উপসর্গ কাকে বলে ? উদাহরণ দাও।উপসর্গ কত প্রকার ও কি কি ? উপসর্গের বৈশিষ্ট্য দাও

উপসর্গ হলো সেই সমস্ত অব্যয় পদ যা ধাতু বা শব্দের আগে বসে ধাতু বা শব্দের অর্থ পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠন করে ।উপসর্গ কাকে বলে? উপসর্গ কত প্রকার ও কি কি ,উদাহরণ এবং বৈশিষ্ট্য সহযোগে বিস্তৃত ভাবে আলোচনা করবো ।

উপসর্গ কাকে বলে ?

যে সকল অব্যয়পদ শব্দ বা ধাতুর আগে বসে শব্দ বা ধাতুর অর্থ পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠন করে ,সেই সকল অব্যয় পদকে উপসর্গ বলে ।

যেমন – প্র , পরা ,অপ ,সম ,নির ইত্যাদি ।

উপসর্গ কত প্রকার ও কি কি :

 উপসর্গ মূলত তিন প্রকার। যথা- (১) সংস্কৃত উপসর্গ, (২) বাংলা উপসর্গ এবং (৩) বিদেশী উপসর্গ ।

(১) সংস্কৃত বা তৎসম উপসর্গ :

যে সব উপসর্গগুলি সংস্কৃত ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যাবহৃত হচ্ছে সেই সব উপসর্গগুলিকে সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে ।

এই সংস্কৃত বা তৎসম উপসর্গের সংখ্যা হল 20 টি ।

যেমন – প্র, পরা, অপ,সম , নি, অব, অনু ,নির, দূর, বি ,অভি, সু, উৎ ,পরি ,প্রতি ,অভি ,অতি ,অপি ,উপ ,আ ।

(২) বাংলা উপসর্গ :

আর্যদের আগমনের পূর্বে যেসব জনজাতি বসবাস করত তাদের ভাষা থেকে যেসব উপসর্গ বাংলা ভাষায় এসে ব্যবহৃত হয়েছে , সেইসব উপসর্গকে বাংলা উপসর্গ বলে ।

যেমন – বি ,অঘা , কু, অজ , অনা , আড়, আন, আব, ইতি, উন ইত্যাদি

(৩) বিদেশি উপসর্গ :

বিদেশিদের আগমনের ফলে বিদেশিদের ভাষা থেকে যেসকল উপসর্গগুলি বাংলা ভাষায় ব্যাবহৃত হয়েছে , সেইসব উপসর্গকে বিদেশী উপসর্গ বলে ।

যেমন – গর, ফি, দর, খাস,হর, বে, ব, বধ, নিস, বর, হেড, ফুল, সাব ইত্যাদি ।

উপসর্গের বৈশিষ্ট্য :

১. উপসর্গগুলি মূলত অব্যয় সূচক শব্দ ।

২. উপসর্গের কোনো নিজস্ব অর্থ নেই ।

৩. উপসর্গগুলি শব্দের সঙ্গে যুক্ত হয়ে মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটায় ।

৪. উপসর্গগুলি শব্দের সঙ্গে যুক্ত হয়ে অর্থবোধক শব্দ সৃষ্টি করে ।

৫. উপসর্গগুলি ধাতু বা শব্দের পূর্বে বসে ।

FAQ On উপসর্গ কাকে বলে ? উদাহরণ দাও।উপসর্গ কত প্রকার ও কি কি ? উপসর্গের বৈশিষ্ট্য দাও

সংস্কৃত উপসর্গ কয়টি ?

সংস্কৃত উপসর্গ ২০ টি ।

খাঁটি বাংলা উপসর্গ কয়টি ?

খাঁটি বাংলা উপসর্গ ২১ টি ।

বিদেশি উপসর্গের সংখ্যা কয়টি ?

বিদেশি উপসর্গের সংখ্যা ১৯ টি ।

“উপসর্গ কাকে বলে ? উদাহরণ দাও।উপসর্গ কত প্রকার ও কি কি ? উপসর্গের বৈশিষ্ট্য দাও”-এ 8-টি মন্তব্য

মন্তব্য করুন