বিভিন্ন প্রাণীর গমন অঙ্গের নাম

বিভিন্ন প্রাণীর গমন অঙ্গের নাম  – প্রাণীর গমনে সাহায্যকারী অঙ্গকে বলে গমন অঙ্গ ।সাধারণত ওই পেশী গুলির সংকোচন ও প্রসারণ ঘটিয়ে প্রাণীরা ধীরে ধীরে স্থান পরিবর্তন করে।

বিভিন্ন প্রাণীর গমন অঙ্গের নাম :

বিভিন্ন প্রাণীর গমন অঙ্গের নাম
প্রাণীগমন অঙ্গগমন পদ্ধতি
অ্যামিবাক্ষণপদঅ্যামিবয়েড
কেঁচোসিটাক্রিপিং
ব্যাঙপাক্রলিং, লিপিং, সুইমিং
ঝিনুকমাংসল পদস্লিপিং
তারামাছটিউব ফিটলুপিং
প্যারামিসিয়ামসিলিয়াসিলিয়ার চলন
মাছিএকজোড়া ডানাফ্লাইং
জেলিফিসপেশীসুইমিং
প্রজাপতিদুইজোড়া ডানাফ্লাইং
মানুষহাত ও পাওয়াকিং, সুইমিং, ক্রুলিং
ডলফিনপুচ্ছ ও ফ্লিপারসন্তরণ
শুশুকপুচ্ছ ও ফ্লিপারসন্তরণ
তিমিপুচ্ছ ও ফ্লিপারসন্তরণ
চিংড়িপ্লিওপডসুইমিং
অক্টোপাসপেশীসুইমিং
জোঁকচোষক অঙ্গলুপিং
মাছপাখনাসন্তরণ
ইউগ্লিনাফ্ল্যাজেলাফ্লাজেলিয় চলন
টিকটিকিপাক্রলিং
শামুকমাংসল পদস্লিপিং
আরশোলাডানা ও পাফ্লাইং ও ওয়াকিং
হাইড্রাকর্ষিকালুপিং ও সামারসল্টিং
কাঠবিড়ালিপ্যাটাজিয়ামনিষ্ক্রিয় উড্ডয়ন
সাপপ্যাটাজিয়ামনিষ্ক্রিয় উড্ডয়ন
চামচিকাঅস্থিযুক্ত প্যাটাজিয়ামউড্ডয়ন
বাদুড়অস্থিযুক্ত প্যাটাজিয়ামউড্ডয়ন
আরো পড়ুন – বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম 

FAQs On – বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ

গমন অঙ্গ কাকে বলে ?

প্রাণীর গমনে সাহায্যকারী অঙ্গকে বলে গমন অঙ্গ ।সাধারণত ওই পেশী গুলির সংকোচন ও প্রসারণ ঘটিয়ে প্রাণীরা ধীরে ধীরে স্থান পরিবর্তন করে।

অ্যামিবার গমন অঙ্গের নাম কি ?

অ্যামিবার গমন অঙ্গের নাম ক্ষণপদ ।

কেঁচো কোন পদ্ধতিতে গমন করে ? 

কেঁচো ক্রিপিং গমন করে ।

প্রজাপতি কোন অঙ্গের দ্বারা গমন করে ?

 প্রজাপতি দুইজোড়া ডানার দ্বারা গমন করে ।

ব্যাঙ কোন পদ্ধতিতে গমন করে ?

ব্যাঙ ক্রলিং, লিপিং, সুইমিং পদ্ধতিতে গমন করে ।

ঝিনুকের গমন অঙ্গের নাম কি ?

ঝিনুকের গমন অঙ্গের নাম মাংসল পদ ।

 চিংড়ি কোন অঙ্গের দ্বারা গমন করে ?

 চিংড়ি প্লিওপড অঙ্গের দ্বারা গমন করে ।

তারামাছের গমন অঙ্গের নাম কি ? 

তারামাছের গমন অঙ্গের নাম টিউব ফিট ।

তিমির গমন অঙ্গের নাম কি ?

তিমির গমন অঙ্গের নাম পুচ্ছ ও ফ্লিপার ।

টিকটিকি কোন পদ্ধতিতে গমন করে ?

 টিকটিকি ক্রলিং পদ্ধতিতে গমন করে ।

হাইড্রার গমন অঙ্গের নাম কি ?

হাইড্রার গমন অঙ্গের নাম কর্ষিকা ।

বাদুড় কোন পদ্ধতিতে গমন করে ?

বাদুড় উড্ডয়ন পদ্ধতিতে গমন করে ।

কাঠবিড়ালি কোন অঙ্গের দ্বারা গমন করে ?

কাঠবিড়ালি প্যাটাজিয়াম অঙ্গের দ্বারা গমন করে ।

ইউগ্লিনার গমন পদ্ধতির নাম কি ?

ইউগ্লিনার গমন পদ্ধতির নাম ফ্লাজেলিয় চলন ।

মন্তব্য করুন