ও শিক্ষা বিভাগ 
(৩) প্রতিটি প্রেসিডেন্সিতে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা ।
(৪)দেশীয় ভাষার মাধ্যমে শিক্ষা প্রদান করা ।
(৫)বিদ্যালয় পরিচালন কমিটি গঠন 
(৬)নারী শিক্ষার প্রসার 
(৭)মেধাবী ছাত্রদের বৃত্তি দান করা ।
(৮)টিচার্স ট্রেনিং কলেজ স্থাপন করা ।
(৯)পাঠ্যক্রমের সাদৃশ্য ও বিন্যাস ঘটানো ।

উডের ডেসপ্যাচ কার আমলে প্রকাশিত হয় ?

উডের ডেসপ্যাচ লর্ড ডালহৌসির আমলে প্রকাশিত হয়

উডের ডেসপ্যাচ কত সালে প্রকাশিত হয় ?

উডের ডেসপ্যাচ 1854 সালে প্রকাশিত হয়

মন্তব্য করুন