ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল – নদী যে স্থান থেকে উৎপত্তিলাভ করে তাকে নদীর উৎপত্তিস্থল বলে । আর নদী যখন কোন নদী বা সাগরের সাথে মেশে তাকে নদীর পতনস্থল বলে ।
ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল :
আরো পড়ুন – পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহরের নাম
নদীর নাম | উৎপত্তিস্থল | পতনস্থল |
---|---|---|
গঙ্গা | গঙ্গোত্রী হিমবাহ | বঙ্গোপসাগর |
যমুনা | যমুনেত্রী হিমবাহ | গঙ্গা |
সিন্ধু | সিনকাবাব উষ্ণপ্রস্রবন | আরব সাগর |
ব্রহ্মপুত্র | চেমায়ুং দুং হিমবাহ | পদ্মা |
কৃষ্ণা | মহাবালেশ্বর শৃঙ্গ | বঙ্গোপসাগর |
কাবেরী | ব্রক্ষ্ণগিরি শৃঙ্গ | বঙ্গোপসাগর |
গোদাবরী | ত্রিম্বক পর্বত | বঙ্গোপসাগর |
মহানদী | সিয়াওয়ারা উচ্চভূমি | বঙ্গোপসাগর |
নর্মদা | অমরকন্টক শৃঙ্গ | খাম্বাত উপসাগর |
তাপ্তী | মহাদেব পর্বত | খাম্বাত উপসাগর |
শতদ্রু | রাক্ষসতাল হ্রদ | সিন্ধুর উপনদী |
বিপাশা | রোটাং গিরিপথ | শতদ্রু নদী |
বিতস্তা | কাশ্মীরের ভেরিনাগ প্রস্রবণ | চেনাব নদী |
সুবর্ণরেখা | ছোটনাগপুর মালভূমি | বঙ্গোপসাগর |
দামোদর | খামারপাত শৃঙ্গ | হুগলি নদী |
ময়ূরাক্ষী | ত্রিকুট পাহাড় | ভাগীরথী |
তিস্তা | জেমু হিমবাহ | ব্রহ্মপুত্র |
জলঢাকা | সিকিমের হিমালয় | ব্রহ্মপুত্র |
তুঙ্গভদ্রা | পশ্চিমঘাট পর্বত | কৃষ্ণা |
ধানসিঁড়ি | নাগা পাহাড় | ব্রহ্মপুত্র |
ভাগরথী-হূগলী | গঙ্গা | বঙ্গোপসাগর |
ব্রাহ্মণী | ছোটনাগপুর মালভূমি | বঙ্গোপসাগর |
সবরমতী | আরাবল্লী পর্বত | খাম্বাত উপসাগর |
মুসী | মেডাক জেলা | কৃষ্ণা নদী |
কর্ণফুলী | মিজোরাম | বঙ্গোপসাগর |
বৈতরণী | ছোটনাগপুর | বঙ্গোপসাগর |
ঘাটপ্রভা | পশ্চিমঘাট পর্বত | কৃষ্ণা নদী |
লুনী | আনাসাগর | কচ্ছের রণ |
ভাইগাই | পালনা পর্বত | পক উপসাগর |
ভীমা | পশ্চিমঘাট পর্বত | কৃষ্ণা নদী |
মাহী | বিন্ধ্য পর্বত | খাম্বাত উপসাগর |
আরো পড়ুন – ভারতের প্রধান প্রধান সমুদ্র বন্দরের তালিকা
FAQs On – বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল
ভারতের প্রধান নদীর নাম গঙ্গা ।
গঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন হিমালয় গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে ।
ছত্রিশগড় রায়পুর জেলায় সিয়াওয়ারা উচ্চভূমি থেকে মহানদীর সৃষ্টি।
লুনি নদী আজমিরের নিকট আরবল্লী পর্বতমালার পুষ্কর উপত্যকার আনাসাগর থেকে উৎপন্ন হয়েছে
কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল মহারাষ্ট্রের মহাবালেশ্বর ।
তাপ্তি নদীর উৎপত্তিস্থল মহাদেব পর্বতের মূলতাই মালভূমি ।
উত্তর ভারতের কয়েকটি উল্লেখযোগ্য নদীর নাম হল – সিন্ধু নদ, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদ, লুনি নদী ইত্যাদি ।
কয়েকটি পূর্ববাহিনী নদীর নাম হল – সুবর্ণরেখা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি।
কয়েকটি পশ্চিমবাহিনী নদীর নাম হল – নর্মদা, তাপ্তি, সবরমতী প্রভৃতি।
ভারতের দীর্ঘতম উপনদীর নাম যমুনা ।
দৈর্ঘ্যের বিচারে গোদাবরী নদীকে এবং শুদ্ধতার বিচারে কাবেরী নদীকে দক্ষিন ভারতের গঙ্গা বলা হয়।
দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী ।
গঙ্গার প্রধান উপনদীর নাম যমুনা ।
Sky River নামে ব্রহ্মপুত্র নদী পরিচিত ।
ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম হল – লুনি ।
তিব্বতে ব্রহ্মপুত্র নদ সাংপাে নামে পরিচিত ।
উত্তর-পশ্চিম ভারতের প্রধান নদীর নাম সিন্ধু ।
বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে ।
কালজানি তোর্সা নদীর উপনদী ।
নর্মদা নদীর উৎস মহাকাল পর্বতের অমরকন্টক শৃঙ্গ ।
কাবেরী নদীর উৎস পশ্চিমঘাটের ব্রক্ষ্ণগিরি শৃঙ্গ ।
নদী যে স্থান থেকে উৎপত্তিলাভ করে তাকে নদীর উৎস বলে ।
নদী যখন কোন নদী বা সাগরের সাথে মেশে তাকে নদীর পতনস্থল বা মোহনা বলে ।