ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা

ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা – আজকের পর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন গুলি নিয়ে ।

ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা :

ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা

আরো পড়ুন – ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তির তালিকা

ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন :

নং সালস্থান সভাপতি
১৮৮৫বোম্বেউমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৮৮৬কলকাতাদাদাভাই নৌরজি
১৮৮৭মাদ্রাজবদরুদ্দীন তৈয়াবজী
১৮৮৮এলাহাবাদজর্জ ইউল
১৮৮৯বোম্বেউইলিয়াম উডারবার্ণ
১৮৯০কলকাতাফিরোজ শাহ মেহতা
১৮৯১নাগপুরপি. আনন্দ চারলু
১৮৯২এলাহাবাদউমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৮৯৩লাহোরদাদাভাই নৌরজি
১০১৮৯৪মাদ্রাজআলফ্রেড ওয়েব
১১১৮৯৫পুনাসুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
১২১৮৯৬কলকাতারহিমতুল্লা সায়ানি
১৩১৮৯৭অমরাবতীসি. শঙ্করান নায়ার
১৪১৮৯৮মাদ্রাজএ. এম. বোস
১৫১৮৯৯লখনউরমেশচন্দ্র দত্ত
১৬১৯০০লাহোরএন. জি. চন্দ্রভারকর
১৭১৯০১কলকাতাদিনশাহ ই. ওয়াচা
১৮১৯০২আহমেদাবাদসুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
১৯১৯০৩মাদ্রাজলালমোহন ঘোষ
২০১৯০৪বোম্বেহেনরি কটন
২১১৯০৫বেনারসগোপালকৃষ্ণ গোখলে
২২১৯০৬কলকাতাদাদাভাই নৌরজি
২৩১৯০৭সুরাটরাসবিহারী ঘোষ
২৪১৯০৮মাদ্রাজরাসবিহারী ঘোষ
২৫১৯০৯লাহোরমদন মোহন মালব্য
২৬১৯১০এলাহাবাদউইলিয়াম উইডারবার্ণ
২৭১৯১১কলকাতাবিষণ নারায়ণ ধর
২৮১৯১২বাংকিপুরআর. এন. মুধোলকার
২৯১৯১৩করাচিসৈয়দ মহম্মদ
৩০১৯১৪মাদ্রাজভুপেন্দ্রনাথ বসু
৩১১৯১৫বোম্বেএস. পি. সিনহা
৩২১৯১৬লখনউএ. সি. মজুমদার
৩৩১৯১৭কলকাতাঅ্যানি বেসান্ত
৩৪১৯১৮দিল্লীমদন মোহন মালব্য
৩৫১৯১৯অমৃতসরমতিলাল নেহেরু
৩৬১৯২০কলকাতালালা লাজপৎ রায়
৩৭১৯২১আহমেদাবাদচিত্তরঞ্জন দাশ
৩৮১৯২২গয়াচিত্তরঞ্জন দাশ
৩৯১৯২৩দিল্লীআবুল কালাম আজাদ
৪০১৯২৪বেলগাঁওমহাত্মা গান্ধী
৪১১৯২৫কানপুরসরোজিনী নাইডু
৪২১৯২৬গুয়াহাটিএস. শ্রীনিবাস আয়েঙ্গার
৪৩১৯২৭মাদ্রাজএম. এ. আনসারি
৪৪১৯২৮কলকাতামতিলাল নেহেরু
৪৫১৯২৯লাহোরজওহরলাল নেহেরু
৪৬১৯৩১করাচীসর্দার বল্লভভাই প্যাটেল
৪৭১৯৩২দিল্লীঅমৃত রাঞ্ছোরদাস শেঠ
৪৮১৯৩৩কলকাতানেলী সেনগুপ্ত
৪৯১৯৩৪বোম্বেড. রাজেন্দ্র প্রসাদ
৫০১৯৩৭ফৈজপুরজওহরলাল নেহেরু
৫১১৯৩৮হরিপুরাসুভাষচন্দ্র বসু
৫২১৯৩৯ত্রিপুরীসুভাষচন্দ্র বসু
৫৩১৯৪০রামগড়আবুল কালাম আজাদ
৫৪১৯৪৬মিরাটজে. বি. কৃপালিনী
৫৫১৯৪৮জয়পুরপট্টভী সীতারামাইয়া

আরো পড়ুন – বিভিন্ন পত্রিকা ও সম্পাদক তালিকা

FAQs On ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত।

ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ?

ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দীন তৈয়াবজী।

জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কত সালে হয় ?

জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন ১৯০৭ সালে হয় ।

কোথায় ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয় ?

বোম্বাইতে ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয় ।

ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় ?

ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অ্যালান অক্টোভিয়ান হিউমকে ।

ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ?

ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ২৮শে ডিসেম্বর ১৮৮৫ সালে।

জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় বসে ?

জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন বসে ১৮৮৬ সালে কলকাতায় ।

জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন কোথায় বসে ?

জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন বসে ১৮৮৭ সালে মাদ্রাজে ।

মন্তব্য করুন