ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল

ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল – নদী যে স্থান থেকে উৎপত্তিলাভ করে তাকে নদীর উৎপত্তিস্থল বলে । আর নদী যখন কোন নদী বা সাগরের সাথে মেশে তাকে নদীর পতনস্থল বলে ।

ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল :

ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল

আরো পড়ুন – পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহরের নাম

নদীর নাম উৎপত্তিস্থল পতনস্থল
গঙ্গাগঙ্গোত্রী হিমবাহবঙ্গোপসাগর
যমুনাযমুনেত্রী হিমবাহগঙ্গা
সিন্ধুসিনকাবাব উষ্ণপ্রস্রবন আরব সাগর
ব্রহ্মপুত্রচেমায়ুং দুং হিমবাহপদ্মা
কৃষ্ণামহাবালেশ্বর শৃঙ্গবঙ্গোপসাগর
কাবেরীব্রক্ষ্ণগিরি শৃঙ্গবঙ্গোপসাগর
গোদাবরীত্রিম্বক পর্বতবঙ্গোপসাগর
মহানদীসিয়াওয়ারা উচ্চভূমিবঙ্গোপসাগর
নর্মদাঅমরকন্টক শৃঙ্গখাম্বাত উপসাগর
তাপ্তীমহাদেব পর্বতখাম্বাত উপসাগর
শতদ্রুরাক্ষসতাল হ্রদসিন্ধুর উপনদী
বিপাশারোটাং গিরিপথশতদ্রু নদী
বিতস্তাকাশ্মীরের ভেরিনাগ প্রস্রবণচেনাব নদী
সুবর্ণরেখাছোটনাগপুর মালভূমিবঙ্গোপসাগর
দামোদরখামারপাত শৃঙ্গ হুগলি নদী
ময়ূরাক্ষীত্রিকুট পাহাড়ভাগীরথী
তিস্তা জেমু হিমবাহ ব্রহ্মপুত্র
জলঢাকাসিকিমের হিমালয়ব্রহ্মপুত্র
তুঙ্গভদ্রাপশ্চিমঘাট পর্বতকৃষ্ণা
ধানসিঁড়ি নাগা পাহাড়  ব্রহ্মপুত্র
ভাগরথী-হূগলীগঙ্গাবঙ্গোপসাগর
ব্রাহ্মণীছোটনাগপুর মালভূমিবঙ্গোপসাগর
সবরমতীআরাবল্লী পর্বতখাম্বাত উপসাগর
মুসী মেডাক জেলাকৃষ্ণা নদী
কর্ণফুলীমিজোরামবঙ্গোপসাগর
বৈতরণীছোটনাগপুরবঙ্গোপসাগর
ঘাটপ্রভা পশ্চিমঘাট পর্বতকৃষ্ণা নদী
লুনীআনাসাগরকচ্ছের রণ
ভাইগাইপালনা পর্বতপক উপসাগর
ভীমা পশ্চিমঘাট পর্বত কৃষ্ণা নদী
মাহী বিন্ধ্য পর্বতখাম্বাত উপসাগর

আরো পড়ুন – ভারতের প্রধান প্রধান সমুদ্র বন্দরের তালিকা

FAQs On – বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল

ভারতের প্রধান নদীর নাম কি ?

ভারতের প্রধান নদীর নাম গঙ্গা ।

গঙ্গা নদীর উৎপত্তি কোথায় ?

গঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন হিমালয় গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে ।

মহানদীর উৎপত্তিস্থল কোথায় ?

ছত্রিশগড় রায়পুর জেলায় সিয়াওয়ারা উচ্চভূমি থেকে মহানদীর সৃষ্টি।

লুনি নদীর উৎপত্তিস্থল কোথায়?

লুনি নদী আজমিরের নিকট আরবল্লী পর্বতমালার পুষ্কর উপত্যকার আনাসাগর থেকে উৎপন্ন হয়েছে

কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল কোথায় ?

কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল মহারাষ্ট্রের মহাবালেশ্বর ।

তাপ্তি নদীর উৎপত্তিস্থল কোথায় ?

তাপ্তি নদীর উৎপত্তিস্থল মহাদেব পর্বতের মূলতাই মালভূমি ।

উত্তর ভারতের কয়েকটি উল্লেখযোগ্য নদীর নাম লেখো।

উত্তর ভারতের কয়েকটি উল্লেখযোগ্য নদীর নাম হল – সিন্ধু নদ, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদ, লুনি নদী ইত্যাদি ।

কয়েকটি পূর্ববাহিনী নদীর নাম লেখো।

কয়েকটি পূর্ববাহিনী নদীর নাম হল – সুবর্ণরেখা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি।

কয়েকটি পশ্চিমবাহিনী নদীর নাম লেখো।

কয়েকটি পশ্চিমবাহিনী নদীর নাম হল – নর্মদা, তাপ্তি, সবরমতী প্রভৃতি।

ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি ?

ভারতের দীর্ঘতম উপনদীর নাম যমুনা ।

দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদী কে বলা হয় ?

দৈর্ঘ্যের বিচারে গোদাবরী নদীকে এবং শুদ্ধতার বিচারে কাবেরী নদীকে দক্ষিন ভারতের গঙ্গা বলা হয়।

দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি ?

দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী ।

গঙ্গার প্রধান উপনদীর নাম কী ? 

গঙ্গার প্রধান উপনদীর নাম যমুনা ।

Sky River নামে কোন নদী পরিচিত ?

Sky River নামে ব্রহ্মপুত্র নদী পরিচিত ।

ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো।

ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম হল – লুনি ।

তিব্বতে ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত ? 

তিব্বতে ব্রহ্মপুত্র নদ সাংপাে নামে পরিচিত ।

উত্তর-পশ্চিম ভারতের প্রধান নদীর নাম কী ?

উত্তর-পশ্চিম ভারতের প্রধান নদীর নাম সিন্ধু ।

বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে ?

বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে ।

কালজানি কোন নদীর উপনদী ?

কালজানি তোর্সা নদীর উপনদী ।

নর্মদা নদীর উৎস কোথায় ?

নর্মদা নদীর উৎস মহাকাল পর্বতের অমরকন্টক শৃঙ্গ ।

কাবেরী নদীর উৎস কোথায় ?

কাবেরী নদীর উৎস পশ্চিমঘাটের ব্রক্ষ্ণগিরি শৃঙ্গ ।

নদীর উৎস কাকে বলে ?

নদী যে স্থান থেকে উৎপত্তিলাভ করে তাকে নদীর উৎস বলে ।

নদীর পতনস্থল বা মোহনা কাকে বলে ?

নদী যখন কোন নদী বা সাগরের সাথে মেশে তাকে নদীর পতনস্থল বা মোহনা বলে ।

মন্তব্য করুন