উপসর্গ হলো সেই সমস্ত অব্যয় পদ যা ধাতু বা শব্দের আগে বসে ধাতু বা শব্দের অর্থ পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠন করে ।উপসর্গ কাকে বলে? উপসর্গ কত প্রকার ও কি কি ,উদাহরণ এবং বৈশিষ্ট্য সহযোগে বিস্তৃত ভাবে আলোচনা করবো ।
এই পৃষ্ঠায়
উপসর্গ কাকে বলে ?
যে সকল অব্যয়পদ শব্দ বা ধাতুর আগে বসে শব্দ বা ধাতুর অর্থ পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠন করে ,সেই সকল অব্যয় পদকে উপসর্গ বলে ।
যেমন – প্র , পরা ,অপ ,সম ,নির ইত্যাদি ।
উপসর্গ কত প্রকার ও কি কি :
উপসর্গ মূলত তিন প্রকার। যথা- (১) সংস্কৃত উপসর্গ, (২) বাংলা উপসর্গ এবং (৩) বিদেশী উপসর্গ ।
(১) সংস্কৃত বা তৎসম উপসর্গ :
যে সব উপসর্গগুলি সংস্কৃত ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যাবহৃত হচ্ছে সেই সব উপসর্গগুলিকে সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে ।
এই সংস্কৃত বা তৎসম উপসর্গের সংখ্যা হল 20 টি ।
যেমন – প্র, পরা, অপ,সম , নি, অব, অনু ,নির, দূর, বি ,অভি, সু, উৎ ,পরি ,প্রতি ,অভি ,অতি ,অপি ,উপ ,আ ।
(২) বাংলা উপসর্গ :
আর্যদের আগমনের পূর্বে যেসব জনজাতি বসবাস করত তাদের ভাষা থেকে যেসব উপসর্গ বাংলা ভাষায় এসে ব্যবহৃত হয়েছে , সেইসব উপসর্গকে বাংলা উপসর্গ বলে ।
যেমন – বি ,অঘা , কু, অজ , অনা , আড়, আন, আব, ইতি, উন ইত্যাদি
(৩) বিদেশি উপসর্গ :
বিদেশিদের আগমনের ফলে বিদেশিদের ভাষা থেকে যেসকল উপসর্গগুলি বাংলা ভাষায় ব্যাবহৃত হয়েছে , সেইসব উপসর্গকে বিদেশী উপসর্গ বলে ।
যেমন – গর, ফি, দর, খাস,হর, বে, ব, বধ, নিস, বর, হেড, ফুল, সাব ইত্যাদি ।
উপসর্গের বৈশিষ্ট্য :
১. উপসর্গগুলি মূলত অব্যয় সূচক শব্দ ।
২. উপসর্গের কোনো নিজস্ব অর্থ নেই ।
৩. উপসর্গগুলি শব্দের সঙ্গে যুক্ত হয়ে মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটায় ।
৪. উপসর্গগুলি শব্দের সঙ্গে যুক্ত হয়ে অর্থবোধক শব্দ সৃষ্টি করে ।
৫. উপসর্গগুলি ধাতু বা শব্দের পূর্বে বসে ।
FAQ On উপসর্গ কাকে বলে ? উদাহরণ দাও।উপসর্গ কত প্রকার ও কি কি ? উপসর্গের বৈশিষ্ট্য দাও
সংস্কৃত উপসর্গ ২০ টি ।
খাঁটি বাংলা উপসর্গ ২১ টি ।
বিদেশি উপসর্গের সংখ্যা ১৯ টি ।
ভালো
ধন্যবাদ
গুড
ধন্যবাদ
ধন্যবাদ
Thank you so much for read the post.
কালকে আমার বাংলা ২য় পত্র পরীক্ষা, এটা পরে খুবই উপকৃত হলাম,,,ধন্যবাদ
ধন্যবাদ