মহিলা সংরক্ষণ বিল 2023 GK – আজকের পর্বে আমরা তোমাদের সাথে করলাম মহিলা সংরক্ষণ বিল 2023 থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর ।
এই পৃষ্ঠায়
- 1 মহিলা সংরক্ষণ বিল 2023 GK :
- 2 মহিলা সংরক্ষণ বিল 2023 :
- 2.1 [১] মহিলা সংরক্ষণ বিলে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে ?
- 2.2 [২] লোকসভায় মহিলা সংরক্ষণ বিল কী নামে পেশ করা হয়েছে ?
- 2.3 [৩] লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম 2023’ কার দ্বারা পেশ করা হয়েছে ?
- 2.4 [৪] নতুন সংসদ ভবনে পেশ করা প্রথম আইন কোনটি ?
- 2.5 [৫] মহিলা সিটের সংরক্ষণের জন্য কেন্দ্রীয় কানুন মন্ত্রী অর্জুন মেঘবাল লোকসভাতে কতগুলি সংশোধন বিল পেশ করেছে ?
- 2.6 [৬] লোকসভায় ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম 2023’-এর পক্ষে কতগুলি ভোট পড়েছে ?
- 2.7 [৭] ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম 2023’ আইনটি কতগুলি রাজ্য ও কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চলে লাগু হবে ?
- 2.8 [৮] ভারতীয় সংসদে মহিলা সংরক্ষণ আইন সর্বপ্রথম কবে পেশ করা হয়েছিল ?
- 2.9 [৯] স্থানীয় নির্বাচনে 50 শতাংশ আসন কোন রাজ্যের মহিলাদের জন্যে সংরক্ষণ করা হয় ?
- 2.10 [১০] নারী শক্তি বন্ধন আইন 2023 অনুযায়ী রাজ্যসভা এবং বিধান পরিষদের মহিলাদের কত শতাংশ সংরক্ষণ দেওয়া হবে ?
- 2.11 [১১] সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী কেন্দ্র সরকারের দ্বারা তৈরি কোন আইনে রাজ্যের অধিকারের উপর যদি কোনরকম প্রভাব পড়ে তাহলে সেই ক্ষেত্রে আইন তৈরি করতে গেলে রাজ্য বিধানসভার 50 শতাংশ সহমতের প্রয়োজন হয় ?
- 2.12 [১২] ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম 2023’কবে থেকে চালু হবে ?
মহিলা সংরক্ষণ বিল 2023 GK :
আরো পড়ুন – BRICS Summit 2023 সম্পর্কিত GK
মহিলা সংরক্ষণ বিল 2023 :
[১] মহিলা সংরক্ষণ বিলে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে ?
- (ক) ৩০%
- (খ) ৩৩%
- (গ) ৩৫%
- (ঘ) ৪০%
উত্তরঃ (খ) ৩৩% অর্থাৎ এক-তৃতীয়াংশ
জেনে রাখো :
- মহিলা সংরক্ষণ বিল কি – মহিলা সংরক্ষণ বিলে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ বা এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে। এই ৩৩ শতাংশ কোটার মধ্যে তফসিলি জাতি, উপজাতি এবং অ্যাংলো-ইন্ডিয়ানদের জন্য উপ-সংরক্ষণের প্রস্তাবও রয়েছে। এই বিলে আরও বলা হয়েছে, প্রতিটি লোকসভা নির্বাচনের পর সংরক্ষিত আসনগুলি পরিবর্তন করা উচিত।
- বিলটি প্রথম কখন আনা হয়েছিল – H D দেবগৌড়ার নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট সরকার ১৯৯৬ সালের ১২ সেপ্টেম্বর ৮১তম সংশোধনী বিল হিসাবে লোকসভায় প্রথম মহিলা সংরক্ষণ বিলটি পেশ করেছিল। তবে, বিলটি পাশ করাতে ব্যর্থ হয়েছিল দেবগৌড়া সরকার। লোকসভা ভেঙে যাওয়ায় এটি বাতিল হয়ে যায়।
- ৩৩% অর্থাৎ লোকসভায় ৫৪৩ টি সিটের মধ্যে ১৮১ টি সিট মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে ।আর প্রতিটি রাজ্যে জোটগুলিজোটগুলি বিধানসভা সিট্ থাকবে তার ৩৩% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে ।
[২] লোকসভায় মহিলা সংরক্ষণ বিল কী নামে পেশ করা হয়েছে ?
- (ক) বেটি বাঁচাও বন্দন অধিনিয়ম
- (খ) নারী শক্তি বন্দন অধিনিয়ম 2023
- (গ) নারী কো নমন বন্দন অধিনিয়ম
- (ঘ) মহিলা সশক্তিকরণ অধিনিয়ম
উত্তরঃ (খ) নারী শক্তি বন্দন অধিনিয়ম 2023
[৩] লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম 2023’ কার দ্বারা পেশ করা হয়েছে ?
- (ক) অর্জুন রাম মেঘবাল (কেন্দ্রীয় কানুন মন্ত্রী)
- (খ) অমিত শাহ (গৃহ মন্ত্রী)
- (গ) নরেন্দ্র মোদী (প্রধান মন্ত্রী)
- (ঘ) স্মৃতি ইরানি (মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রী)
উত্তরঃ (ক) অর্জুন রাম মেঘবাল (কেন্দ্রীয় কানুন মন্ত্রী)
জেনে রাখো :
- ১৯ শে সেপ্টেম্বর ২০২৩ লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম 2023’ পেশ করা হয়েছিল ।
- ২০ শে সেপ্টেম্বর ২০২৩ লোকসভায় বিলটি পাশ হয় ।
[৪] নতুন সংসদ ভবনে পেশ করা প্রথম আইন কোনটি ?
- (ক) বেটি বাঁচাও বন্দন অধিনিয়ম
- (খ) নারী শক্তি বন্দন অধিনিয়ম 2023
- (গ) নারী কো নমন বন্দন অধিনিয়ম
- (ঘ) মহিলা সশক্তিকরণ অধিনিয়ম
উত্তরঃ (খ) নারী শক্তি বন্দন অধিনিয়ম 2023
জেনে রাখো : নতুন সংসদ ভবন সম্বন্ধে কিছু তথ্য –
- উদ্বোধন – ২৮ শে মে ২০২৩ [ নরেন্দ্র মোদী ]
- ডিজাইনকারী সংস্থা – HCP Designs
- Chief Architect – বিমল প্যাটেল
- Construction – Tata Projects Limited
[৫] মহিলা সিটের সংরক্ষণের জন্য কেন্দ্রীয় কানুন মন্ত্রী অর্জুন মেঘবাল লোকসভাতে কতগুলি সংশোধন বিল পেশ করেছে ?
- (ক) ৪
- (খ) ৫
- (গ) ৬
- (ঘ) ৭
উত্তরঃ (ক) ৪
[৬] লোকসভায় ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম 2023’-এর পক্ষে কতগুলি ভোট পড়েছে ?
- (ক) ৩৫৪
- (খ) ৪৪৩
- (গ) ৪৫৪
- (ঘ) ৫৪০
উত্তরঃ (গ) ৪৫৪
জেনে রাখো :
- এই বিলের পক্ষে ৪৫৪ টি ভোট পড়ে , আর এই বিলের বিরুদ্ধে ২ টি ভোট পড়ে ।AIMIM প্রমুখ আসাদউদ্দিন ওবেইসি এবং ইমতিয়াজ আলী এই বিলের বিপক্ষে ভোট প্রদান করে ।
[৭] ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম 2023’ আইনটি কতগুলি রাজ্য ও কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চলে লাগু হবে ?
- (ক) ২৮ টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল
- (খ) ২৭ টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল
- (গ) ২৯ টি রাজ্য ও ৯ টি কেন্দ্রশাসিত অঞ্চল
- (ঘ) ২৬ টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল
(ক) ২৮ টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল
[৮] ভারতীয় সংসদে মহিলা সংরক্ষণ আইন সর্বপ্রথম কবে পেশ করা হয়েছিল ?
- (ক) ১৯৯৪
- (খ) ১৯৯৫
- (গ) ১৯৯৬
- (ঘ) ১৯৯৭
উত্তরঃ (গ) ১৯৯৬ সালে
[৯] স্থানীয় নির্বাচনে 50 শতাংশ আসন কোন রাজ্যের মহিলাদের জন্যে সংরক্ষণ করা হয় ?
- (ক) উত্তরপ্রদেশ
- (খ) অন্ধ্রপ্রদেশ
- (গ) তেলেঙ্গানা
- (ঘ) মধ্যপ্রদেশ
উত্তরঃ (খ) অন্ধ্রপ্রদেশ
[১০] নারী শক্তি বন্ধন আইন 2023 অনুযায়ী রাজ্যসভা এবং বিধান পরিষদের মহিলাদের কত শতাংশ সংরক্ষণ দেওয়া হবে ?
- (ক) ৩৩%
- (খ) ০%
- (গ) ৩০%
- (গ) ৫০%
উত্তরঃ (খ) ০%
মনে রেখো :
- মহিলা সংরক্ষণ বিলে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে ।কিন্তু রাজ্যসভা এবং বিধান পরিষদে মহিলাদের জন্য কোনো সংরক্ষণ দেওয়া হয়নি ।
[১১] সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী কেন্দ্র সরকারের দ্বারা তৈরি কোন আইনে রাজ্যের অধিকারের উপর যদি কোনরকম প্রভাব পড়ে তাহলে সেই ক্ষেত্রে আইন তৈরি করতে গেলে রাজ্য বিধানসভার 50 শতাংশ সহমতের প্রয়োজন হয় ?
- (ক) ২৩৮
- (খ) ৩৬৮
- (গ) ২৪২-২৪৩
- (ঘ) ২৪৫-২৬৩
উত্তরঃ (খ) ৩৬৮
[১২] ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম 2023’কবে থেকে চালু হবে ?
- (ক) ২০২৪ নির্বাচনের পর
- (খ) ২০২৩ সালের ডিসেম্বর মাসে
- (গ) ২০২৪ সালের ডিসেম্বর মাসে
- (ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) ২০২৪ নির্বাচনের পর