বিভিন্ন ঐতিহাসিক ষড়যন্ত্র মামলার তালিকা

বিভিন্ন ঐতিহাসিক ষড়যন্ত্র মামলার তালিকা – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম বিভিন্ন ঐতিহাসিক ষড়যন্ত্র মামলার তালিকা নিয়ে । তোমাদের মনে রাখার সুবিধার্থে এই তালিকার আকারে আলোচনা ।

বিভিন্ন ঐতিহাসিক ষড়যন্ত্র মামলার তালিকা :

বিভিন্ন ঐতিহাসিক ষড়যন্ত্র মামলার তালিকা

আরো পড়ুন – মিরাট ষড়যন্ত্র মামলা টীকা লেখ

বিভিন্ন ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা :

ষড়যন্ত্র মামলাসালমূল অভিযুক্ত
মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলা1908প্রফুল্ল চাকী, ক্ষুদিরাম বসু
আলিপুর বোমা মামলা1908-1909অরবিন্দ ঘোষ, বারিন্দ্র ঘোষ সহ 34 জন
হাওড়া-শিবপুর ষড়যন্ত্র মামলা1910নরেন্দ্রনাথ ভট্টাচার্য্য, যতীন মুখোপাধ্যায়
নাসিক ষড়যন্ত্র মামলা1910-1911দামোদর সাভারকার, কৃষ্ণগোপাল কার্ভে, অনন্তলক্ষ্মণ কানহেরে
তিনভেলি ষড়যন্ত্র মামলা1911-1915ধর্মরাজ আইয়ার, চিদাম্বরম পিল্লাই
রাজাবাজার বোমা ষড়যন্ত্র মামলা1913চন্দ্রশেখর দে, দীনেশ চন্দ্র, অমৃতলাল হাজরা, কালিপদ ঘোষ, খগেন্দ্র চৌধুরী, উপেন্দ্রনাথ রায় চৌধুরী
দিল্লি ষড়যন্ত্র মামলা1912-1914রাসবিহারী বসু, বসন্ত বিশ্বাস, অবোধবিহারী, আমিরচাঁদ
বরিশাল ষড়যন্ত্র মামলা1913-1915ত্রিলোক্যনাথ চক্রবর্তী, মদনমোহন ভৌমিক, রমেশচন্দ্র চৌধুরী, প্রতুলচন্দ্র গাঙ্গুলি
হিন্দু ষড়যন্ত্র মামলা1914লালা হরদয়াল
লাহোর ষড়যন্ত্র মামলা (প্রথম)1915রাসবিহারী বসু, বিষ্ণুগণেশ পিংলে, কাতার সিং সহ 17 জন
লাহোর ষড়যন্ত্র মামলা (দ্বিতীয়)1929ভগৎ সিং, শুকদেব, রাজগুরু, বটুকেশ্বর দত্ত
ইন্দো-জার্মান ষড়যন্ত্র মামলা1915বাঘাযতীন, মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেন্দ্রনাথ দাশগুপ্ত
বারাণসী ষড়যন্ত্র মামলা1915-1916শচীন্দ্রনাথ সান্যাল, নলিনী মুখোপাধ্যায়, গিরিজা দত্ত
রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা1916আবুল কালাম আজাদ, মহেন্দ্রপ্রতাপ, মামুদ হাসান, মৌলানা ওবেদুল্লা, বরকতুল্লা
কানপুর ষড়যন্ত্র মামলা1924মুজফফর আহমেদ, সওকত উসমানি, নলিনী দত্ত
কাকোরি ষড়যন্ত্র মামলা1925রামপ্রসাদ বিসমিল, শচীন্দ্রনাথ সান্যাল, রাজেন্দ্র লাহিড়ী, যোগেশ চট্টোপাধ্যায়, আসফাকুল্লা খান
দক্ষিণেশ্বর বোমা মামলা1925প্রমোদরঞ্জন চৌধুরী, অনন্ত হরি মিত্র
ঢাকা ষড়যন্ত্র মামলা1928পুলিনবিহারী দাস, অশ্বিনী দত্ত, সুবোধ মল্লিক, কৃষ্ণকুমার মিত্র, শ্যামসুন্দর চক্রবর্তী, ভুপেশ চন্দ্র নাগ
মিরাট ষড়যন্ত্র মামলা1929-1933মুজফফর আহমেদ, এস. এস. জোশ, এস. এ. ডাঙ্গে সহ 32 জন

আরো পড়ুন – মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র আলােচনা করাে

FAQs On – বিভিন্ন ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা

মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল ?

মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল 1929-1933 সালে ।

কাকোরি ষড়যন্ত্র মামলায় যুক্ত ছিলেন কারা ?

কাকোরি ষড়যন্ত্র মামলায় যুক্ত ছিলেন রামপ্রসাদ বিসমিল, শচীন্দ্রনাথ সান্যাল, রাজেন্দ্র লাহিড়ী, যোগেশ চট্টোপাধ্যায়, আসফাকুল্লা খান প্রমুখ ।

কানপুর ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল ?

কানপুর ষড়যন্ত্র মামলা হয়েছিল 1924 সালে ।

দিল্লি ষড়যন্ত্র মামলায় যুক্ত ছিলেন কারা ?

দিল্লি ষড়যন্ত্র মামলায় যুক্ত ছিলেন রাসবিহারী বসু, বসন্ত বিশ্বাস, অবোধবিহারী, আমিরচাঁদ প্রমুখ ।

মন্তব্য করুন